বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে?

অনেক এপ্লিকেশন বর্তমান। তবে ভারতে থেকে খেলা দেখতে গেলে হটস্টার (Hotstar) এর জুড়ি মেলা ভার। কেন না ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টিং হটস্টার-এর দখলে। তবে সেই জন্যে আপনাকে কিছু দক্ষিণা দিতে হবে হটস্টারকে। আমার জানা নিম্নলিখিত দুটো প্যাক বর্তমান।

  1. Hotstar VIP: এই হটস্টার ভিআইপি তে আপনাকে বছরে 365/- টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিতে হবে। এই প্যাকে, আপনি খেলা ছাড়াও অনেক ভিডিও ও দেখতে পাবেন।
  2. Hotstar Premium: এই হটস্টার প্রিমিয়াম তে আপনাকে বছরে 999/- টাকা দিতে হবে সাবস্ক্রিপশন নেওয়ার জন্য। এই প্যাকে ভিআইপি প্যাকের অন্তর্গত সবই দেখতে পাবেন। সাথে ইংরেজি সিনেমা, ওয়েব সিরিজ, ইত্যাদিও দেখতে পাবেন।

এছাড়াও নেপাল, ভূটান এবং মালদ্বীপে ও এই হটস্টার দিয়েই খেলা দেখা যাবে। ইউরোপ (আয়ারল্যান্ড এবং UK বাদে), শ্রীলঙ্কা, আমেরিকা, মধ্যে এশিয়া, কানাডা, আফগানিস্তান, এই সমস্ত এলাকাতেও Hotstar ২০১৯ ক্রিকেট বিশ্ব কাপের অফিসিয়াল ব্রডকাস্টার।

আরও বাকি কিছু জায়গার অফিসিয়াল ব্রডকাস্টারের নাম।

  • অস্ট্রেলিয়া: Kayo
  • বাংলাদেশ: Rabbithole App
  • হংকং: Now TV App.
  • আরব ওয়ার্ল্ড: OSN, Wavo
  • ব্রুনেই ও মালয়েশিয়া: Astro Go
  • সেন্ট্রাল আমেরিকা, ক্যারিবিয়ান ইস্যান্ডস: ESPN Play, Caribbean
  • ইউনাইটেড কিংডম ও আয়ারল্যান্ড: Sky Go
  • ওসিয়ানিয়া(অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড বাদে): Digicel Play
  • নিউজিল্যান্ড: Fan Pass
  • পাকিস্তান: Sony Liv
  • দক্ষিণ আফ্রিকা এবং সমগ্র আফ্রিকা: SuperSport App
  • আমেরিকা, গুয়াম, পুরেত রিকো(Puerto Rico): Willow TV App, Hotstar.

মতামত জানাতে ভুলবেন না।

Best answer questions site Bangladesh  Livereportbd.com

Level 3

আমি রতন কুমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

allylook profile link : https://allylook.com/roton


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস