ব্যবসার স্টক ম্যানেজমেন্ট, লাভ-ক্ষতি হিসাব রাখার সম্পূর্ণ ফ্রি অ্যাপ!

ছোট ব্যবসার জন্য বড় বড় সফটওয়্যার বা অ্যাপ ব্যবহার খুবই ঝামেলাপূর্ণ বা এদের মূল্যও অনেক। বিশেষ করে যারা ছোট ব্যবসায়ী তাদের সুবিধার্তে আজ আমি একটি সম্পূর্ণ ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপ সম্পর্কে আপনাদের বলতে যাচ্ছি যা দিয়ে আপনি অনায়াসে ব্যবসার স্টক, লাভ-ক্ষতি সহ অনেক কিছু করতে পারবেন।

চলুন দেখি অ্যাপটির সুবিধাগুলো

  • সম্পূর্ণ ফ্রিতে আজীবন ব্যবহার করতে পারবেন। (আপনার অ্যান্ড্রয়েড ফোনে)
  • অ্যাপটি ব্যবহার করতে কোন ইন্টারনেট দরকার হবে না।
  • যেকোন সময় প্রোডাক্ট স্টকের অবস্থা জানতে পারবেন।
  • প্রতিটি লেনদেনে কি পরিমান লাভ/ক্ষতি হবে জানতে পারবেন।
  • প্রোডাক্ট তালিকা, লেনদেন বিবরণী PDF ফাইল জেনারেট করতে পারবেন।
  • আপনার ডাটা ফোনে কিংবা গুগল ড্রাইভে ব্যাকআপ করে রাখতে পারবেন।
  • পছন্দ অনুযায়ী ডার্ক/লাইট থিম ব্যবহার করতে পারবেন।
  • প্রতিটি প্রোডাক্টের জন্য আলাদা Low Stock সেট করতে পারবেন। যখন ঐ প্রোডাক্টগুলো সেট করা Low Stock ভ্যালু এর নিচে আসবে সহজে তাদের লিস্ট দেখতে পারবেন।
  • তাছাড়া রয়েছে অনেক সুবিধা।

কিভাবে ব্যবহার করবেন?

  1. ১ মে অ্যাপটি ফ্রিতে PlayStore হতে ডাউনলোড করুন - Simple Stock Manager Plus
  2. মেনু হতে Products অপশনে গিয়ে আপনার প্রোডাক্টগুলো এন্ট্রি করুন।
  3. এখন আপনার প্রয়োজন অনুযায়ী Stock In অথবা Stock Out করুন।

ব্যাস এতটুকু-ই! বাকী সব কিছুর হিসাব অ্যাপ আপনাকে বলে দিবে 👌

দেখে নিই অ্যাপের কিছু স্কিনশট

অ্যাপের ড্যাসবোর্ড

এখানে আপনি মোট কতটি প্রোডাক্ট আছে, কত স্টক হ্যান্ডে আছে, সর্বশেষ ১০ টি লেনদেনের তথ্য দেখবেন। প্রতিটি লেনদেনে কতটাকা লাভ হল তাও দেখতে পারবেন।

প্রোডাক্ট লিস্ট

সবগুলো প্রোডাক্ট এখানে একসাথে দেখতে পারবেন। সাথে প্রতিটি প্রোডাক্ট কতপরিমান স্টক বর্তমানে আছে তার অবস্থা জানতে পারবেন। উপরের তিনটি ডট (অপশন) থেকে লিস্টটি পিডিএফ আকারে নিতে পারবেন।

ট্রানজেকশন লিস্ট

দৈনিক, গতদিন, বর্তমান মাস, গত মাস কিংবা নিজের ইচ্ছেমত ডেইট সিলেক্ট করে Transaction list দেখতে পারবেন। সাথে প্রতিটি লেনদেরে উপর কত লাভ হল এবং সব মিলে লাভ কত তা দেখতে পারবেন।

আজই ফ্রি-তে সংগ্রহে রাখুন আপনার ব্যবসার হিসাব রাখার সহজ অ্যান্ড্রয়েড অ্যাপ Simple Stock Manager Plus

Level 2

আমি হারুন রশীদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস