ম্যাক্সিমাস নিয়ে এল বাজারের সবচেয়ে কম মূল্যের স্মার্টফোন

আশা করি সবাই অনেক ভাল আছেন। হিন্দু ধর্মাবলম্বী বন্ধুদের প্রতি রইল শুভেচ্ছা। যদিও হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গোৎসব গত কালকেই বিজয়া দশমীর মাধ্যমে শেষ হয়েছে, তাই এই দেরীতে শুভেচ্ছা বিনিময়। তবে মুসলিম ভাইদের জন্য আর ভূল হবে না। আর মাত্র দুই দিন বাকী ঈদুল আযহা এর। তাই সবাইকে অগ্রীম শুভেচ্ছা। এবার প্রসঙ্গে আসি। এর আগে বাংলাদেশের জনপ্রিয় ব্রান্ড সিম্ফোনী সল্প মূল্যের এ্যান্ড্রয়েড বাজার জাত শুরু করে। এবং তাদের এক্সপ্লোরার ডাব্লিউ ফাইভ এবং এক্সপ্লোরার ডাব্লিউ টেন বেশ জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে, ঠিক এই সময়েই বাংলাদেশি ব্রান্ড ওয়ালটন নিয়ে আসে তার প্রথম স্মার্টফোন যা অনেক বেশি ফিচার যুক্ত। আর এবার রিব্রান্ডেড চাইনিজ স্মার্টফোনের বাজারে প্রতিদ্বন্দীতা করতে হাজির হল ম্যাক্সিমাস ম্যাক্স ৯০১। ছোট পর্দার হলেও এই ফোন যে দামে বাজার জাত করছে তা অবিশ্বাস্য। মাত্র ৫৯৯৫/- টাকা যা কিনা ৭৩ ডলার মাত্র!!!! যদিও এই হ্যান্ডসেটটি সম্পর্কে বিশেষ কিছু জানানো হয় নি তাই এটি নিয়ে কোন রিভিউ হচ্ছে না। তাদের বিজ্ঞাপন আর ওয়েব সাইটে দেওয়া তথ্য থেকেই এই পোস্টটি করছি । এখন পর্যন্ত এটি বাংলাদেশের সবচেয়ে কম মূল্যের স্মার্টফোন। এন্ট্রিলেভেলের স্মার্ট ফোন হিসেবে ক্যামন হবে তা ইউজার রিভিউ ছাড়া বলা মুশকিল। এর আগে ম্যাক্সিমাস অবশ্য সল্প মূল্যে ম্যক্সট্যাব নামে একটি ট্যাবলেট বাজার জাত করেছে। তবে প্রতিদ্বন্দী হিসেবে একে সিম্ফোনী ডাব্লিউ ফাইভ এর সাথে তুলনা করা যেতে পারে। তাহলে এবার আসুন জেনে নেই কি কি আছে এই মোবাইল সেটটিতে।

১. এতে ব্যবহার করা হয়েছে ১ গিগা হার্টজ গতির প্রসেসর, তবে তার ম্যানুফেকচারার সম্পর্কে তাদের অফিসিয়াল সাইটে কিছু বলা হয়নি।

২. এর র‍্যাম এবং রম মেমরি সম্পর্কেও কিছু বলা হয় নি।

৩. এটি জিঞ্জারব্রেড অপারেটিং সিস্টেম চালিত। (২.৩)

৪. স্ক্রীণ রেজ্যুলেশন সম্পর্কেও সঠিক কোন বর্ণনা নেই। শুধু বলা হয়েছে ৩.২" ক্যাপাসিটিভ টাচ

৫. ক্যামেরা সম্পর্কে বলা হয়েছে ২.০ মেগা পিক্সেল

৬. ওয়াই ফাই আছে, তবে থ্রি-জি/EDGE/GPRS/Bluetooth এসবের সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

৭. এতে আছে ১২০০mAh এর ব্যাটারী।

৮. ডিফল্ট এ্যাপ্লিকেশন হিসেবে দেওয়া আছেঃ Opera Mobile 12/ Skype/ Twitter/ Face book/ Google Map/ Android Market/ Nimbus/ Yahoo & MSN Messenger

৯. মূল্যঃ ৫,৯৯৫/- টাকা

আর এ সব কিছুর সাথে বিনামূল্যে দেওয়া হচ্ছে একটি ৪ গি.বা. মেমরি কার্ড (San Disk)। সেই সাথে আপনি যদি এই ফোনের সাথে যদি রবি সিম ব্যবহার করে প্রথম বারের মত চালু/ব্যবহার করেন তবে পাচ্ছেন বিনামূল্যে ১০০ টি এসএমএস ; ১০০টি এমএমএস ও ১০০এমবি ইন্টারনেট। যেহেতু এমএমএস সাপোর্ট করছে তার অর্থ EDGE/GPRS সুবিধা আছেই। আর ব্লু-টুথ তো এখন ১৩-১৪শ টাকার ফোনেও থাকে। অর্থাৎ মোটামোটি এন্ট্রি লেভেলের এই স্মার্টফোন। এখন ইউজার রিভিউ এর পরই কেবল বোঝা সম্ভব যে হ্যান্ডসেটটার পারফর্ম্যান্স কেমন। আজ এ পর্যন্তই। সবাই কে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

Level 2

আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Khub valo post hoyeche.
Smart Phone ki abong er subidha gulo ki ki janale upokrito hobo.

Waitng for reply…

Posondo holo na………

ব্যাটারি মাত্র 1200mah এইটা যে কিনবে তার ফোনের সাথে চার্জার নিয়ে ঘুরতে হবে। 😛

সস্তার তিন অবস্থা।যেহেতু অনেক কিছুই গোপন রাখা হয়েছে তাই বলতেই হবে এই সেট টা ভালো হবেনা।তানভির ভাইয়ের সাথে এক মত।আমার ওয়ালটন প্রাইমো তে 1420mAH এর ব্যাটারি তেই চার্জ থাকেনা আর এটা তো মাত্র 1200mah।

Level 0

Symphony W50 Caharge valo thake. Nice set

আর যাই হোক, ম্যাক্সিমাস কেনা ঠিক হবে না। পারতপক্ষে আমি এই চাইনিজ প্রোডাক্টগুলা ব্যাবহার করার পক্ষে না।

রিভিওটি ফোন কেনা অথবা না কেনা – উভয় সিদ্ধান্তের জন্য সহায়ক হবে। ধন্যবাদ।

Level 0

স্মাট ফোন সম্পর্কে আরো জানতে ভিজিট করুন http://www.mobilebazer.com

আচ্ছা এগুলোর স্ক্রিনের টাচ কেমন? স্যামস্যাং চ্যাম্প এর মতো নাতো? আমি মুলত একটা ফোন চাই যেটাতে বাংলা এবং আরবী টাইপিং এর সুবিধা আছে। ঐগুলিতে কি আছে?

    @galib1992ict: সনির স্মার্টফোন গুলো কিনতে পারেন |বাংলা সাপোর্ট করে |আরবীও সম্ভবত করে |বসুন্ধরা সিটির গেজেট আন্দ গিয়ার দোকানে চলে যান| অরজিনাল জিনিস পাবেন |সনির এনড্রয়েড স্মার্টফোন সবথেকে ভালো |স্মার্টফোনের হিসাবে দামটাও খুব বেশি না |

মন্তব্যের জন্য সবাইকে ধন্যবাদ। Mayabi কীবোর্ড ইন্সটল করে অ্যান্ড্রয়েড ফোন গুলোতে বাংলা লিখতে পারবেন।