ইমু কি?
ইমু একটি ম্যাসেন্জার, এটির মাধ্যমে ভিডিও এবং অডিও কল করার পাশাপাশি ম্যাসেজ, ছবি, ভিডিও, ফাইল শেয়ার করা যায়।
ইমুতে কাউকে ব্লক মারবেন যেভাবে
- আপনার Imo.im app টি ওপেন করবেন
- এর পর যাকে Block মারতে চান তার Contact নম্বরে ঢুকবেন
- একদম উপরের দিকে তার নামের উপরে ক্লিক করবেনে
- এখন একদম নিচের দিকে গেলেই Block অপশন পেয়ে যাবেন।
ইমুতে Last Seen যেভাবে করবেন
- আপনার Imo.im app টি ওপেন করবেন
- সেখান থেকে Settings এ যাবেন
- Settings থেকে Privacy নামে একটা ফিচার আছে ওটাতে যাবেন
- Privacy তে গেলেই আপনি Last Seen করার অপশনটি পেয়ে যাবেন
যেভাবে Friends and Family স্টোরি বন্ধ করবেন
- আপনার Imo.im app টি ওপেন করবেন
- Tap Chats. উপরের দিকে স্টোরির পাশে Settings আইকনে ক্লিক করবেন
- এরপর Friends and family এর সামনে টিক দিয়ে Save দিনে কাজ হয়ে যাবে
যেভাবে ইমুর চ্যাটিং কালার পরিবর্তণ করবেন
- আপনার Imo.im app টি ওপেন করবেন
- যার চ্যাট বক্সের কালার পরিবর্তণ করতে চাচ্ছেন তার চ্যাট বক্সে প্রবেশ করুন
- এপার একদম উপরের দিকে ডান পাশে ৩টি ডট এর মতো দেখতে পাবেন সেখানে ক্লিক করুন
- এর পার Chat Color নামের অপশন টাতে যাবেন।
- এখন আপনার পছন্দ মতো কালার দিয়ে সেইভ দিন।
অন্যান্য ট্রিকস গুলো জানতে এই ভিডিওটি দেখুন এই লিংকে যান
https://youtu.be/Zgoip3Hbmsg