YouTube আর Facebook একসাথে চালান এক স্ক্রিনেই

আপনি কি কখনও এমন ব্রাউজার খুঁজেছেন যেটাতে একসাথে দুইটা সাইট চালানো যায়? যেমন — একপাশে YouTube চলছে, আর অন্যপাশে Facebook স্ক্রল করছেন? 🤯

অবশেষে এমন একটি অ্যাপ পাওয়া গেল, যেটা আপনার মোবাইলের এক স্ক্রিনেই দুইটা ব্রাউজিং উইন্ডো চালাতে পারে — কোন ঝামেলা ছাড়াই!

🔥 কী আছে এই অ্যাপে?

ডুয়াল উইন্ডো ব্রাউজিং: স্ক্রিনের দুই পাশে দুইটা আলাদা সাইট চালান।

Split Screen সাপোর্ট: এক স্ক্রিনেই মাল্টিটাস্কিং করুন সহজে।

Minimal Design: ঝামেলাহীন, ক্লিন ইউজার ইন্টারফেস।

YouTube, Facebook, Twitter, Reddit — সব কিছু একসাথে চালান!

একই সময়ে দুইটা অ্যাকশন: যেমন একটা পাশে ভিডিও চলছে, আরেক পাশে নিউজ পড়ছেন বা সোশাল মিডিয়া চালাচ্ছেন।

📸 কিছু স্ক্রিনশট (ব্যবহারের সময়):

🚀 কীভাবে ব্যবহার করবেন?

  1. প্রথমে নিচের লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করুন:
    🔗 [Tools Browser – Apps on Google Play]

  2. অ্যাপটি ওপেন করলেই দেখবেন — দুইটা ব্রাউজার উইন্ডো ওপেন করার অপশন আছে।

  3. প্রথম উইন্ডোতে যেকোনো সাইট টাইপ করুন, যেমনঃ YouTube.com

  4. দ্বিতীয় উইন্ডোতেও একইভাবে আরেকটা সাইট টাইপ করুন, যেমনঃ Facebook.com

  5. এবার স্ক্রিনের দুই পাশে আলাদা কন্টেন্ট একসাথে চালাতে পারবেন। 🎉

🤔 কেন এটা ব্যবহার করবেন?

আজকাল সবাই মোবাইলে একসাথে অনেক কিছু করতে চায়। কেউ ভিডিও দেখে আবার সোশাল মিডিয়া চালায়, কেউ নিউজ পড়ে আবার অন্যদিকে কিছু সার্চ করে। এই অ্যাপটা একেবারে সেসবের জন্য পারফেক্ট। 💯

*এমন ডুয়াল ব্রাউজিং অ্যাপ আগে দেখেছেন? ব্যবহার করে জানাবেন কেমন লাগলো!*👇

🔐 আরও একটি চমক নিয়ে আসছি.

এই ব্রাউজার দিয়ে আপনি চাইলে যেকোনো ওয়েবসাইটে নিজের JavaScript কোড চালাতে পারেন! 😮

👉 কিভাবে? সেটা নিয়ে পরবর্তী টিউনে বিস্তারিত বলব — সঙ্গে রিয়েল উদাহরণ! মিস করবেন না।

🔜 [JavaScript Injection দিয়ে কী কী করা যায়, দেখে চমকে যাবেন!]

Level 0

আমি মিত্র বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস