আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশাকরি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আবারও নতুন আরেকটি টিউন হাজির হলাম আপনাদের মাঝে, তাহলে চলুন আর দেরি না করে মূল টপিকে চলে যাই।
আজকে মূলত এমন পাঁচটি অ্যাপস নিয়ে আলোচনা করব, যে অ্যাপস গুলো আপনার স্মার্ট ফোনে থাকলে সবাই আপনাকে বস বলতে বাধ্য হবে।
এই অ্যাপস যদি আপনার স্মার্ট ফোনে ইন্সটল করা থাকে তাহলে আপনি ছাড়া আর অন্য কেউ আপনার ফোনে আসা কোন কল রিসিভ করতে পারবে না, অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত পাসওয়ার্ড না দিবেন ততক্ষণ পর্যন্ত কলটি লক করা থাকবে। আপনার যদি প্রাইভেসি জনিত কোন সমস্যা থেকে থাকে তাহলে আপনি এই অ্যাপস ইন্সটল করতে পারেন।
Official Download @ Incoming Call Lock
এই অ্যাপস যদি আপনার ফোনে ইন্সটল করে নেন তাহলে আপনার ফোনের যাবতীয় ইনফরমেশন আপনি দেখতে পারবেন। আপনি যদি কোন পুরাতন ফোন কিনতে চান তাহলে আপনি কিন্তু টেস্ট করে দেখতে পারেন যে আসলেই এই ফোনের মধ্যে কোন সমস্যা রয়েছে কি না, সমস্ত সেন্সর বা সমস্ত পার্টস ঠিকঠাক মতো কাজ করছে কি না, ফোনে কত মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, ফোনের ডিসপ্লেতে রেজুলেশন কত রয়েছে এক কথায় খুব Carefully যেকোনো ফোন টেস্ট করে নিতে পারবেন এই অ্যাপস এর মাধ্যমে, আর অ্যাপস খুব হেল্পফুল, আপনি যখন কোন পুরাতন ফোন কিনবেন তখন দেখতে পারবে যে এটা ব্যবহার হয়েছে কত দিন এরকম সবকিছু দেখে আপনি কিন্তু ফোনটা কিনতে পারবেন। আশাকরি এই অ্যাপটা আপনার খুব উপকারে আসতে পারে।
Official Download @ Device Info
আপনি যদি ঘুরতে ভালোবাসেন তাহলে এই Speedometer App আপনার ফোনে ইন্সটল করে নিবেন। এই অ্যাপস এর মাধ্যমে আপনি গাড়িতে বসে বসে দেখতে পারবেন যে আপনার গাড়ি কত কিলোমিটার বেগে চলছে। তাছাড়া আরো অনেক সুবিধা পাওয়া যায় এই অ্যাপ এর ভেতরে যা আপনারা ইন্সটল করার পরে ঘাঁটাঘাঁটি করলেই বুঝে যাবেন।
Official Download @ GPS Speedometer
আপনি যদি আপনার ফোনের টাচ স্ক্রিনে না স্পর্শ করে একের পর এক ভিডিও পরিবর্তন করেন এবং রিলস ভিডিও ও Tiktok ব্যবহার করতে চান তাহলে আপনার ফোনে Spatial Touch যে অ্যাপস রয়েছে এটি ইন্সটল করে আপনার ফোনের রিলস ভিডিও ও Tiktok দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা অ্যাপস।
Official Download @ Spatial Touch
এই অ্যাপসের কথা অনেকেই শুনেছেন, এই অ্যাপের অনেক দারুণ ফিচার রয়েছে তার মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনি বিভিন্ন স্টাইলে, বিভিন্ন রকমের ভিডিও রেকর্ড করতে পারবেন। এখন অনেকেই এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন ক্যারেকটারে ভিডিও তৈরি করে পাবলিশ করে টাকা ইনকাম করেছে। আপনি যখন ভিডিও করার জন্য ক্যামেরা ওপেন করবেন তখন যে ইফেক্ট গুলো এখানে ব্যবহার করবেন সেগুলো এত চমৎকারভাবে বডির সাথে জয়েন হয়ে বুঝা অনেক কষ্টসাধ্য যে অরিজিনাল ইফেক্ট নয়। এই চমৎকার ফিচারের জন্য আমার কাছে খুব বেশি ভালো লাগে এই অ্যাপস।
Official Download @ Snapchat
আজকের এই টিউনে আমি যে ৫ টি অ্যাপস নিয়ে আলোচনা করেছি এগুলো অনেক আকর্ষণীয়। আপনার যদি কোন পার্সোনাল কল আসে আপনার ফোনে যেটি অন্য কেউ রিসিভ করতে না পারুক আপনি চান তাহলে Incoming Call Lock অ্যাপ আপনার ফোনে ইন্সটল করে নিতে পারেন। আপনি Snapchat এর মাধ্যমে অনেক আকর্ষণীয় ভিডিও তৈরি করে ইনকাম করতে পারেন। এরকম ৫ টি অ্যাপ নিয়ে আজকের এই টিউনে আলোচনা করেছি, অ্যাপ গুলো আমার অনেক বেশি ভালো লেগেছে, আশাকরি আপনাদের ও ভালো লাগবে।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোন টিউনে নতুন কোন টপিক নিয়ে, ততক্ষণ ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ।
আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.