আমার পছন্দের সেরা ক্যালকুলেটিং অ্যাপস পছন্দ হলে ব্যবহার করুন আপনিও

আমাদের দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তে রয়েছে হিসাবের প্রয়োজনীয়তা। জানেন তো, একটু বেহিসেবী হয়েছেন তো পিছিয়ে পড়েছেন। তো, আমাদের হিসাবে সাহায্যকারী অন্যতম ডিভাইস হল "ক্যালকুলেটর"। তবে বর্তমানে আমরা প্রায় সকলেই হিসাবের জন্য আলাদা করে ক্যালকুলেটর ব্যবহার না করে মোবাইলেই সেরে ফেলি আমাদের হিসাবের কাজ, মোবাইলের ডিফল্ট ক্যালকুলেটরে।

কেমন হয়, যদি ডিফল্ট ক্যালকুলেটরের চেয়েও একটু বেশি ফিচার সমৃদ্ধ একটি ক্যালকুলেটরের খোঁজ দিই?

জ্বি।
এমনই একটি ক্যালকুলেটর হল, ClevCalc-Calculator.
এই ক্যালকুলিটিং অ্যাপস তথা ক্যালকুলেটর দিয়ে আপনি সাধারণ হিসাব থেকে শুরু করে আরও করতে পারবেন, currency convert, unit convert, discount calculation, GPA calculation, Loan calculation etc সহ প্রায় ১৮ টাইপের ক্যালকুলেশন ও কনভার্সন সুবিধা। তাই আপনার হিসাবকে সহজ করতে এই অ্যাপসটি রিকমন্ডেড থাকলো।

আর হ্যাঁ শুধু আমিই রিকমেন্ড করছি না, Playstore এর ইডিটর চয়েসেও আছে অ্যাপসটি। এ পর্যন্ত ডাউনলোড করেছে প্রায় ১ কোটির বেশি মানুষ।

App Name: ClevCalc-Calculator

Developer: Cleveni Inc.

Download: 10, 000, 000+

কিছু স্ক্রিনশট ও প্লেস্টোর লিংক নিচে দিয়ে দিলাম। পছন্দ হলে ডাউনলোড করে নিবেন।

প্লেস্টোর লিংকঃ https://play.google.com/store/apps/details?id=com.dencreak.dlcalculator

(বিঃদ্রঃ কোন পেইড রিভিউ নয়। নিজস্ব ভালো লাগা থেকে শেয়ার করা। আমার পছন্দের আরও কিছু অ্যাপস শীঘ্রই শেয়ার করব)

ধন্যবাদ।

Level 1

আমি জে এন হৃদয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হৃদয়।পড়ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।প্রযুক্তি ও ইন্টারনেট নিয়ে থাকতে বেশি পছন্দ করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

আপনি মালটি ক্যালকুলেটর টা ট্রাই করতে পারেন।