স্কুল ম্যানেজমেন্ট এর Android Application সম্পর্কে হালকা ধারণা

আস্সালামু আলাইকুম।

আমি হাসান।
আমার পূর্বের টিউনগুলো যারা দেখেছেন, তারা হয়তো বুঝতে পেরেছেন যে, আমি স্কুল বা যে কোন ধরনের হিসাব বা ম্যানেজমেন্ট System নিয়ে কাজ করি।

আজ আমি আমার বানানো আরও একটি Android Application নিয়ে আলোচনা করবো, যেখানে থাকছে স্কুল কেন্দ্রিক সকল প্রকার ব্যবস্থাপনা, রয়েছে সকল প্রকার হিসাব নিকাশ। এছাড়াও পেয়ে যাবেন সকল প্রকার মার্কসীট, তবে বলে রাখি আপনি এখানে যা দেখছেন, সবই পরিবর্তন করে আপনি আপনার মত করে বানিয়ে নিতে পারবেন আমার থেকে। আমি সবসময় কাস্টম Application বানিয়ে থাকি। তাই নিচের স্ক্রিনসুটগুলো দেখুন, আশাকরি কাজ সম্পর্কে আইডিয়া পাবেন। কাজের ভূলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আমাকে আরও কিভাবে কাজগুলো সুন্দর করা যায় সে বিষয়ে পরামর্শের আহবান করছি।

Apps Name: Ahadan School

Play Store এ সার্চ দিলে দেখে নিতে পারবেন।

যেহেতু Apps এ কোন লগইন ব্যবহার করা হয়নি, কাজেই Open করার সাথে সাথে নিচের মত এমন একটা হোমপেজ দেখা যাবে।

  • হোম পেজ এ প্রথমেই একটি স্লাইড শো (ছবি) পাবেন, যা যে কোন সময় পরিবর্তন করতে পারবেন, এখানে সর্বোচ্চ ১০টি ছবি সেট করতে পারবেন, চাইলে বাড়ানো যাবে।

বেশ কিছু সুবিধা রয়েছে এই অ্যাপস এ, যেমন:-

  •  শিক্ষার্থী তালিকা
    • => শিক্ষার্থী তালিকাতে শ্রেণি ভিত্তিক সকল শ্রেণি আলাদা ভাবে তালিকা দেখতে পারবেন, এছাড়াও সকল ছাত্রছাত্রীর তালিকা একই সাথে দেখার সুযোগ সহ তার যে কোন কিছু দিয়ে সার্চ করে খুঁজে পাওয়ার ব্যবস্থা, হতে পারে নাম, পিতা মাতা, রোল বা ঠিকানা।
  • শিক্ষক বৃদ্দের তালিকা
    • => প্রতিষ্ঠানের সকল শিক্ষক তালিকা রয়েছে, যার মাধ্যমে অভিভাবক সরাসরি শ্রেণি শিক্ষকের সাথে যোগাযোগ রাখতে পারবে, শ্রেণি, শাখা ও বিষয় ভিত্তিক আলাদা শিক্ষকের তালিকা করা যেতে পারে।
  • নোটিশ
    • => সমসাময়িক সকল নোটিশ প্রকাশ করতে পারবেন, যার মাধ্যমে সকল অভিভাবক তাৎক্ষনিক আপডেট জানতে পারবে, এছাড়াও নোটিফিকেশন আকারে অভিভাবকের মোবাইলে পৌছে যাবে মুহুর্তের আপডেট।
  •  ছুটির তালিকা
    • => বছরের প্রথমেই বার্ষিক ছুটি ও বিশেষ ছুটি তালিকা প্রকাশ করতে পারবেন, এতে সিলেবাস সম্পূর্ন সহ ছাত্র-অভিভাবকের  প্রতিষ্ঠান সম্পর্কে আপডেট তথ্য জানতে পারবে।
  • গ্যালারী
    • => চাইলেই প্রতিষ্ঠানের বিভিন্ন সময়ের অনুষ্ঠান ভিত্তিক ছবি প্রকাশ করা যেতে পারে, বা প্রতিষ্ঠান সম্পর্কে কিছু স্মৃতিচারনের তথ্য আপডেট রাখা যেতে পারে, ছবি ও বিস্তারিত তথ্য সহ।
  • মেধাবী শিক্ষার্থীর তালিকা
    • => বিগত পরীক্ষা বা বিগত বছরের প্রতিটি শ্রেণির আলাদা আলাদা মেধাবী শিক্ষার্থীর তথ্য আপডেট রাখতে পারবেন, যার ফলে বিগত বছরের সেরা শিক্ষার্থী সম্পর্কে অভিভাবক জানতে পারবে।
  • সিলেবাস
    • => সিলেবাস বছরের প্রথমেই প্রনয়ণ করতে পারলে শিক্ষক ও অভিভাবকের বুঝতে বা বোঝাতে সুবিধা হবে, যার ফলে ছাত্র উপস্থিতির আগ্রহ বারবে। তাই শ্রেণিভিত্তিক সিলেবাস আপডেট করা যাবে।
  • ফলাফল
    • => শ্রেণি ভিত্তিক সকল সাময়িক বা মাসিক পরীক্ষা সহ যে কোন ফলাফল প্রকাশ করতে পারবেন, চাইলে PDF আকারে আপলোড করা যাবে।
  • ছাত্র/ছাত্রীর মাসিক বেতন হিসাব
    • => ছাত্রছাত্রীদের মাসিক বিভিন্ন ধরনের খাত ভিত্তিক ফি আদায়ের হিসাব ও বকেয়ার হিসাব রাখতে পারবেন এবং ছাত্র অনুযায়ী Apps এ অটো আপডেট হবে।
  • প্রিন্ট সিস্টেম
    • => যে কোন ধরনের রিপোর্ট প্রিন্ট করার ব্যবস্থা রয়েছে, চাইলে কাস্টম আকারে ছাত্র তালিকা প্রিন্ট করা যাবে।
  • উপস্থিতির তথ্য
    • => সকল শিক্ষার্থীর তাৎক্ষনিক উপস্থিত অনুপস্থিত তথ্য আমাদের পূর্বের Hasaner Hazira Khata থেকে সিংক করে অটো আপডেট হবে।
  • ক্যাশ একাউন্ট বা প্রতিষ্ঠানের হিসাব নিকাশ রাখতে পারবেন, প্রয়োজনে বিগত বছরগুলোর হিসাব সংরক্ষন করার সুবিধা রয়েছে।
  • এছাড়া রয়েছে প্রতিটি ছাত্র/ছাত্রীর বিস্তারিত তথ্য জানার সুবিধা।

যেহেতু সম্পূর্ণ নিজের ধারণা থেকে বানানো, আপনার মতামত ভিন্ন হতেই পারে, অনুগ্রহ করে Apps সম্পর্কে যে কোন ধরনের পরামর্শের জন্য নিচের WhatsApp নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

+8801792245224

[email protected]

ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।

Techtunes এর সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

#Home Page

 

#Class list

#Student List

#Student List

#Notice

#Talent Student

#Result List

#Result PDF List

#Admin Text

Level 1

আমি হাসান মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 9 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস