সেরা ২০ অ্যান্ড্রয়েড ফটো এডিটিং অ্যাপ [২০২০]

আপনার খুব সম্ভবত মাথা খারাপ হয়ে যায় যখন আপনি হাজার বার চেষ্টা করেও একটা ভালো মনের মত ছবি তুলতে পারেন না। ছবিটিতে কিসের অভাব থাকতে পারে? হতে পারে এটা কালার, ব্রাইটনেস কিংবা স্যাচুরেশন। কিন্তু ছবিটিতে যা কিছুরই অভাব থাকুক না কেনো সেটা একটা ফটো এডিটর অ্যাপ দ্বারা ঠিক করা যায়।

তাই আজকের এই আর্টিকেলে আমরা আপনার কষ্ট কমিয়ে দিতে সংকলন করেছি ২০২০ সালের সেরা অ্যান্ড্রয়েড ফটো এডিটিং অ্যাপ এর লিস্ট। এই অ্যাপ গুলো আপনাকে আপনার তুলা ছবির উপর এত বেশি নিয়ন্ত্রণ প্রদান করবে যে আপনি ছবির ক্লালার থেকে শুরু করে ছবির ত্রিমাত্রিক দিক পর্যন্ত পরিবর্তন করতে পারবেন।
আরো পড়ুন:

সেরা ২০ অ্যান্ড্রয়েড ফটো এডিটিং অ্যাপ [২০২০]

বিঃদ্রঃ আজকের এই সেরা অ্যান্ড্রয়েড ফটো এডিটর ২০২০ লিস্টে থাকা প্রত্যেকটি অ্যাপ আপনি গুগল প্লে কিংবা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। অ্যাপগুলো ব্যবহার করার জন্য কোনো প্রকার টাকা দিতে হবে না কিন্তু ফ্রি ভার্সনের মধ্যে বিজ্ঞাপণ আছে। তাছাড়া লিস্টের কিছু অ্যাপগুলোর বিশেষ বিশেষ ফিচার ব্যবহার করার জন্য টাকা দেওয়া লাগে।

1. Photoshop Express

Best photo editors Android
আমাদের আজকের সেরা অ্যান্ড্রয়েড ফটো এডিটর অ্যাপ লিস্টের সর্বপ্রথম অ্যাপটি হচ্ছে Adobe Photoshop Express, যা কিনা একটি অত্যন্ত জনপ্রিয় ফটো এডিটিং অ্যাপ। এর সিম্পল ইন্টারফেস এবং ফিচারস এর জন্যে এটি নিঃসন্দেহে সেরা অ্যান্ড্রয়েড ফটো এডিটর গুলোর একটি।

এর মধ্যে সব ব্যাসিক ফিচারস যেমন: ছবি ক্রপ করা, রোটেট করা, রিসাইজ করা ইত্যাদিসহ আরো অনেক কিছু রয়েছে। অ্যাপটি ব্যবহার করা অনেক সহজ এবং এটি ফ্রিতে ডাউনলোড করা যাবে। এর কিছু ফিচারস কেবল মাত্র তখনই ব্যবহার করা যাবে যখন আপনি অ্যাডোব আইডি দিয়ে সাইন ইন করবেন অ্যাপটিতে।

ফিচারস:

  • এক ক্লিকে ছবি থেকে দাগ এবং ময়লা সরানো যাবে।
  • এতে ছবিতে লাগানোর জন্য ১৫ টি বর্ডার এবং ফ্রেম আছে যাতে আপনার ছবি একটা আলাদা লুক পায়।
  • ছবিতে আপনি সহজেই টেক্সট কিংবা লেখা লাগাতে পারবেন।
  • আপনার ছবিতে কুয়াশা এবং আবছায়া থাকলে কমাতে পারবেন।
  • এতে অতিরিক্ত ফিল্টার আছে ছবির সাথে মজা করার জন্য।

বিস্তারিত পড়ুন: https://www.bdtechtimes.xyz/2020/05/Best-Photo-Editing-Apps-For-Android.html

2. Picsart Photo Studio

Picsart
আমাদের এই লিস্টে Picsart ফটো এডিটিং অ্যাপটি রাখার একমাত্র কারণ হচ্ছে এই অ্যাপটি অ্যান্ড্রয়েডের জন্য একটি আল্টিমেট ফটো এডিটিং অ্যাপ। এটি অ্যান্ড্রয়েডে সবচেয়ে বেশি জনপ্রিয় ফটো এডিটিং অ্যাপ। গুগল প্লেতে এটি ৫০০ মিলিয়নেরও অধিক বার ডাউনলোড করা হয়েছে।

অ্যাপটিতে ব্যাসিক ফটো এডিটিং থেকে শুরু করে ডাইনামিক লেভেল এর ফটো এডিটিং ও করা সম্ভব। অ্যাপটির কোলাজ মেকার, স্টিকার কাট আউট, নানাবিধ টুলস এবং ক্যামেরা এটা ব্যবহার করা কে অনেক বেশি মজাদার করে তুলে। অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে। তবে এর একটি প্রমিয়াম ভার্সনও আছে, যেটা কিনা টাকা দিয়ে কেনা লাগবে। তবে নিয়ে আসে আরো অনেক স্টিকার, ফ্রেমস এবং ফন্টস।

ফিচারস:

  • অ্যাপটির কোলাজ মেকার আপনাকে ১০০ এরও বেশি ফ্রি টেমপ্লেট দিবে।
  • অ্যাপটির ক্যামেরা অ্যাপ্লিকেশন দ্বারা পানি লাইভ ফিল্টার দিয়ে ছবি তুলতে পারবেন।
  • অ্যাপটির কাট আউট টুল দ্বারা পানি স্টিকার বানাতে পারবেন এবং সেটি শেয়ারও করতে পারবেন।
  • অ্যাপটিতে কালার এডজাস্ট করার জন পাবেন একটা কালার কার্ভ।
  • Picsart Draw তে রয়েছে অনেকগুলো কাস্টোমাইজেবল ব্রাশ এবং ছবি আঁকার টুল।

বিস্তারিত পড়ুন: https://www.bdtechtimes.xyz/2020/05/Best-Photo-Editing-Apps-For-Android.html

3. PhotoDirector

PhotoDirector
PhotoDirector অ্যাপটি সাইবারলিংক কোম্পানির একটি ফটো এডিটিং অ্যাপ অ্যান্ড্রয়েড এর জন্য। এটি অ্যান্ড্রয়েডের মধ্যে সবচেয়ে ইউজার ফ্রেন্ডলি ফটো এডিটিং অ্যাপগুলোর একটি। তাই আপনি সহজেই আপনার ছবি এডিট করতে পারবেন।

এতে আপনি সকল ব্যাসিক ফিচারস পাবেন যেগুলো নরমাল ফটো এডিটরে থাকে তার পাশাপশি আরো অনেক ফিচারস পাবেন। এতে আপনি পাবেন একটি ইন বিল্ট ক্যামেরা অ্যাপ যাতে আপনি ছবিতে লাইভ ইফেক্ট লাগাতে পারবেন। আপনি ছবি এডিট করে সরাসরি সোশাল মিডিয়াতে শেয়ারও করতে পারবেন।

ফিচারস:

  • আপনার ছবির কালার উন্নত এবং এডজাস্ট করতে পারবেন ইমেজ এডিটিং টুল গুলো দিয়ে।
  • ফটো রিটাচ টুল দ্বারা আপনি কল্পনাময় ফটো ইফেক্ট তৈরী করতে পারবেন।
  • আপনার ছবির এইচডিআর ইফেক্ট এডজাস্ট করতে পারবেন।
  • যেখানে ইচ্ছা সেখানে ফটো ইফেক্ট লাগাতে পারবেন।

বিস্তারিত পড়ুন: https://www.bdtechtimes.xyz/2020/05/Best-Photo-Editing-Apps-For-Android.html

Level 5

আমি খান সামি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

slot dana tanpa rekening


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস