আসসালামু আলাইকুম। টেকটিউনস ওয়েবসাইটের নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে কীভাবে ইনস্টাগ্রামের মাধ্যমে অর্থ উপার্জন করবেন নিয়ে নতুন আরো একটি টিউনে। বর্তমানে আমরা বেশিরভাগ মানুষই ইনস্টাগ্রাম অ্যাপ ব্যবহার করে থাকি। আমরা বেশিরভাগই ব্যবহারকারীরা এই ইনস্টাগ্রাম অ্যাপ শুধুমাত্র ভিডিও দেখা এবং বন্ধুদের সাথে সবসময় যোগাযোগ রক্ষা জন্য ব্যবহার করে থাকি। তবে আপনি কি জানেন আপনি চাইলে আমাদের প্রতিদিনের ব্যবহার করা এই ইনস্টাগ্রাম অ্যাপ থেকে অর্থ ইনকাম করা সম্ভব? হ্যাঁ ইনস্টাগ্রাম অ্যাপ প্রতিদিন অনেক ভালো পরিমাণ অর্থ ইনকাম করা সম্ভব। আজকের টিউনে আমরা ইনস্টাগ্রাম অ্যাপ থেকে অর্থ ইনকামের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব।
গত কয়েক বছরে আমাদের দেশ থেকে, গুগলে সবচেয়ে বেশী বার সার্চ করা কীওয়ার্ডের তালিকায় রয়েছে, কীভাবে অনলাইনে অর্থ উপার্জন করা যায়? বর্তমানে অনলাইনে টাকা ইনকাম খুবই জনপ্রিয় একটি মাধ্যম। অনলাইনে ইনকাম সোর্সের ভিতরে ইনস্টাগ্রাম একটি জনপ্রিয় মাধ্যম। আপনি যদি না জেনে থাকেন কীভাবে instagram থেকে আয় করা যায়, তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। এই আর্টিকেল এর মাধ্যমে আপনি সহজে জানতে পারবেন ইনস্টাগ্রাম থেকে আয় করার উপায় কী! কীভাবে আপনি নতুন অবস্থায় ইনস্টাগ্রাম থেকে সফলভাবে ইনকাম করবেন? আর কীভাবে আপনার ইনকাম করা অর্থগুলো ইনস্টাগ্রাম থেকে তুলবেন এ সমস্ত বিষয় আজকে টিউনে খুব ভালোভাবে জানতে পারবেন। তার আগে চলুন সংক্ষিপ্ত আকারে দেখে নেই আজকের টিউন থেকে আমরা নতুন কী কী জানতে ও শিখতে পারবো?
Instagram হল বিশ্বের একটি জনপ্রিয় ফটো শেয়ারিং সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন বা প্লাটফর্ম। আপনি যদি ইনস্টাগ্রামের জনপ্রিয়তা সম্পর্কে ধারণা পেতে চান তাহলে আপনাকে শুধু একটি কথাই বলব তা হল যে, বর্তমানে ইনস্টাগ্রামে বিশ্বের সব বড় বড় সেলিব্রিটিদের ব্যক্তিগত অ্যাকাউন্ট এবং পেজ রয়েছে। যেখানে তারা প্রতিদিন সক্রিয় থাকেন এবং সেখানে তারা প্রতিদিন নতুন নতুন টিউন বা ফটো আপলোড করেন। এছাড়াও, আপনার এবং আমাদের মতো কোটি কোটি সাধারণ মানুষের আজ ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট রয়েছে।
আপনি Instagram এ আপনার নিজের জন্য অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং আপনার ছবি টিউন করতে পারেন। সেই সাথে অন্য মানুষের ছবিতে লাইক ও টিউমেন্ট করতে পারেন। এছাড়া ইনস্টাগ্রামে আপনারা ভিডিও দেখতে পারবেন। ভিডিও তৈরির মাধ্যমে আপনি জনপ্রিয়তা অর্জন করতে পারবেন। বিভিন্ন টপিকের উপরে আপনি ভিডিও বানাতে পারেন। নিয়মিত ভিডিও বানালে অ্যাকাউন্টে ফলোয়ার বৃদ্ধি পাবে।
আপনি যদি ইনস্টাগ্রাম থেকে অর্থ উপার্জন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমরা আপনাকে বলব যে, ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করতে হলে, প্রথমে আপনাদের কিছু প্রস্তুতি নিতে হবে। যা নিচে দেওয়া হলঃ
ইনস্টাগ্রাম ফলোয়ারঃ ইনস্টাগ্রাম থেকে অর্থ উপার্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে অনেক বেশি ফলোয়ার থাকতে হবে। তবেই যেকোনো ব্র্যান্ড আপনাকে তাদের স্পন্সর টিউন দেবে অথবা একটি অ্যাফিলিয়েট লিঙ্ক দেবে। আপনার ইনস্টাগ্রাম পেজ বা প্রোফাইলে যত বেশী ফলোয়ার থাকবে আপনার ইনকাম হওয়ার সম্ভাবনাও তত বেশি হবে। সেজন্য আপনার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে যতটা সম্ভব ফলোয়ার বাড়ানোর চেষ্টা করা উচিত।
ফ্যান এনগেজমেন্টঃ আপনার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার বাড়ানোর পাশাপাশি, আপনাকে ইনস্টাগ্রামে আপনার ফলোয়ারদের সাথে একটি শক্তিশালী সম্পর্ক স্থাপন করতে হবে। কারণ, আপনি যখন আপনার ইনস্টাগ্রাম ফলোয়ারদের সাথে একটি দৃঢ় সম্পর্ক স্থাপন করবেন, তখন আপনার টিউনের রিচ বাড়বে। এমন অবস্থায় আপনি যখন একটি ব্র্যান্ডের প্রচার করবেন বা একটি ব্র্যান্ডকে স্পন্সর করবেন, তখন আপনার ফলোয়াররা অবশ্যই সেই টিউন বা ব্র্যান্ডে আগ্রহ নেবে।
ব্যবহারকারীর আগ্রহঃ ইনস্টাগ্রামে আপনার পেজ বা প্রোফাইল তৈরি করার আগে খেয়াল রাখতে হবে যে, কোন ক্ষেত্রে আপনি আগ্রহী বা আপনি কোন ধরনের বিষয় নিয়ে কাজ করতে চান। আপনাকে একই ক্ষেত্র থেকে সম্পর্কিত বিষয় নির্বাচন করতে হবে যাতে আপনি ব্র্যান্ডের প্রচারের জন্য সর্বাধিক পরিমাণ স্পনসর টিউন বা অফার পেতে পারেন। এর ফলে আপনি আরও বেশি পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন।
Instagram থেকে টাকা ইনকাম করার জন্য প্রথমেই আপনার একটি ইনস্টাগ্রাম আইডি তৈরি করতে হবে। তবে এই Instagram অ্যাকাউন্টের জন্য একটি নির্দিষ্ট সেক্টর থাকতে হবে। অর্থাৎ আপনি যে ধরনের পণ্য বা সেবার মাধ্যমে Instagram থেকে টাকা ইনকাম করতে চান তার উপর ভিত্তি করে আপনার Instagram অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। বর্তমানে অনেক ধরনের জনপ্রিয় বিষয় বা ক্ষেত্র রয়েছে যেমন ফ্যাশন, ফুড, বিউটি টিপস, ট্রাভেল ইত্যাদি। এগুলোর মধ্যে আপনি যে ধরনের পণ্য বা সেবার মাধ্যমে ইনস্টাগ্রাম থেকে টাকা আয় করতে চান তার ওপর ভিত্তি করে আপনার Instagram অ্যাকাউন্ট তৈরি করুন।
একই অ্যাকাউন্ট ব্যবহার করে বিভিন্ন ধরনের পণ্য বা সেবা দেওয়ার চেয়ে একটি নির্দিষ্ট অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট একটি সেবা প্রদান করলে ইনস্টাগ্রাম থেকে অধিক পরিমাণে টাকা ইনকাম করা সম্ভব। এর ফলে আপনার ইন্সটাগ্রাম ফলোয়ার্সদের কাছে আপনার অ্যাকাউন্টটি যথার্থ মনে হবে। আপনার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের পাশাপাশি আপনার অ্যাকাউন্ট সম্পাদনা করার জন্য একটি ল্যাপটপ অথবা স্মার্টফোনের প্রয়োজন হবে। আর প্রয়োজন হবে ইন্টারনেট কানেকশন।
অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম যেমন- ফেসবুক টুইটার ইত্যাদির মতো ইনস্টাগ্রামও আপনাকে ইনকাম করার সুযোগ করে দিচ্ছে। আপনি হয়ত এর মধ্যেই দেখে থাকবেন যে, বর্তমানে ইনস্টাগ্রাম ব্যবহার করে অনেকেই ভাল পরিমাণ টাকা আয় করছে। চেষ্টা করলে আপনারাও ইনস্টাগ্রামের মাধ্যমে টাকা আয় করতে পারবেন। পরিশ্রম করলে সবকিছুই সম্ভব। আয় করার জন্য আপনাকে ভালো ভালো কনটেন্ট তৈরি করতে হবে।
ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন এর মাধ্যমে অনলাইনে অর্থ উপার্জনের সবচেয়ে জনপ্রিয় উপায় হল ব্র্যান্ড স্পনসরশিপের মাধ্যমে। অর্থাৎ একটি ব্র্যান্ডকে স্পন্সর করা। বর্তমানে, একজন ব্যক্তি যখন তার কোন নতুন ব্র্যান্ড বা পণ্য লঞ্চ করেন, তখন তিনি চান যে, তার ব্র্যান্ড বা পণ্যের তথ্য খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারে। যাতে লোকেরা তার ব্র্যান্ড সম্পর্কে জানে বা সেই সাথে তার পণ্য বেশি পরিমাণে বিক্রি হয়।
এই কারণেই নতুন এবং পুরাতন ব্র্যান্ডগুলো তাদের ব্র্যান্ডকে প্রচার করতে অনলাইন মার্কেটিং ব্যবহার করে। কারণ তারা জানেন যে, বর্তমানে বেশিরভাগ মানুষ ইন্টারনেটেই তাদের বেশিরভাগ সময় ব্যয় করে থাকে। আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে বা পেজে যদি বেশি পরিমাণ ফলোয়ার থাকে তাহলে, আপনি আপনার ইন্সটাগ্রাম প্রোফাইল বা পেজের সাহায্যে একজন ব্যক্তির ব্র্যান্ড বা পণ্য প্রচার করতে পারেন। এবং বিনিময়ে, আপনি সেই ব্যক্তি বা ব্র্যান্ড/কোম্পানির কাছ থেকে যথেষ্ট পরিমাণ টাকা চার্জ করতে পারেন এবং ইনস্টাগ্রাম থেকে অর্থ উপার্জন করতে পারেন।
ইনস্টাগ্রামের মাধ্যমে ব্র্যান্ড স্পনসর করে অর্থ উপার্জন করতে, আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল বা পেজে অনেক বেশি ফলোয়ার থাকতে হবে। এমন অবস্থায় ব্যক্তি বা কোম্পানিগুলো নিজে থেকেই আপনার সাথে যোগাযোগ করবে যারা তাদের ব্র্যান্ড বা পণ্যের প্রচার করতে চায়। এই ধরনের একটি sponsor posts এর বিনিময়ে আপনারা ৫ থেকে ২০ ডলার পর্যন্ত টাকা আয় করতে পারবেন। আপনারা “paid sponsorship” খোঁজার জন্য গুগলে সার্চ করলে এই ধরনের অনেক পোর্টাল (portal) পেয়ে যাবেন। ifluenz.com এই ধরনের paid sponsors সার্চ করার জন্য সেরা ওয়েবসাইট। আপনারা এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করে, বিভিন্ন sponsors দেড় সাথে আপনারা যুক্ত হতে পারবেন।
বর্তমান সময়ে, অনেকেই অ্যাফিলিয়েট মার্কেটিং করে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করছে। অ্যাফিলিয়েট মার্কেটিংয় করার জন্য, আপনাকে বিশ্বের জনপ্রিয় এবং বিশ্বস্ত ওয়েবসাইটগুলিতে যেতে হবে এবং তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামে একটি অ্যাকাউন্ট তৈরি করে তাদের সাথে যোগ দিতে হবে। এর পরে আপনাকে অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করতে হবে এবং সেই অ্যাফিলিয়েট লিঙ্কটি বিভিন্ন জায়গায় শেয়ার বা প্রচার করতে হবে। এরপর কোন ব্যক্তি যদি আপনার শেয়ার করা অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করে সেই ওয়েবসাইট থেকে কোন পণ্য ক্রয় করে তাহলে আপনি কমিশন পাবেন।
যাইহোক, আমরা আপনাকে বলে রাখি যে, আপনি ইনস্টাগ্রামে লিঙ্ক টিউন করতে পারবেন না। বরং, আপনি চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইটের সাথে সংযোগ করতে পারেন এবং আপনার টিউনে তাদের যেকোনো পণ্যের কুপন কোড যোগ করতে পারেন। আপনি একটি ব্যানার তৈরি করতে পারেন এইভাবে যে, যখন একজন ব্যক্তি কুপন কোড ব্যবহার করে কিছু কিনবেন, তখন সেই ব্যক্তিও ছাড় পাবেন এবং আপনিও কমিশন পাবেন। এভাবে আপনিও ইনকাম করতে পারবেন এবং অপরপ্রান্তের ব্যক্তিও কেনাকাটায় অনেকটাই সাশ্রয় হবেন।
বর্তমানে অনেক Instagram ব্যবহারকারী আছেন, যারা তাদের নিজের নতুন অ্যাকাউন্ট প্রোমোট বা প্রচার করতে চান। এজন্য তারা পপুলার ও জনপ্রিয় অ্যাকাউন্টের মালিকদের টাকা দিয়ে নতুন অ্যাকাউন্ট প্রোমোট করেন। এই প্রমেটিং বিষয়টি সর্বপ্রথম ইউটিউবে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করে। পরে তা আস্তে আস্তে ফেসবুকে ছড়িয়ে পড়ে অ্যাকাউন্ট প্রমোটিং। আপনি জানলে আরো বেশি খুশি হবেন যে বর্তমান সময়ে অ্যাকাউন্ট প্রমোটিং বিষয়টি ইনস্টাগ্রামেও অনেক বেশি ব্যবহার হয়ে আসছে। যার মাধ্যমে এখন থেকে আপনিও খুব অল্প সময়ের মাধ্যমে অনেক বেশি ইনকাম করতে পারবেন।
প্রতিটা অ্যাকাউন্ট প্রোমোট করার জন্য আপনারা প্রায় ১০ থেকে ২০ ডলার পর্যন্ত টাকা ইনকাম করতে পারবেন। যারা নিজেদের অ্যাকাউন্ট প্রোমোট করতে ইচ্ছুক, তারা নিজে থেকেই আপনার সাথে যোগাযোগ করবে। তবে সে জন্য, আপনার Instagram account অবশ্যই popular বা জনপ্রিয় হতে হবে। সোজা কথায় বলতে গেলে, আপনার অ্যাকাউন্টে বেশি পরিমাণে followers থাকতে হবে। অথবা আপনি অনলাইন এবং অফলাইন উভয় জগতে অনেক বেশি পপুলার এমন ব্যক্তি হতে হবে। তাহলে আপনাকে অ্যাকাউন্ট প্রোমোট বিজনেস নিয়ে চিন্তা করতে হবে না। যারা নিজেদের বিজনেস অথবা অ্যাকাউন্ট প্রমোট করতে চায় তারা অটোমেটিক্যালি নিজে থেকে আপনাকে খুঁজে নেবেন।
আপনি যে পণ্যটি অনলাইনে বিক্রি করতে চান, প্রথমে এটির একটি ছবি তুলুন এবং আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেই ছবি আপলোড করুন। এরপর ডেসক্রিপশন সেকশনে পণ্যের বিবরণ এবং পণ্যের মূল্য উল্লেখ করুন। এটি করার মাধ্যমে, যদি কেউ আপনার পণ্য পছন্দ করে, তবে সে অবশ্যই আপনার পণ্য কেনার জন্য আপনার সাথে যোগাযোগ করবে। এরপর আপনি আপনার পণ্য বিক্রি করুন এবং এইভাবে আপনি ইনস্টাগ্রাম থেকে অনলাইনে অর্থ উপার্জন করতে পারেন। আপনারা হয়ত ইতোমধ্যেই দেখেছেন যে বর্তমানে অনেক মানুষ শাড়ি, জামা এবং অন্যান্য অনেক ধরনের কাপড় বিভিন্ন social media platform এর দ্বারা প্রচার করছে এবং বিক্রি করছে।
ঠিক একই ভাবে আপনার যদি একটি “Instagram account” থাকে এবং সেটাতে যদি বেশী পরিমাণে “followers” থাকে, তাহলে আপনিও এইরকম বিভিন্ন product বা সার্ভিস আপনার ইন্সটাগ্রামের মাধ্যমে marketing করতে পারবেন। আপনার অ্যাকাউন্টে যত বেশী followers হবে, তত বেশি লোক আপনার products সম্পর্কে জানতে পারবে। এর ফলে, আপনার পণ্য বেশি পরিমাণ মানুষের মধ্যে প্রচার হবে এবং সেই সাথে আপনার পণ্য বা সার্ভিস বিক্রি হওয়ার সুযোগও বেড়ে যাবে। ইন্টারনেটের মাধ্যমে, আপনি আপনার যেকোনো পণ্য বা সার্ভিস অনলাইন বিক্রি করে দিতে পারবেন।
তাই আপনারাও চাইলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে সেই অ্যাকাউন্টে ফলোয়ার বৃদ্ধি করে সেই অ্যাকাউন্ট ভাল দামে বিক্রি করতে পারবেন। এখানে একটা বিষয় মনে রাখবেন যে, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার যত বেশী হবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের দামও তত বেশী হবে। এজন্য নতুন অ্যাকাউন্টে আপনি বেশি বেশি এমন ভিডিও এবং টেক্স টিউন আঁকড়ে পাবলিশ করুন যা দেখে লোকে মজা পায়। নিয়মিত এমন ভাবে ফানি ভিডিও গুলো ছাড়তে থাকলে এক সময় সহজেই আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনেক বেশি ফলোয়ার জেনারেট হয়ে যাবে।
পরে আপনি আপনার সেই অনেক বেশি ফলোয়ার ওয়ালা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বিক্রি করে খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি অর্থ ইনকাম করতে পারবেন। তাই ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট বিক্রি করে টাকা ইনকাম করতে চাইলে প্রথমে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে প্রথমে সেটির ফলোয়ার বৃদ্ধি করুন এবং ফলোয়ার বাড়ানোর পরে, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি বিক্রি করে টাকা ইনকাম করুন। এটি বর্তমান সময়ে ইনস্টাগ্রাম থেকে অর্থ ইনকামের অনেক সহজে এবং সব থেকে জনপ্রিয় একটি পদ্ধতি!
Instagram থেকে ইনকাম করার জন্য প্রথমে আপনাকে একজন “Instagram influencer” হতে হবে। Instagram influencer বলতে বোঝায়, যারা যেকোনো একটি বিশেষ বা নির্দিষ্ট বিষয় বা নিশ নিয়ে অনলাইনে কন্টেন্ট ক্রিয়েট করেন এবং সেই কন্টেন্ট এর মাধ্যমে নিজের audience বা followers বৃদ্ধি করেন। প্রথমে আপনাকে একটি নিশ নিয়ে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং সেই নিশ রিলেটেড কনটেন্ট পাবলিশ করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার পর নিচে কিছু নিয়ম অনুসরণ করলে আপনারা খুব দ্রুত ফলোয়ার বাড়াতে পারবেন-
Attractive profile bio তৈরি করুনঃ ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করার পর, সবার প্রথমে অ্যাকাউন্টের “Profile bio” আকর্ষণীয় করে তৈরি করুন। প্রোফাইলের bio এমন ভাবে লিখবেন, যাতে মানুষ সেটা পরে আপনার প্রোফাইল সম্পর্কে একটি ভালো ধারণা পায় এবং আপনার প্রফাইলটি কাজের প্রোফাইল বলে মনে হয়। প্রোফাইল bio তে যেই বিষয় বা নিশ টার্গেট করে প্রোফাইল তৈরি করেছেন সেই বিষয় বা নিশ অবশ্যই “Hashtags (#)” হিসেবে ব্যবহার করুন। তাছাড়া, প্রোফাইলে email id এবং contact details অবশ্যই সঠিক ভাবে লিখবেন।
নিয়মিত কন্টেন্ট পাবলিশ করুনঃ আমাদের মধ্যে অনেকের মনেই এই প্রশ্ন রয়েছে যে, কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার্স বাড়ানো যায়। তবে, সহজে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার্স বাড়ানোর তেমন কোনো শর্টকাট নিয়ম নেই। তবে সাধারণভাবে নিয়মিত কাজ করলে ধীরে ধীরে আপনার অ্যাকাউন্টের ফলোয়ার বৃদ্ধি পাবে। আপনার অ্যাকাউন্টে নিয়মিত ভালো ভালো photos পাবলিশ করতে হবে। এতে করে, আপনি আপনার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে আপনার followers বা audience দের ধরে রাখতে পারবেন।
সবসময় হ্যাস ট্যাগ ব্যবহার করুনঃ যেকোনো সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক যেমন, ফেসবুক, Twitter, Instagram বা LinkedIn সবগুলোতেই # (hashtags) আপনার টিউনের reach বাড়াতে অনেক সাহায্য করে। আপনি যত বেশি hashtags ব্যবহার করবেন, ঠিক ততটাই বেশি মানুষের কাছে আপনার কনটেন্ট বা টিউন শো করবে। Instagram এ আপনি একটি picture বা images এ সর্বোচ্চ ৩০ টি hashtags ব্যবহার করতে পারবেন। তবে সব সময় আপনার কন্টেন্টের বিষয়ের সাথে রিলেটেড hashtags ব্যবহার করবেন।
আজকের এই আর্টিকেল আমরা আপনাদের ইনস্টাগ্রাম থেকে অর্থ উপার্জনের কিছু উপায় সম্পর্কে বলেছি। আপনি যদি এই পদ্ধতিগুলির যে কোনও একটি সঠিকভাবে এবং সম্পূর্ণ পরিশ্রমের সাথে ব্যবহার করেন তবে আপনি অবশ্যই ইনস্টাগ্রাম থেকে অনলাইনে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। এছাড়াও বর্তমান সময়ে ইনস্টাগ্রাম অ্যাপ থেকে অর্থ ইনকাম করার অনেকগুলো উপায় রয়েছে। সে সমস্ত উপায় গুলোর মধ্য থেকে বাছাই করে খুব সহজ এবং সফল কিছু অর্থ ইনকামের বিষয় আমি আপনাদের সাথে আজকের টিউনের মাধ্যমে শেয়ার করেছি। আশাকরি আজকের পোস্টটি আপনি যদি মনোযোগ সহকারে পড়েন তাহলে আপনি ইনস্টাগ্রাম অ্যাপ থেকে সফলভাবেই ইনকাম করতে পারবেন।
মনে রাখবেন, ইনকামের এমন কোনো উপায় নেই যা দ্বারা আপনি কষ্ট ছাড়াই ইনকাম করতে পারবেন। কষ্ট আছে বলেই সবাই সেই কাজ পারে না অথবা করেনা যার কারণে অন্য লোকের দ্বারা সেই কাজ করিয়ে নেয় বিনিময়ে কাজের জন্য অর্থ প্রদান করে৷ তাই অনলাইন থেকে ইনকাম করতে৷ চাইলে অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। এছাড়াও আজকের টিউন নিয়ে আপনার মনে কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই তা টিউমেন্ট করে জানাবেন। আপনার করা মন্তব্য গঠনমূলক হলে তা অবশ্যই আমি আমার টিউনে যুক্ত করে নিবো।
তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউন, কীভাবে ইনস্টাগ্রামের মাধ্যমে অর্থ উপার্জন করবেন! আশাকরি টিউন টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।
আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।