আমরা সবাই বর্তমান সময়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফিনিটি স্ক্রল ফলো করে, মানে আপনি যতই নিচে যান কখনো এটা শেষ হবে না। আবার কখনো কোন ওয়েবসাইটের পেইজ অনেক লম্বা থাকে একবার নিচে গেলে উপরে উঠতে স্ক্রল করেই যেতে হয়। এই সমস্যা সমাধানে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ অ্যাপ। চলুন কথা না বাড়িয়ে মুল আলোচনায় চলে যাওয়া যাক।
Tapscroll একটি ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপ যার মাধ্যমে আপনি ডাবল ক্লিকে যেকোনো ওয়েবসাইটের একেবারে নিচে এবং সিঙ্গেল ক্লিকে টপে চলে যেতে পারবেন। অ্যাপ ইন্সটল করে প্রয়োজনীয় পারমিশন দিয়ে এটিকে একটিভ করে দিলে, আপনি স্ট্যাটাসবারের মাধ্যমে স্ক্রলিং নিয়ন্ত্রণ করতে পারবেন।
দারুণ ব্যাপার হচ্ছে এই অ্যাপ দিয়ে শুধু স্ক্রলিং না, আরও অনেক কাজ করতে পারবেন যেমন, স্ট্যাটাসবারে সিঙ্গেল, ডাবল ট্যাপ করে পাওয়ার অফ ডায়লগ, ব্যাক, হোম, রিসেন্ট বাটন এর ফাংশনালিটি একটিভ করতে পারবেন। স্ট্যাটাসবারে ট্যাপ করে চাইলে ফ্ল্যাশলাইটও অন/অফ করতে পাবেন।
চলুন দেখে নেয়া যাক কীভাবে আপনি Tapscroll অ্যাপটি ব্যবহার করবেন।
প্রথমে প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করুন
অ্যাপটি ওপেন করুন। এখানে কিছু টিউটোরিয়াল দেখতে পাবেন। স্কিপ করে সামনে এগিয়ে যান।
বাটমটি Off করা থাকবে On করুন। অন করতে প্রয়োজনীয় কিছু পারমিশন লাগবে সব গুলো পারমিশন দিন।
ব্যাস আমাদের অ্যাপটি একটিভ হয়ে গিয়েছে।
স্ট্যাটাসবার কাস্টমাইজ করতে Settings এ ক্লিক করুন
কোন Gesture এ কী সেট করতে চান, সেটা এখান থেকে করতে পারবেন।
নিচের ফাংশনালিটি গুলো আপনি সেট করতে পারবেন।
একটি অ্যাপ আপনাকে অনেক সুবিধা দিতে পারে, স্ট্যাটাসবার থেকেই আপনি এখন চাইলে অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারেন। আশাকরি অ্যাপটি আপনাদের কাছে চমৎকার লেগেছে।
তো কেমন হল এই টিউনটি জানাতে টিউমেন্ট করুন। আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 623 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 117 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।