নিজে নিজে বিকাশ একাউন্ট খুলুন এজেন্ট ছাড়া সাথে ১৫০ টাকা বুনাস

আমাদের দেশের পেক্ষাপটে সবচাইতে জনপ্রিয় ও সহজ লেনদেনের মাধ্যম হলো বিকাশ। রাজধানী ঢাকা থেকে শুরু করে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও বিকাশ সার্ভিস পাওয়া যায়। আগে আমাদের কে এই বিকাশ একাউন্ট খোলার জন্য কাগজপত্র নিয়ে বিকাশ এজেন্টের কাছে যাওয়া লাগতো। যা ছিল অনেকটাই ঝামেলাপূর্ণ ও সময় সাপেক্ষ। আমাদের লেনদেনের সহজ ও সুবিধার জন্য বিকাশ নতুন করে bKash Apps সার্ভিস চালু করছে। এখন আর আপনার বিকাশ একাউন্ট খুলতে বিকাশ এজেন্টের কাছে গিয়ে সময় নষ্ট করতে হবে। এখন আপনি ইচ্ছে করলে নিজে নিজে ঘরে বসেই bKash Apps ব্যবহার করে নতুন বিকাশ একাউন্ট খুলতে পারবেন।

বিকাশ একাউন্ট খুললেই ১৫০ টাকা বুনাস।

বিকাশ দারুণ একটি অফার দিছে। আপনি যদি bKash Apps ব্যবহার করে বিকাশ একাউন্ট খুলেন তাহলে ১৫০ টাকা বুনাস পাবেন। আর যদি আগে থেকেই আপনার বিকাশ একাউন্ট থাকে তাহলে bKash Apps এ Loge In করলে ৫০ টাকা বুনাস পাবেন। বিকাশ নতুন Apps Install করতে এখানে ক্লিক করুন।

আজ আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে নিজে নিজেই বিকাশ অ্যাকাউন্ট করতে পারবেন ঘরে বসে বিকাশ এজেন্ট ছাড়া। এই লেখাটা সম্পূর্ণ অনুসরন করলে আপনি নিকেই বিকাশ অ্যাকাউন্ট করতে পারবেন। একদম নিচে ভিডিওসহ দিয়ে দিবো।

আগে জেনে নেই নতুন bKash Apps এ কি কি সুযোগ সুবিধা আছে?

১। Send Money সম্পূর্ণ ফ্রী। অথাৎ বিকাশের মাধ্যমে কোন বিল পেমেন্ট করলে অতিরিক্ত কোন চার্জ লাগবে না। যেমন বিদুৎ বিল ইত্যাদি।

২। Cash Out খরচ হাজারে মাত্র ১৫ টাকা। আগের চাইতে Cash out এ খরচ অনেকটাই কমে গেছে। আগে যেখানে খরচ হতো হাজেরে ১৮-২০ টাকা। এখন সেইখানে আপনি bKash Apps দিয়ে Cash Out করলে খরচ হবে হাজেরে মাত্র ১৫ টাকা। এইটা শুধু bKash Apps দিয়ে Cash out করলে পাবেন।

৩। বিভিন্ন ধরনের টিকিট কিনতে পারবেন সহজেই। এছাড়াও বিভিন্ন শপিং মলে শপিং করলে বিকাশ দিয়ে পেমেন্ট করলে অনেক ডিসকাউন্ট পাওয়া যায়।

কি কি লাগবে বিকাশ একাউন্ট খুলেতে?

১। জাতীয় পরিচয় পত্র।

২। Valid মোবাইল নাম্বার।

৩। bKash Apps

bKash Apps Install করতে এখানে ক্লিক করেন

যেভাবে বিকাশ একাউন্ট খুলবেন

বিস্তারিত

Level 1

আমি আল মাহমুদ রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস