স্মার্টফোন অ্যাপ যা প্রতিদিনের জীবনকে করবে আরও সহজ পর্ব ১

জীবনকে সহজ করে এমন কিছু অ্যাপলিকেশন সম্পর্কে আমারা জানবো এই ছোট্ট সিরিজটির মাধ্যমে
জীবনকে সহজে করে দেয় এমন কিছু অ্যাপের প্রথম পর্বে আমরা চমৎকার সব অ্যাপলিকেশন সম্পর্কে জেনে ছিলাম। আমরা জেনেছিলাম আমাদের খরচা পাতির হিসাব করে দেয় এমন একটি অ্যাপ Level Money সম্পর্কে, জেনেছিলাম গুগল কিপ এবং এভারনোটের মত চমৎকার নোট টেকিং অ্যাপলিকেশন সম্পর্কে যা যে কোন ঘটনা টুকে রাখতে সাহায্য করে থাকে আমাদের। এছাড়াও পকেট এবং স্ট্যান্ডের মত চমৎকার অ্যাপলিকেশনও ছিলো আমার তালিকায়। এরই ধারাবাহিকতায় আজকের পর্বটিও আমি গুছিয়েছি চমৎকার কিছু অ্যাপলিকেশন নিয়ে। চলুন, কথা না বাড়িয়ে শুরু করা যাক।

এমন অনেক মানুষই আছেন যারা বাসা থেকে বের হবার সময় হয়তো চাবি খুঁজে পান না, বা মানিব্যাগ খুঁজে পাননা। একেক মানুষের ক্ষেত্রে একেকটি সমস্যা হতে পারে। মজার বিষয় হচ্ছে, আপনি খুব সহজেই এই সমস্যাটি দূর করতে পারবেন Tile এর মাধ্যমে। Tile যদিও শুধুমাত্র একটি অ্যাপ নয় বরং একটি আলাদা গ্যাজেট তবে যেহেতু এটি ব্যবহার করার জন্য স্মার্টফোনের অ্যাপলিকেশন রয়েছে এবং আমাদের জীবনকে সত্যিই এই প্রযুক্তিটি সহজ করে দেয় তাই এই সিরিজে যুক্ত করতে বাধ্য হলাম। Tile মুলত একটি ছোট আকারের ব্লুটুথ ট্র্যাকার যা আপনি যে বস্তুগুলো বাসার মাঝেই বার বার হারিয়ে ফেলেন সেগুলোর সাথে যুক্ত করতে পারেন। যেমন চাবির রিং-এর সাথে লাগিয়ে রাখতে পারেন বা মানিব্যাগে ঢুকিয়ে রাখতে পারেন। আর যখন আপনি সেই বস্তুগুলো খুঁজে পাবেন না তখন সহজেই এর স্মার্টফোন অ্যাপটির মাধ্যমে সেগুলো ট্র্যাক করতে পারবেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন, "মোবাইল খুঁজে না পেলে?" তাহলে বলবো, 'একটু বিপদে পড়বেন! এই আর কি!" এই প্রযুক্তিটি ব্যবহার করতে চাইলে এই লিংকে:https://www.appstosoft.com/blog/ ঢুকে অর্ডার করতে পারেন, প্রতিটি ২৫ ডলার করে পরবে।

আপনি কখন কার সাথে কোথায় প্রথম দেখা করেছিলেন এগুলোর ক্ষুদ্রাতিক্ষুদ্র ডিটেইল সংরক্ষণ করতে সক্ষম Humin অ্যাপলিকেশনটি। কারো সেলফোন নাম্বার সংরক্ষণ করার সময় আপনি সেই মানুষটি সম্পর্কে ডিটেইল তথ্য যোগ করে রাখতে পারেন যা পরবর্তীতে আপনি আপনার কনটাক্ট লিস্ট থেকেও বের করে নিতে পারবেন। ডাউনলোড লিংক: https://www.appstosoft.com/blog/

 

বাইরের দেশগুলোতে আপনার যদি শরীর খারাপ নাও করে তবুও শরীরটা ঠিকঠাক মত চলছে কিনা তা দেখার জন্য কিছুদিন পর পর বিভিন্ন রকমের চেক-আপ করা হয়। এই বিষয়টি আমাদের দেশে খুবই কম বললেই চলে, শুধুমাত্র যারা খুব বেশি স্বাস্থ্য সচেতন তাদের মধ্যেই এই বিষয়গুলো দেখা যায় তবুও সেটা খুবই হাতেগোনা। এমনকি আমরা শেষ কবে ডাক্তারের কাছে গিয়েছি অনেকে তাও মনে রাখতে পারেন না। যদিও শেষ ডাক্তারের কাছে যাবার তারিখটা অনেক ক্ষেত্রেই গুরুত্ব বহন করে। যাই হোক, আপনার যদি একটি আইওএস অপারেটিং সিস্টেমের স্মার্টডিভাইস থেকে থাকে তবে আপনার আর এই বিষয়টি মনে রাখার প্রয়োজন নেই। আপনার হয়ে আপনি কবে ডাক্তারের কাছে গিয়েছিলেন তা এই অ্যাপলিকেশনটিই মনে রাখবে। শুধুমাত্র তাই না, এটি প্রায় সব কিছুই কাউন্ট করে থাকে, যেমন ধরুন আপনি কবে কোন নাম্বারে শেষবারের মত ফোন বা ক্ষুদে বার্তা দিয়েছিলেন। আপাতদৃষ্টিতে খুব বেশি উপকারী মনে না হলেও কিন্তু অ্যাপটি বেশ ভালো কাজ করে থাকে এবং প্রয়োজনে বেশ কাজেও আসে।

নাম শুনেই বোঝা যাচ্ছে অ্যাপলিকেশনটির কাজ কি হতে পারে। তবে শুধুমাত্র আইফোনই নয়, যেকোন আইওএস ডিভাইস হারিয়ে গেলেই এই অ্যাপলিকেশনটি আপনার সেই ডিভাইসটি ট্র্যাক করতে সক্ষম। এটি আইফোন, আইপ্যাড, আইপড টাচ এমনকি ম্যাক ডিভাইসও ট্র্যাক করতে পারে এবং আপনাকে সেই ডিভাইসটির লোকেশন ম্যাপে প্রদর্শন করবে। শুধু তাই নয় এর সাহায্যে আপনি আপনার সেই ডিভাইসটি লক করতে পারবেন এবং এমনকি একটি মেসেজও প্রেরণ করতে পারবেন যেখান ধরুন হয়তো লিখে দিলেন "এই নাম্বারে যোগাযোগ করুন। মজার বিষয় হচ্ছে এটি যদি আপনার আশেপাশেই থাকে তবে ডিভাইসটিকে জোড়ে বাজিয়েও জেনে নিতে পারেন আপনি।

আমরা সবাই বিভিন্ন গেমে অনেক রকম কোয়েস্ট বা অ্যাচিভমেন্ট ফিল করে বিভিন্ন হরেক প্রকার রিওয়ার্ড পেতে পছন্দ করি। এই অ্যাপলিকেশনটিও মূলত সেই কনসেপ্টটি নিয়েই তৈরি করা হয়েছে। এটি মূলত আপনার বিভিন্ন রকমের অ্যাপলিকেশন যেমন টু-ডু লিস্ট, রিমাইন্ডার ইত্যাদির উপর একটি আলাদা অ্যাচিভমেন্টের লেয়ার তৈরি করে যা সেই টু-ডু লিস্টে থাকা কাজগুলোকে করতেও সাহায্য করে এবং এর উপর বিভিন্ন রকম মজার অ্যাচিভমেন্ট তৈরি করে একজন ব্যবহারকারীকে মোটিভেটও করে থাকে। প্রয়োজনের পাশাপাশি আপনার ডিভাইসে একটি চমৎকার ৮ বিটের অ্যাডভেঞ্চার গেমের সুবিধা দিয়ে থাকে এই অ্যাপলিকেশনটি। ডাউনলোড লিংক: আইওএস। আজ এপর্যন্তই থাকুক। তালিকায় থাকা বাকি অ্যাপগুলোর সম্পর্কে না হয় সামনের পর্বে জানবেন। সে পর্যন্ত সুস্থ থাকুন.
site link:https://www.appstosoft.com/blog/

Level 1

আমি Elite Hacker। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 10 টিউনারকে ফলো করি।

Howdy! I’m Creative Niloy. Thank you for visiting my Profile.I am an Internet Marketer and a Business fanatic from the core,who also provides consultancy services to businesses. I have expertise in all areas of SEO & Digital marketing including advanced SEO services, but I consider myself more of a Local...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস