একটা অ্যাপ এর ভেতরেই আপনি সব করতে পারবেন আপনি যা যা চান!

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু

আমাদের হিউম্যান সাইকোলজির একটা বিশেষ দিক, আপনার আমার ব্রেইন সব সময় সহজ জিনিষ পেতে চায় দেখতে চায় শুনতে চা ও বুঝতে চায়। তাই আপনার ব্যাবসা আপনি কতটা সহজ করে অন্য একজনের কাছে উপস্থাপন করছেন এর উপর নির্ভর করবে আপনার ব্যাবসা কতটা প্রসার পাবে। কোন একজন বলেছিলও, মানুষ বেস্ট প্রোডাক্ট কেনে না, মানুষ সেটাই কেনে যেটা সে বেটার ভাবে বুঝে।

এমন হলে কেমন হত যদি একটা অ্যাপ এর ভেতরেই আপনি সব করতে পারতেন।
মনে করেন আপনি আপনার একটা বিজনেস অ্যাপ করালেন এবং এর মধ্যে আপনি সব রকম অপশন পাচ্ছেন তাহলে আপনার অনুভূতি কেমন হবে। যদি দেখেন আপনার অ্যাপ এর ভেতরেই আছে সব রকম অপশন আপনি অবশ্যই অনেক বেশি খুশি হবেন। কারণ সবাই চায় একটা যায়গা থেকে সমস্ত ব্যাবসা কে পরিচালনা করতে। একবার ওয়েব সাইট একবার অ্যাপ একবার ফেসবুক পেজ এতে করে যেমন সময় নষ্ট হচ্ছে তেমনি আপনি বেশি পরিশ্রম ও করছেন। ধরেন আপনি চিন্তা করলেন আপনার অ্যাপ থেকেই যদি আপনার ফেসবুক পেজ এ যাওয়া যেত। আপনার অ্যাপ থেকেই যদি নিজের বলার মত একটা গল্প গ্রুপে যাওয়া যেত। আপনার অ্যাপ থেকেই যদি আপনার ওয়েব সাইট এ যাওয়া যেত। তাহলে আর কষ্ট করে একে সময়ে একটা লগইন করতে হত না।

কি কি থাকতে পারে এই অ্যাপ এ বা কি কি আপনি রাখতে পারেন একটা অ্যাপ এ

১। আপনার প্রোডাক্ট ও অর্ডার করার সিস্টেম
২। আপনার ফেসবুক পেজ
৩। আপনার যদি গ্রুপ থাকে সেই গ্রুপ
৪। টেকটিউনস এ আসতে  পারবেন সহজে
৫। আপনি চাইলে অ্যাপ থেকেই মানুষ অর্ডার করবে এবং পেমেন্ট করবে সেটাও রাখতে পারবেন
৬। আপনি চাইলে বিশেষ অফার দিয়ে বিক্রি বাড়াতে পারবেন এমন সিস্টেম রাখতে পারবেন।
৭। আপনি চাইলে আলাদা একটা সেকশন রাখতে পারেন ইউজার এর মতামত বা রিভিউ দেয়ার সুযোগ থাকবে।
৮। আপনি চাইলে আপনার অ্যাপ এ রেফারেল বা অ্যাফিলিয়েট সিস্টেম রাখতে পারেন এতে বিক্রি বাড়বে কয়েক গুন।
৯। আপনি চাইলে বেস্ট ক্রেতাদের একটা লিস্ট করতে পারেন যেমন টপ ১০ বেস্ট ক্রেতা এতে করে ক্রেতারা খুশি হবে আরও বেশি ক্রয় করতে আগ্রহ পাবে।

আসলে যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে অনেক ব্যাবসা অনেক নতুন উদ্দক আপনি পিছিয়ে থাকবেন কেন। সঠিক সময়ে সঠিক সিধান্ত নিতে পারলে এগিয়ে যাওয়া যায় অনেক বেশি। এই বিষয় বিশেষ কিছু জানতে ম্যাসেজ করতে পারেন কমেন্টস করতে পারেন।

মোবাইল  ০১৭২৫৬৫২৬৭১
ইমেইল [email protected]

Level 2

আমি মোঃ ছাইদুর রাহমান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি খুবী সাধারণ একজন মানুষ তেমন কিছু জানি না তবে ইচ্ছা যতটুকু জানি সেটা না জানার মাঝে ছড়িয়ে দিতে এবং সবার সাথে শেয়ার করতে আমি দুই টা কথা ভীষণ ভাবে মানি প্রথম ঃ- বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র দ্বিতীয় ঃ- সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে আর...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস