এনড্রয়েড সমাচার [পর্ব-০৪] :: মজার (ও কাজের) কিছু এনড্রয়েড আ্যপ্লিকেশন [অংশ-০১] :: ডিফল্ট

এনড্রয়েড সমাচার

(এনড্রয়েড আ্যপ্লিকেশন প্রথম পর্বে আমি ডিফল্ট আ্যপ্লিকেশন সম্পর্কে কিছুটা ধারনা দেব। এগুলো অনেকেরই জানা, তবে নতুনদের জন্য উপকারী হতে পারে)

এনড্রয়েডের মজাটাই হল এর বিভিন্ন সফটওয়্যার বা আ্যপ্লিকেশনে। এনড্রয়েড আ্যপ্লিকেশনের ভাণ্ডারটি বিশাল। এবং সবচেয়ে আনন্দের ব্যাপার হল, এদের অধিকাংশই পাবেন বিনা মূল্যে - এক্কেবারে ফ্রী (আমার এই লেখাটি মূলতঃ ফ্রী আ্যপ্লিকেশন নিয়েই আলোচনা হবে)।

কিন্তু মুশকিল হল একটাই - এই বিশাল ভাণ্ডার থেকে কোনটি ইন্সটল করবেন আর কাকে বাদ দেবেন। একটি এনড্রয়েড ডিভাইস (মোবাইল ফোন অথবা ট্যাবলেট পি সি) নিয়ে প্রথমেই আমরা যে কাজটি করি তা হল, বাছ-বিচার না করেই ঝটপট একগাদা সফটওয়্যার ইন্সটল করে ফেলি। এরপর যখন দেখি অনেক বেশি সফটওয়্যার ইন্সটলড হয়ে গেছে, তখন আন-ইন্সটল করতে থাকি। কিন্তু তখন দ্বিধায় পড়ে যাই, কোনটাকে ফেলে দেব, আর কোনটা থাকবে। তাই, এনড্রয়েডের টপ-রেটেড কিছু আ্যপ্লিকেশন সম্পর্কে আগে থেকেই জানা থাকলে আমাদের এই কাজটি সহজ হবে।

প্রথমেই আসুন দেখি ডিফল্ট হিসাবে একটি এনড্রয়েড ডিভাইসে কি কি আ্যপ্লিকেশন থাকে। এই তালিকাটি ডিভাইসটির রকম অথবা এর সরবরাহকারী অনুসারে ভিন্ন হতে পারে। তবে কিছু সাধারণ আ্যপ্লিকেশন সব এনড্রয়েড ডিভাইসেই থাকে। এখানে আমরা ফোন ডায়ালার, মেসেজিং, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, ক্যামেরা, গ্যালারি, মেমো ইত্যাদি পরিচিত আ্যপ্লিকেশনগুলো আলোচনায় আনব না – এগুলো আমাদের সবারই জানা। তবে একটা ব্যাপার জেনে রাখুন, এনড্রয়েডে এই সাধারণ আ্যপ্লিকেশনগুলোও অনেক সুন্দর ও কার্যকরী।

এনড্রয়েড যেহেতু গুগলের – তাই গুগলের কিছু কমন আ্যপ্লিকেশন এখানে থাকেই। এনড্রয়েডের সব সুবিধা পেতে হলে তাই আপনার একটি গুগল একাউন্ট থাকা আবশ্যক। যাহোক, ডিফল্ট আ্যপ্লিকেশনগুলো হলঃ

জি-মেইলঃ

আমাদের সবার প্রিয় জি-মেইল এনড্রয়েডের জন্য কাস্টমাইজ করা থাকে। আপনার ডিভাইসটি যদি ইন্টারনেটে সংযুক্ত থাকে, তাহলে যখনি আপনার ইনবক্সে কোন মেইল আসবে, জি-মেইল আপনাকে ছোট্ট একটি টোন দিয়ে জানাবে।

গুগল ম্যাপঃ

গুগল আর্থ এর মোবাইল ভার্সন গুগল ম্যাপ সম্পর্কে আমরা এখন সবই জানি। এনড্রয়েড ডিভাইসে, বিশেষতঃ যেগুলোতে জিপিএস আছে, গুগল ম্যাপ দারুণ একটি কাজের আ্যপ্লিকেশন। আপনার নিজস্ব অবস্থান চিহ্নিত করা ছাড়াও দারুণ সব ফিচারে ভরপুর এই গুগল ম্যাপ।

গুগল ল্যাটিচিউডঃ

এটা আমাদের অনেকেরই পরিচিত সফটওয়্যার। এর মাধ্যমে আপনি ও আপনার বন্ধু যদি ল্যাটিচিউড এ লগ ইন করা থাকেন, তাহলে একে অপরকে গুগল ম্যাপে দেখতে পাবেন – না চেহারা না, শুধু অবস্থান...

গুগল সার্চঃ

এর ব্যাপারে কিছু কি বলার প্রয়োজন আছে? তারপরও বলি, গুগল সার্চে আপনি যেমন ইন্টারনেট সার্চ করতে পারবেন তেমনি আপনার ডিভাইসের বিভিন আ্যাপ্লিকেশন, শব্দার্থ ইত্যাদি সার্চ করতে পারবেন।

আর হ্যা, ভয়েস সার্চ!!! কিছু না লিখে ক্লিক করে কথা বলুন, যেমন: বাংলাদেশ বললেই, গুগল সার্চ রেজাল্টে বাংলাদেশ চলে আসবে।

ই-বুক রিডারঃ

এনড্রয়েড ডিভাইসে একটি ডিফল্ট ই-বুক রিডার থাকে, যা সাধারণতঃ *.ePub এক্সটেনশনের ফাইলের জন্য। তবে এখানে পিডিএফসহ আরও বেশ কিছু ফরম্যাটের ফাইলও ইমপোর্ট করে পড়া যায়।

মিউজিক/ভিডিও প্লেয়ারঃ

এনড্রয়েডের ডিফল্ট মিউজিক প্লেয়ার অথবা ভিডিও প্লেয়ার এতটাই সমৃদ্ধ থাকে যে অন্য কোন মিডিয়া প্লেয়ার প্রয়োজন হয় না। তবে ভিডিও প্লেয়ারের ক্ষেত্রে *.mkv বা এ ধরনের নতুন কিছু ফরম্যাটের জন্য আপনাকে হয়তো কিছু প্লাগ-ইন বা একটি ভিন্ন আ্যপ্লিকেশন ইন্সটল করতে হতে পারে।

এখানেই কিন্তু শেষ নয়। ডিফল্ট আ্যাপ্লিকেশনের তালিকা অনেক বড় ও তা ডিভাইসের প্রকারভেদে ভিন্ন হয়ে থাকে। উপরের আ্যাপ্লিকেশনগুলো থেকে আপনি একটা ধারনা পাবেন। পরবর্তী পর্বে এনড্রয়েড মার্কেট থেকে ফ্রী ডাউনলোড করা চমৎকার কিছু আ্যাপ্লিকেশন সম্পর্কে লিখব ইনশাল্লাহ। সবাই ভাল থাকবেন।

Level 2

আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1054 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন জিনিস, সরাসরি প্রিয়তে ……………..

ধন্যবাদ

Level 0

আমার HTC Touch FLO windows mobile সেট আছে, আমি এটাকে এনড্রয়েড করতে চাই। কিভাবে করবো বিসতারিত জানতে সাহাযও চাই।

    সত্যি বলতে কি, এই ব্যাপারে আমার বিশেষ কিছু জানা নেই – তবে পারা যায় এতটুকু জানি আর এই পরিবর্তনের পরে ফোনটা কিছুটা স্লো হয়ে যায় এটাও শুনেছি।

🙁
মডারেটরের দৃষ্টি আকর্ষণ করছি।

Level 2

আপনাকে অনেক ধন্যা

সুন্দর টিউন,
ধন্যবাদ টিউনের জন্য।

বেশ কয়েকদিন হল আমি এন্ড্রোয়েড ফোন কিনেছি তাই আপনার টিউন পড়ে এন্ড্রোয়েড সম্পর্কে ধারণা নিচ্ছি

Level 0

সুন্দর টিউন।

    ধন্যবাদ আপনার মূল্যায়নের জন্য