
প্রবিএ মাহে রমজান উপলক্ষে আপনাদের সবাইকে সালাম-" আসসালামু আলাইকুম "। চলুন এখন আসল কাজের কথায় আসি।
আগে জেনে নেই NexusPay কি?
ডাচ-বাংলা ব্যাংকের নেক্সাস-পে বাংলাদেশের প্রথম সম্পূর্ণ কার্ডহীন সমাধান। নেক্সাস, ভিসা, মাস্টারকার্ড, ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এবং রকেট মোবাইল ব্যাংকিং সহ সমস্ত ব্যাংক কার্ডের সাথে NexusPay কাজ করে।
সম্প্রতি ডাচ-বাংলা ব্যাংক চালু করেছে NexusPay App টি, কেউ যদি রেফারেল করে তাহলে প্রতি রেফারেলের জন্য ৫০ টাকা করে বোনাস দেওয়া হবে। কিন্তু এই কাজটি করার জন্য অবশ্যই আপনার Dutch Bangla Bank Agent Banking, Rocket Mobile Banking, DBBL Bank Account থাকতে হবে।
যেহেতু রকেট একাউন্ট ফ্রিতেই খোলা যায় তাই যাদের রকেট একাউন্ট নেই তারা একাউন্ট খুলে কাজ শুরু করে দিন। সকলেই ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ।
অ্যাপের ডাউনলোড লিঙ্কঃ
Downlord করুতে এখানে ক্লিক করুন।
রেফারেলের মাধ্যমে কিভাবে টাকা ইনকাম করবেন তা নিম্নে দেওয়া হলোঃ
১। প্রথমে এই লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করবেন। অথবা প্লেস্টোরে NexusPay সার্চ করে ডাউনলোড করতে পারেন
2। তারপর অ্যাপটি Install করে Open করলে নিচের মত ইমেজ আসবে। তারপর Skip অথবা Arrow বাটনে ৪/৫ বার ক্লিক করে Done অপশনে এ ক্লিক করবেন।

৩। তারপর নিচের মত ইমেজ আসবে, সেখান থেকে Register বাটনে ক্লিক করবেন।

৪। Register বাটনে ক্লিক করার পরে নিচের মত ইমেজ আসবে সেখানে আপনার DBBL Rocket Account মোবাইল নাম্বার (১১ ডিজিট পর্যন্ত) অথবা উপরে উল্লেখিত যার যে Account আছে, সেই Account যে নাম্বার দিয়ে খুলেছেন সেই নাম্বার দিবেন এবং আপনার পছন্দের ৬ ডিজিটের যে কোন Pin নাম্বার এবং I agree to the Terms & Conditions লেখা Check Box- এ ক্লিক করে Register বাটনে ক্লিক করুন।

৫। তারপর আপনার মোবাইলে একটি ভ্যরিফিকেশন কোড আসবে এটা দিয়ে Verefy বাটনে ক্লিক করুন(একটু Wait
করলে অনেক সময় কোড নাম্বার অটো ফিলাপ হয়ে যায়)। নিচে দেখানো চিএের মত করে-

৬। তারপর আপনার নাম, ইমেইল এবং রেফারেল ফোন নাম্বার এর ঘরে আমার নিচের এই নাম্বার টি দিয়ে Next বাটনে Click করুন। নিচের চিএের মত করে-

৭। তারপর আপনার Rocket অথবা উপরে উল্লেখিত যার যে Account আছে সেটা Select করে Next বাটনে ক্লিক করুন। নিচের চিএের মত করে-

৮। Next বাটনে ক্লিক করার পর নিচের মত পেজ আসবে। তারপরে সেখান থেকে Proceed বাটনে ক্লিক করুন (Loading হতে হয়তো একটু সময় নিবে, Loading ফেল হলে আবার চেষ্টা করবেন)। নিচের চিএের মত করে-

৯। Proceed বাটনে ক্লিক করার পরে নিচের মত পেজ আসবে। তারপর Display Name এর জায়গায় আপনার নাম দিন (যে নামটা আগে দিয়েছেন), তারপরে আপনার ১২ ডিজিটের Rocket Account নাম্বারটি দিন এবং এই রকেট Account এর Pin নাম্বারটি দিন এবং সবশেষে Submit বাটনে ক্লিক করুন। নিচের চিএের মত করে-

১০। Submit বাটনে ক্লিক করার পরে আবার আপনার মোবাইলে একটি Security Code যাবে, সেই Code টি বসিয়ে Go অপশনে Click করে কাজটি সম্পূর্ণ করুন।
[লক্ষনীয় বিষয়ঃ মনে রাখবেন উপরের ইমেজ গুলো দেখা নাও যেতে পারে। মজার কথা হলো আপনার যেই মোবাইল নাম্বার দিয়ে NexusPay Registration করবেন সেটাই আপনার রেফার আইডি যা দ্বারা বন্ধুকে রেফার করিয়ে ৫০ টাকা বোনাস পেতে পারেন। অর্থাৎ, ৪ নাম্বার অপশনে যে ১১ ডিজিটের ফোন নাম্বার দিয়েছেন সেটাই আপনার রেফারেল নাম্বার। ]
N:B: রেফার নাম্বার না দিলে ৫০ টাকা বোনাস পাবেন না।
আমার রেফার নাম্বার- 01738526972
দয়া করে আমার নাম্বার টি রেফারেলে দিবেন তাহলে আমিও বোনাস হিসেবে ৫০ টাকা পাবো বোনাস ৫০ টাকা ব্যাংক আপনাকে গিফট করবে কারও একাউন্ট থেকে কেটে নিবেনা।
বিঃদ্রঃ অনেকে মনে করতে পারেন যে, এখানে অনেক তথ্য দিতে হয় তাই Account খোলা নিরাপদ না কিন্তু ভাই এটা ১০০% নিরাপদ। কারণ এটা আমার বা আমার বাবার বানানো কোন App না। এটা Duch Bangla Bank এর বানানো অ্যাপ। তাই এটা ব্যবহার করা Rocket অ্যাপের মত বা ডাচ বাংলা ব্যাংকের ATM কার্ডের মত সম্পূর্ণ ১০০% নিরাপদ। App টা ব্যবহার করলেই বুঝবেন সুবিধাটা কত বেশী এবং ব্যবহার করা কত মজা।
পবিএ মাহে রমজানে যার যার সামর্থ আছে দোয়া করি সবাই রোজা থাকবেন।
আমীন।
পোষ্টটি পড়ে আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি আন্তরিক ভাবে দূঃখিত।
সবাইকে ধন্যবাদ।
আমি আর্জু হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।