Snapseed – ইন্সটাগ্রাম ছাড়াই ছবিতে এড করে নিন Polaroid Camera ইফেক্ট

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে। আজকে আমি আলোচনা করব কিভাবে ইন্সটাগ্রাম ছাড়াই ছবিতে এড করবেন Polaroid Camera ইফেক্ট।

শুরুর দিকে ইন্সটাগ্রামে একটি ফিচার ছিল, Polaroid Camera Effects, এই ইফেক্টে মূলত Square ছবি তুলা হতো এবং ছবি আপলোড হবার পর উপর এবং নিচ দুই পাশে সাদা বর্ডার আসতো। প্রায় অনেকদিন হয়েছে ইন্সটাগ্রাম এই ফিচারটি অফ করে দিয়েছে। কিন্তু অনেকেই আগের সেই ফিচারটি ব্যবহার করতে চায়। আজকে আমি দেখাব কিভাবে অন্য অ্যাপ এর মাধ্যমে সেই ফিচারটি এখনো ব্যবহার করতে পারবেন।

Snapseed কি?

Snapseed হচ্ছে Nik software এর একটি শক্তিশালী ফটো এডিটর এপ যা পরবর্তীতে গুগল কিনে নেয় এবং এই Snapseed ২০১১ সালে আইপডের সেরা এপ হিসাবেও বিবেচিত ছিল। অনেকেই হয়তো এই চমৎকার এডিটরকে চিনি। যা এখন পর্যন্ত আমাদের জন্য অনেক ফিচার নিয়ে এসেছে।

এছাড়াও এর বিল্ডইন কিছু ফটো এডিটিং ফিচার রয়েছে যেমন, image fine-tuning, detail enhancement, color curve, white balance, cropping, rotation, viewing angle, enlargement, partial, brush, repair, HDR, color contrast, and apply filter effects, add text and borders, ইত্যাদি। আপনি যদি মোবাইলে ছবি Retouching করতে চান তাহলে এটা আপনার জন্য বেস্ট চয়েস হবে।

Snapseed

অফিশিয়াল ওয়ে্যেবসাই @ Snapseed

ওয়েব স্টোর লিংক @  iOS | Android

কিভাবে ব্যবহার করবেন Snapseed

চলুন দেখে নেয়া যাক কিভাবে এই এপটি ব্যবহার করে ছবি এডিট করবেন।

ধাপ ১

প্রথমে আপনার প্রয়োজন মত ডিভাইসে জন্য Snapseed ইন্সটল করুন। ওপেন করুন

প্লাস বাটনে ক্লিক করে ছবি এড করে দিন।

ধাপ ২

এবার Tools  এ ক্লিক করে Expand সিলেক্ট করুন।

ধাপ ৩

White এ ক্লিক করে প্রয়োজন মত বাড়িয়ে কমিয়ে নিন।

ধাপ ৪

ব্যাস হয়ে গেল এবার Export  এ ক্লিক করুন।

ইচ্ছেমত জায়গায় সেভ করে নিন।

 

Snapseed এর সুবিধা

চলুন Snapseed এর কিছু সুবিধা জেনে নেয়া যাক

  • সহজেই ইন্সটাগ্রাম ফিলটার এড করতে পারবেন
  • বিশ্বস্ত ও অনেক পুরাতন একটি এপ
  • একই সাথে, image fine-tuning, detail enhancement, color curve, white balance সুবিধা গুলোও পাচ্ছেন এক অ্যাপে

শেষ কথাঃ

এই Snapseed এপ দিয়ে শুধু ফিল্টার এড করাও নয় অন্য যাবতীয় এডিটিং কাজ করতে পারবেন চমৎকার ভাবে।

তো কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানান।

পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 523 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 111 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস