কীভাবে নম্বর সেভ করা ছাড়াই Whatsapp মেসেজ পাঠাবেন?

Level 4
Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর

আসসালামু আলাইকুম। টেকটিউনস এর নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা বর্তমানের সেরা আর জনপ্রিয় একটি অনলাইন Messageing অ্যাপ হলো Whatsapp. Whatsapp তাদের কলিং প্রাইভেসি, হাই কোয়ালিটি ডেটা ট্রান্সফার, ভালো কলিং কোয়ালিটি সার্ভিস সহ আরো চমৎকার কিছু সার্ভিসের জন্য জনপ্রিয়তা অর্জন করে। বর্তমানেও এই Whatapp একটি জনপ্রিয় অ্যাপ। বন্ধুরা আপনি কি জানেন, Whatsapp কাউকে নাম্বার সেভ না করেও মেসেজ করা যায়? হয়ত জানেন না।

বন্ধুরা, আপনারা সবাই জানেন, আপনি যখন Whatsapp কারো সাথে মেসেজ বা ভিডিও, অডিও কলে কথা বলতে যাবেন। তখন তার কন্টাক নম্বরটি আপনার ফোনে সেভ থাকা লাগবে। তবেই আপনি সেই নম্বরের মানুষ এর সাথে যোগাযোগ করতে পারবেন। তবে আপনি কি জানেন? কারো কন্টাক্ট নাম্বার সেভ না করেও Whatsapp তার সাথে মেসেজ করা যায়। হয়ত জানেন না। কন্টাক নম্বর সেভ না করেই ম্যাসেজ করার পদ্ধতিটি দেখার আগে চলুন জেনে নেই এর সুবিধাগুলো :

  1. নিজের নাম্বার গোপন রাখা যায়
  2. সময়ের অপচয় রোধ করা যায়
  3. ঝামেলা ছাড়াই মেসেজ পাঠানো যায়
  4. ইচ্ছামতো স্থায়ীভাবে কনভারশন ডিলেট করা যায়।
  5. নিজের প্রাইভেসির অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত হয়।

বন্ধুরা, যদি আপনি আপনার সময় বাঁচানোর সাথে এই সমস্ত ফিচারগুলো খুব সহজেই ব্যবহার করতে পারেন তাহলে এমন ট্রিক শেখায় ক্ষতি কোথায়? আজকের ট্রিক দ্বারা আপনি আপনার প্রতিদিনের আরো একটি কাজকে অনেক বেশি সহজেই সম্পূর্ণ করতে পারবেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা কারো কন্টাক নাম্বার সেভ না করেও তার সাথে Whatsapp যোগাযোগ করবেন। তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টিউন - কীভাবে নম্বর সেভ করা ছাড়াই Whatsapp মেসেজ পাঠাবেন?

১. বন্ধুরা কাজটি শুরু করার আগে আপনারা প্লেস্টোর থেকে Whatsapp নামিয়ে নিবেন। যাদের নামানো আছে তারা আপডেট করে নিউ ভার্সনের Whatsapp টি ইন্সটল করে নিবেন।

২. এবার আপনারা আপনাদের অ্যাকাউন্ট টি Whatapp লগ-ইন করে নিবেন৷ তারপর নিচের মতো Whatsapp মেনু স্ক্রোল করবেন। মেনুবার স্ক্রোল করে Chats অপশনে আসবেন।

৩. চ্যাট অপশনে আসার পর একদম নিচের Message আইকনে ক্লিক করবেন।

৪. এবার আপনারা ডান কোণের একদম উপরে সার্চ অপশনে ক্লিক করবেন।

৫. তারপর আপনারা যে নম্বরটি Whatapp সেভ না করেই মেসেজ করতে চাচ্ছেন সেই নম্বরটি সার্চ বক্সে লিখে ফেলুন। নাম্বার টি সার্চ বক্সে লেখার পর কিছুক্ষণ অপেক্ষা করুন। দেখুন সার্চ দেওয়া নাম্বারটিতে থাকা Whatsapp অ্যাকাউন্ট শো করছে।

৬. এবার আপনারা সেই নাম্বারে যোগাযোগ করার জন্য সাইডের Chat Option ক্লিক করুন।

৭. বন্ধুরা দেখুন Chat Option ক্লিক করার সাথে সাথে আমরা যার সাথে চ্যাট করতে চাই তার ইনবক্স ওপেন হয়ে গেছে। এখন আপনারা নাম্বার সেভ না করেই তার সাথে চ্যাটিং কিংবা ভিডিও কলে কথা বলতে পারবেন।

শেষ কথা

আজকের টিউনে আলোচনা করা ট্রিক কিভাবে নাম্বার সেভ করা ছাড়াই Whatsapp মেসেজ পাঠাবেন। ট্রিক টি আপনাদের ছোট হলে আপনার সবার কাজেই আসবে। আপনি যদি কোনো ইমপরটেন্ট কাজের জন্য অথবা জরুরি কোনো মানুষের সাথে তথ্য অথবা ফাইল আদান প্রদান করার জন্য খুব সহজেই মেসেজ করতে পারবেন। নিদিষ্ট ব্যক্তির সাথে মেসেজ করার জন্য আপনার আলাদাভাবে এক সেকেন্ড সময়ও নষ্ট করার প্রয়োজন পরবে না। অনেকেই আছেন অপরিচিত নম্বর নিজের কন্টাকে রাখতে চান না। তারা নাম্বারগুলো সেভ না করেই খুব সহজেই তাদের প্রয়োজনীয় কাজগুলো করে নিতে পারবেন।

তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিউন, কীভাবে নম্বর সেভ করা ছাড়াই Whatsapp মেসেজ পাঠাবেন? আশাকরি টিউন টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।

Level 4

আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস