কীভাবে অ্যান্ড্রয়েডে অ্যাপস হাইড করবেন?

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড Apps
প্রকাশিত
জোসস করেছেন
Level 4
Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর

আসসালামু আলাইকুম। টেকটিউনস এর নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা আমাদের সব থেকে কাছের আর পছন্দের একমাত্র জিনিস হলো আমাদের হাতের মোবাইল ফোন। আর আমাদের মোবাইল ফোনেই থাকে আমাদের সবার লাইফে গোপনীয় অনেক বিষয়। আর এই গোপনীয় বিষয়গুলো সবার আড়ালে রাখার জন্য প্রয়োজন হয় সেই গোপনীয় জিনিসগুলোকে লুকিয়ে রাখার জন্য আমরা বিভিন্ন অ্যাপ ব্যবহার করে থাকি।

আবার অনেক সময় দেখা যায় আমাদের গোপনীয় ছবি, ভিডিও ইত্যাদি লুকিয়ে রাখার জন্য সেইসব অ্যাপ লক বা হাইড করে রাখার জন্য আমরা বিভিন্ন রকম অ্যাপ প্লে-স্টোর থেকে ইন্সটল করে ব্যবহার করে থাকি। বন্ধুরা আপনি কি জানেন। কোন অ্যাপ ব্যবহার না করেই আপনার গোপনীয় অ্যাপগুলো হাইড বা লক করে রাখতে পারবেন। হয়ত জানেন না! হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে মোবাইলের যেকোনো অ্যাপকে হাইড অথবা লক করে রাখবেন। আর সেই হাইড করা অ্যাপগুলো আপনি ছাড়া অন্যকেউ দেখতেও পারবে না।

অ্যাপ হাইড করার কিছু কারণ

  1. গোপনীয়তা বজায় রাখা: কিছু গোপনীয় তথ্য সংরক্ষণ করার জন্য কিংবা কোনো বিষয়ে গোপনীয়তা রক্ষা করার জন্য, অ্যাপ হাইড করা প্রয়োজন হতে পারে যাতে আপনি ছাড়া অন্যকেই সেই তথ্যের অ্যাক্সেস না পায়।
  2. আপডেট এক্সপায়ার অ্যাপ: কিছু অ্যাপস আপডেট এক্সপায়ার হয়ে গেলে না প্রতিদিনের ব্যবহারের প্রয়োজন না হলে তা হাইড করে রাখা যেতে পারে, যাতে এই অ্যাপগুলো আনইন্সটল না করেই পরবর্তীতে সহজেই আপডেট করে নেওয়া যায়।
  3. প্রাইভেট বা গোপন যাত্রা: যখন কেউ যাত্রা করে বা গোপনীয় স্থানে যায়, তখন কিছু সময়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ অ্যাপস হাইড করে রাখার প্রয়োজন হতে পারে।

এসব কারণগুলোর জন্য আপনি আপনার ফোন থেকে অ্যাপ হাইড বা লক করে রাখতে পারবেন। তো চলুন এবার দেখে নেই কীভাবে আপনি আপনার ফোনে থাকা যেকোনো অ্যাপকে হাইড করে রাখবেন।

১. তো আমি আপনাদের দেখানোর জন্য আমার ফোন থেকে Free Fire নামে অ্যাপটি হাইড করবো। তো এখানে একটি কথা মাথায় রাখবেন। আপনারা যে অ্যাপটি হাইড করে রাখতে চান সেই অ্যাপটি অবশ্যই ইন্সটল করা অ্যাপ হতে হবে।

২. এবার আপনার আপনাদের ইচ্ছামতো যেকোনো অ্যাপ আপনাদের ফোন থেকে হাইড করার জন্য সেটিং অপশনে চলে যান।

৩. তারপর আপনারা সেটিং অপশনের উপরে সার্চ সেটিং অপশনে ক্লিক করবেন।

৪. এবার আপনারা সার্চ অপশনে লিখবেন Hide App তারপর অটোমেটিক সেটি সার্চ হবে। আপনারা একটু অপেক্ষা করবেন। তারপর নিচে থেকে Hide Apps অপশনটিতে ক্লিক করবেন।

৫. তারপর আপনারা আপনাদের ফোনে ইন্সটল থাকা সকল অ্যাপগুলো দেখতে পারবেন৷ আপনি যে অ্যাপটি আপনার ফোন থেকে হাইড করতে চাচ্ছেন সেই অ্যাপটির ডান পার্শ্বে ক্লিক সেটি ব্লু মার্ক করে দিন।

৬. টিম মার্ক করে দেওয়ার সাথে সাথে অ্যাপটি আপনাদের হোম স্কিন থেকে হাইড হয়ে যাবে। কেউ আর এই অ্যাপ আপনাদের ফোন থেকে খুঁজে পাবে না। অ্যাপটি আপনাদের ফোন থেকে হাইড হয়েছে কি না সেটি দেখার জন্য আপনারা যে অ্যাপটি আপনাদের ফোন থেকে হাইড করলেন সেটি আপনার হোম স্কিনে খুঁজে দেখুন, সেই অ্যাপটি আর খুঁজে পাবেন না।

৭. বন্ধুরা এটিতো গেলো কীভাবে আপনি আপনার ফোন থেকে যেকোনো অ্যাপকে হাইড করবেন সেই পদ্ধতি। এবার আসি কীভাবে আপনি সেই হাইড করা অ্যাপটি ব্যবহার করবেন কিংবা কীভাবে সেই হাইড করা অ্যাপটি খুঁজে পাবেন।

তো আপনার হাইড করা সেই অ্যাপটি দেখার জন্য আপনি আপনার হাতের ২আঙ্গুল দিয়ে আপনার ফোনের হোম স্কিনের মাঝে থেকে টান দিন দেখবেন সাথে সাথে আপনার হাইড করা সেই অ্যাপটি আপনাদের সামনে শো করবে।

বন্ধুরা ফোন থেকে হাইড অ্যাপের স্কিন শট নেওয়া যায় না। যার কারণে কাজের প্রমাণ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম না। তবে আপনি আমার দেখানো সেটিং অনুযায়ী স্টেপ বাই স্টেপ কাজ করলে অবশ্যই আপনাদের ফোন থেকে যেকোনো অ্যাপ হাইড করতে পারবেন।

তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিউন, কীভাবে আপনাদের ফোনে থাকা যেকোনো অ্যাপকে হাইড করবেন? আশাকরি টিউন টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।

Level 4

আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস