এন্ড্রয়েড ফোনএ গুগল অ্যাকাউন্ট রিমুভ করুন ফোন রিসেট না করে (রুট)

অনেক দিন পর ফিরে এলাম এন্ড্রয়েড ট্রিক নিয়ে। আজ কিভাবে গুগল অ্যাকাউন্ট রিমুভ করব তা নিয়ে কিছু কথা বলবার চেষ্টা করব ।আমরা অনেক সময়ই এই সমস্যা নিয়ে ভুগে থাকি। কিছু ট্রিক কাজে লাগিয়ে এই সমস্যা খুব সহজে সমাধান করা যায়।প্রথমে বলে রাখা ভালো এটি করতে আপনাকে আপনার ফোন বা ট্যাবলেটকে রুট করতে হবে। রুট নিয়ে সাহায্যের জন্য আমার আগের পোস্ট টি পড়তে পারেন ।

রুট : How to Root

এবার ফিরে আসি কাজে। আমাদের যে যে সফটওয়্যার লাগছে তা হল:

1)root explorer

2)sq lite editor

সফটওয়্যার গুল google play থেকে ডাউনলোড করতে পারবেন।রুট করার পর সফটওয়্যার ইন্সটল দিয়ে নিন ।এবার রুট এক্সপ্লোরার ওপেন করুন । data/system ফোল্ডার ওপেন করুন।accounts.db ফাইলটি click  করুন. ওপেন হওয়া ডায়লগ বক্স থেকে sq lite editor select করুন । accounts এ ট্যাঁপ করুন। এবার দেখবেন আপনার গুগল অ্যাকাউন্ট টি দেখা যাবে। ইচ্ছা করলে এডিট করতে পারেন বা রিমুভ করে দিতে পারেন। ফোন restart  দিন ।কাজ শেষ। রিমুভ বা change হয়ে গেল আপনার গুগল অ্যাকাউন্ট ।

সাবধানতা: চেষ্টা করার আগে nandroid backup দিয়ে রাখুন ।advanced user না হলে বিরত থাকুন ।

ভালো থাকবেন। ভবিষ্যতে আরও পোস্ট নিয়ে আসার চেষ্টা করব। সমস্যা হলে যোগাযোগ করুন

http://www.khulnatech.tk

Level 0

আমি sawankumar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি রুট না করেই আমার সেট থেকে আমার Google account remove করেছিলাম। কিন্তু যখন আপনার এত শখের সেটটি চুরি হয়ে যাবে আর চোররা আপনার account রিমুভ করে নিজেরটা দিয়ে চালাবে তখন আপনি খুবি কষ্ট পাবেন। তবে কাজে লাগবে, সংগ্রহে থাকলো।

Level 0

ভাই আমি একটা কথা বুজলাম না সেটা হল সিঙ্ক এন্ড অ্যাকাউন্ট থেকে তো এমনিতেই অ্যাকাউন্ট রিমুভ করা যাই তাহলে আর এতো ঝামেলা কিসের????

অনেক ভাল টিপস! অনেক ধন্যবাদ

ভাই, আমি গুগল টক থেকে কিছুতেই একাউন্ট রিমুভ করতে পারতেছিনা। কীভাবে করা যায়?