খুব সহজেই হাতে থাকা মোবাইলটি দিয়ে অ্যাপস বানানো শিখুন

আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশাকরি সকলে সুস্থ্য রয়েছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আরেকটি নতুন টিউন। আজকের টিউনটিতে আমি যে বিষয়ে লিখেছি। সেটি হলো আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিভাবে কোনো অ্যাপস তৈরি করা যায়।

বর্তমান সময়ে প্রায় সবার কাছেই একটি স্মার্টফোন রয়েছে। এই স্মার্টফোনটি যেমন আমাদের বিভিন্ন কাজে লাগে। তেমনি এই স্মার্টফোনে থাকা এমন অনেক অ্যাপস রয়েছে, যেগুলো আমরা সব সময় ব্যবহার করি।

তাই আমরা অনেক সময় এইসব অ্যাপস গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করি। কিন্তু এগুলোর মধ্যে এমন অনেকেই রয়েছে, যেগুলো আপনি আপনার হাতিল স্মার্টফোনটি দিয়ে নিজেই তৈরি করতে পারবেন। এছাড়া আপনার যদি কোন একটি নিজস্ব ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল থাকে।

তাহলে সেটার জন্য নিজেই একটি অ্যাপ তৈরি করতে পারবেন। আজকে আমি যে ওয়েবসাইটটির মাধ্যমে অ্যাপ তৈরি করা শেখাবো সেটি হলো : appsgeyser.com

এখানে আপনি এই অ্যাপস গুলো ফ্রিতে তৈরি করতে পারবেন।

১. Appsgeyser এ অ্যাকাউন্ট তৈরি:-

এখানে অ্যাপস তৈরি করার আগে আপনাকে appsgeyser.com এ একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখানে আপনি আপনার ফেসবুক বা গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে পারবেন।

আবার ইমেইল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। ইমেইল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করলে, আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন লিংক যাবে। সেই লিংটিতে ক্লিক করে কনফার্ম করতে হবে। তারপর আপনি অ্যাকাউন্টে লগইন করতে পারবেন।

২. অ্যাপস এর ধরন:-

অ্যাকাউন্টে লগইন করার পর আপনাকে ড্যাসবোর্ডে নিয়ে যাবে। ড্যাশবোর্ডে গিয়ে আপনাকে বাছাই করতে হবে, আপনি কোন ধরনের অ্যাপস বানাবেন। এখানে আপনি individual এবং business এই ২ ধরনের অ্যাপস তৈরি করতে পারবেন। Individual অ্যাপস এর মধ্যে রয়েছে ব্রাউজার, ফটো-এডিটর, টিক-টক, লাইকি ইত্যাদি অ্যাপস।

Business অ্যাপস এর মধ্যে রয়েছে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ওয়েবসাইট ইত্যাদি। আজকে আমি আপনাদের কিভাবে একটি ব্রাউজার অ্যাপস তৈরি করতে হয় তা শেখাবো।

৩. অ্যাপস এর বুকমার্ক তৈরি করা:-

একটি ব্রাউজার অ্যাপস তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাকে যা করতে হবে। সেটি হল অ্যাপস এর মধ্যে একটি বুকমার্ক তৈরি করা। অর্থাৎ এখানে কয়েকটি ওয়েবসাইটের নাম এবং লিংক যোগ করতে হবে। এখানে সর্বনিম্ন ৬ টি ওয়েবসাইটের নাম ও লিংক দিতে হবে।

এখানে আপনি ফেসবুক, টুইটার, গুগল, ইউটিউব, ইনস্টাগ্রম সহ আরো অনেক ওয়েবসাইটের লিংক দিতে পারেন। প্রত্যেক ওয়েবসাইটের সাথে একটি করে লোগো বা আইকন দিতে হবে। এছাড়া ব্রাউজারটিতে একটি ভালো মানের ব্যাকগ্রাউন্ড ইমেজ যোগ করতে হবে।

৪. হোমপেজ তৈরি করা:-

এবার আপনার অ্যাপসের মধ্যে একটি হোমপেজ তৈরি করতে হবে। হোমপেজ হলো আপনার অ্যাপসটি ওপেন করার পর যেই ধরনের দেখায়। এখানে আপনি ডিফল্ট ভাবে তৈরি করা হোমপেজটি রাখতে পারেন। ডিফল্ট হোমপেজে আপনার যে মেনুগুলো থাকবে তা হলো : weather, news, history, downloads.

এছাড়া আপনি চাইলে নিজে হোমপেজ তৈরি করে লাগাতে পারেন। এটি আপনাকে HTML স্ক্রিপ্ট আকারে তৈরি করতে হবে। আপনি চাইলে যে কোন ওয়েবসাইটকে হোমপেজ হিসেবে রাখতে পারেন। যেমন গুগল এর হোমপেজকে আপনার অ্যাপস এর হোমপেজ হিসেবে রাখতে পারেন।

৫. টুলবার সেটিং করা:-

আপনার অ্যাপসের হোমপেজে টুলবারগুলো কিরকম ভাবে রাখতে চান তা সেট করতে হবে। অর্থাৎ আপনি বুকমার্ক তৈরি করার সময় যেসব ওয়েবসাইটের লিংক যোগ করেছিলেন।

সেই ওয়েবসাইটগুলোর লোগো বা আইকন হোমপেজে কেমন ভাবে দেখাবে তা সেট করতে পারবেন। এখানে অ্যাপস এর weather, download, news ইত্যাদির নোটিফিকেশন টুলবার সেটিং করতে পারবেন।

৬. অ্যাপস এর নাম যোগ করা:-

অ্যাপসটি তৈরি করার জন্য এরপর যে কাজটি রয়েছে। সেটি হল অ্যাপসটির একটি ভালো নাম যোগ করা। আপনি এই অ্যাপসটির নাম আপনার ইচ্ছে মত রাখতে পারবেন। যেহেতু এটি একটি ব্রাউজার অ্যাপ, সেহেতু এই ধরনেরই একটি নাম রাখতে পারেন। অথবা আপনি চাইলে আপনার নিজের নামেও এই অ্যাপসটির নাম রাখতে পারেন।

৭. অ্যাপসটিতে একটি লোগো বা আইকন যোগ করা:-

অ্যাপসটি তৈরি করার জন্য আপনার সর্বশেষ যে কাজটি রয়েছে। সেটি হলো অ্যাপসটিতে একটি লোগো বা আইকন সেট করা। এখানে ডিফল্ট ভাবে একটি আইকন দেওয়া থাকে। আপনি চাইলে সেটি রাখতে পারেন। অথবা নিজে অ্যাপসের নামের সাথে মিল রেখে একটি লোগো তৈরি করে সেট করতে পারেন।

অ্যাপসটিতে লোগো বা আইকন দেওয়ার পর create বাটনে ক্লিক করলে আপনার অ্যাপসটি তৈরি হয়ে যাবে। এরপর আপনাকে অ্যাপস টি ডাউনলোড করার জন্য একটি ডাউনলোড লিংক দেওয়া হবে। যার মাধ্যমে আপনি অ্যাপটি ডাউনলোড করতে পারবেন এবং বন্ধুদেরও শেয়ার করতে পারবেন।

শেষ কথা:-

আশাকরি এই টিউনটির মাধ্যমে আপনিও একটি অ্যাপস তৈরি করতে পারবেন। এছাড়া চাইলে আরো অন্য ধরনের অ্যাপসও করতে পারবেন। টিউনটি ভালো লাগলে জোসস এবং টিউনমেন্ট করবেন। আর পারলে এই টিউনটি বেশি বেশি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকবেন। আসসালামু আলাইকুম।

Level 2

আমি সৌরভ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস