Always On Display Toggle – এক ক্লিকে Always on Display কন্ট্রোল

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলার নতুন একটি টিউন নিয়ে।

সুপার এমোলেট সাপোর্ট ফোন গুলোর অন্যতম একটি সেরা ফিচার হচ্ছে always on display। অনেকেই এটা পছন্দ করে আবার অনেকে করে না৷ অনেকে আছেন যারা নির্দিষ্ট সময় এই ফিচার ব্যবহার করেন। Samsung ফোন গুলোতে আপনি নোটিফিকেশন এরিয়া থেকে সিঙ্গেল ক্লিকে এটা কন্ট্রোল করতে পারবেন কিন্তু অনেক ফোনে এই ফিচারটি ডিফল্ট ভাবে থাকে না।

আপনার ফোনেও এটি না থাকলে চিন্তার কিছু নাই আজকের এই টিউন আপনাকে ফিচারটি নিয়ে আসতে সাহায্য করবে৷

Always On Display Toggle কী

একটি চমৎকার অ্যাপ যার মাধ্যমে যেকোনো অ্যান্ড্রয়েড ফোনে Always on display, বাটন নিয়ে আসতে পারবেন। অ্যাপটি ব্যবহার করা খুবই সহজ, ফিচারটি এনেবল করতে আপনাকে আলাদা সেটিং করার প্রয়োজন নেই, অ্যাপটি ইন্সটল করলেই হবে। এটি একটি F Droid অ্যাপ। ফোনে F Droid অ্যাপ থাকলে সেখান থেকে ইন্সটল করতে পারবেন অথবা ডাইরেক্ট লিংক থেকেও ডাউনলোড করতে পারবেন৷

Always On Display Toggle

ডাউনলোড লিংক @ Always On Display Toggle

কীভাবে ব্যবহার করবেন?

প্রথমে ডাউনলোড করে ইন্সটল করে নিন। এরপর নোটিফিকেশন এরিয়াতে গিয়ে থ্রি ডটে ক্লিক করুন। Edit button এ ট্যাপ করুন।

 

নতুন আইকনটি খুঁজে বের করে ড্র‍্যাগ করে মেইন সেকশনে নিয়ে আসুন।

ব্যাস পেয়ে গেলেন বাটন

শেষ কথা

অনেক সেটিং ঘুরে Always on display এনেবল করা বেশ ঝামেলা লাগতে পারে, Always On Display Toggle ব্যবহার করে হাতের কাছেই রাখতে পারেন এই ফিচারটি।

আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 622 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 117 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস