All phone call automatic audio recording App Cube Call Recorder ACR app: Catalina Group বিনামূল্যের একটি অ্যাপ দিয়ে ফোন নাম্বার কল মেসেঞ্জার ইমু হোয়াটস্অ্যাপ কল ভাইবার সহ সব ইন্টারনেট কলের ভয়েচ অটো রেকর্ড করুন আজই

বিসমিল্লাহির রাহমানির রাহিম

Cube call recorder ACR  (Automatic Audio Call Recorder App)  এপ সংক্রান্ত টিউন
আশাকরি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভাল রেখেছেন। আজকে আমি আপনাদের সামনে একটি নতুন টিউন ধারাবাহিক স্ক্রিনশটসহ  নিয়ে হাজির হব। এটি হচ্ছে Cube Call Recorder ACR (auto audio call recorder) এপ সংক্রান্ত টিউন। এ  ধরনের রকমারি এপ সম্পর্কে  অর্থাৎ অটোমেটিক ভয়েচ কল রেকর্ড সংক্রান্ত নানান প্রতিষ্ঠানের অ্যাপস সম্পর্কে নিশ্চয়ই আপনাদের ধারনা আছে।
Cube Call Recorder ACR app টি catalina group প্রতিষ্ঠানের একটি এপ যা মোবাইল ফোনকল ও ইন্টারনেট কল (ভয়েচ ওভার ইন্টারনেট প্রটোকল আওতাধীন কল) যেমন, ফেসবুক মেসেঞ্জার, ইমু, হ্যাংআউট, হোয়াটসএপ, স্কাইপি, ভাইবার, ট্যাংগু, কাকাউ ইত্যাদি কলের ভয়েচকে বা অডিওকে অটোমেটাকালি রেকর্ড ও সেভ করতে পারে। এপটি গুগলের প্লে স্টোরে বিনামূল্যে পাওয়া যায় তবে টাকা দিয়ে প্রিমিয়াম ভার্সন কিনলে সব সুবিধাই উপভোগ করা যায়। আমি এখানে বিনামূল্য ভার্সনের আলোচনা করব। এটি শুধু অডিও কল রেকর্ড করতে পারে এবং ভিডিও কলের ভয়েচকে রেকর্ড করতে পারে অটোমেটিকালি। ভিডিও কলের স্ক্রীনকে রকর্ড করে না শুধুমাত্র ভয়েচকে রেকর্ড করে এবং তা ফোন মেমরি বা মেমরি কার্ডে সংরক্ষন করে রাখে। এগুলি ডিভাইসের স্টোরেজে স্থায়ীভাবে সংরক্ষন হয়ে যায়, ইচ্ছা করলে আপনি যেকোন সময় মুছে (ডিলিট) ফেলতে পারেন আবার ভবিষ্যতের জন্য রেখে দিতে পারেন।
যাইহোক অটো কল রেকর্ডিংয়ের কেন প্রয়োজন?
প্রাত্যহিক জীবনে আমরা অনেকের সাথেই ফোনে কথা বলে থাকি। ফোনে কথা বলা ছাড়া আমরা একদমই থাকতে পারি না। এই মোবাইল ফোনের যুগ যেন আমাদেরকে দূরত্ব যাই হোক কাছে টেনে এনেছে। ভালবাসার ঐকান্তিক টানে পাশে রেখেছে। মোবাইল ফোন ছাড়া কি চলে বর্তমান যমানায়? মোবাইল ফোন যেমন আমাদের জীবনে স্বস্তি এনেছে তেমনি অস্বস্তিও এনেছ। এটি আমাদের জীবনকে অনেক গতিশীল করেছ আলাদিনের জাদুর প্রদীপের মত। একসময় আত্মীয়-স্বজনের খোঁজখবর নেওয়ার জন্য তাদের বাড়ি যেত এখন আর তা খুব বেশি হয় না, মোবাইলে কথা বলেই আত্মীয়-স্বজনের খোঁজখবর নেওয়ার কাজটা সেরে ফেলা মোবাইলে মুহূর্তেই। এই যে কথা, কথা ছাড়া মানুষ থাকবে কি করে এতো সুন্দর দুনিয়ার মায়ার বাঁধনে। ওরে কত্তো কথা! কোন কোনটি ভালবাসা, আবেগ, অনুভূতি, মমতা ও প্রেমের কথা আবার কোন কোনটি রাগ, ধমক, হুমকি ও শাসনের কথা। এই কথা গুলির মাঝে আছে পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক বা দাপ্তরিক কথা বার্তা। মোবাইল ফোনে যে কথাগুলো বলা হয়ে গেছে, ভবিষ্যৎ প্রয়োজনে সেই কথাগুলিই যদি আবার শুনতে চাই তাহলে কিভাবে সম্ভব? যদি কল রেকর্ড করার কথা মনে না থাকে তাহলে পরবর্তীতে আক্ষেপ বা আফসোস করতে হতে পারে। হায় যদি ঐ কলটার কথাবার্তা রেকর্ড করতে পারতাম এবং আরেকবার শুনে নিতে পারতাম বা কাউকে প্রমাণসরূপ শুনাতে পারতাম তাহলে কতই মজা হত বা তাহলে অপরকাউকে বিশ্বাস করাতে পারতাম।
কী! ফোনে তুমি আমাকে ভালবাসি বলেছিলে না? অতঃপর প্রেম-বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলে না? কী! ফোনে তুমি আমাকে হুমকি-ধামকি দিয়েছিলে না। আমার কাছে সব কথা রেকর্ড করা আছে, সব প্রমান আছে, তুমি এবার অস্বীকার করবে কিভাবে সেগুলি?
যাইহোক ওদিকে আর আলোচনা বাড়াতে চাই না। বিশেষকরে দাপ্তরিক বা প্রশাসনিক কাজে আমরা নানানরকম ব্যস্ততায়, রাস্তা-ঘাটে চলন্ত অবস্থায়, গাড়ীতে বা লোকজনের ভিড়ের মধ্যে মোবাইল ফোনকল ধরে থাকি যা কথাবার্তায় অনেকসময় অস্পষ্টতা থেকে যায়। যখন বাসায় ফিরা হয় বা ব্যস্ততা শেষ হয় তখন সেই ফোন কলের বিষয়বস্তু স্পষ্ট বোঝার প্রয়োজন হয়ে পড়ে নতুবা যথাযথভাবে কাজ করা সম্ভব হয়ে উঠে না। তাছাড়া অফিসের কাউকে (বস বা সাব অর্ডিনেটকে) আবার ঐ বিষয়ের জন্য ফোন দিয়ে ভালভাবে শুনে ও বুঝে নেওয়াটা বিরক্তিকর বা আত্মমর্যাদা হানিকর হয়ে দাড়ায়। অনেকসময় বসকে ফোন দেওয়াও সম্ভব হয় না বা দিলেও ধমক বা জারি খেতে হয়। বস বা কারো সঙ্গে মোবাইল ফোনের কথাবার্তা কোন ঘটনার স্বাক্ষ্য-প্রমানসরূপ সংরক্ষন করা দরকার হয়ে পড়তে পারে পরবর্তীতে।
আর এসব বিষয়ের সমাধানের জন্য অটোমেটিক কল রেকর্ডিংয়ের (automatic call recording) সর্বোত্তম এপটি হচ্ছে Cube Call Recorder ACR. কোন ফোন নম্বর বা কোন ইন্টারনেটের আইডি থেকে কে, কখন, কবে, কতক্ষন, কি বিষয়ে কার সাথে বলেছে তা অটোমেটিকালি রেকর্ড করার সেরা অ্যান্ড্রয়েড এপ হল Cube Call Recorder ACR.
কোথায় পাবেন ‍এপটি (Cube Call Recorder ACR)?
-গুগলের প্লে স্টোরে যান এবং সার্চ বারে লিখুন: cube call recorder ACR (Catalina group) এবং ইনস্টল করুন।

এপের মেনু তালিকায় কী করবেন?

-ইনস্টল করা হয়ে গেলে এপের মেনু তালিকায় গিয়ে এনাবল রেকর্ডিং অপশন চালু করুন।

সেটিংসে কি করবেন?

-সেটিংসে গিয়ে রেকর্ডিং অপশনে অটোস্টার্ট রেকর্ডিং (autostart recording) চালু করুন।

-এরপর এপের ব্যাকআপ ও স্টোরেজ অপশনটি ফোনের বর্তমান স্টোরেজকে অটো সেট করে নেয়।

-মিসসেলানিয়াস সেটিংসে ইউজার ইন্টারফেস অপশনে হাইড রেকর্ডিং উইজেট বন্ধ রাখুন যাতে কলের সময় এপের রেকর্ডিং কার্যকারিতা দেখা যায় এবং ইচ্ছা করলে রেকর্ডিং চালু রাখা বা বন্ধ করা যায় এমনকি কোন নির্দিষ্ট কলার নাম্বার বা কলার আইডির কলের রেকর্ডিং সাময়িক বা সবসময়ের জন্য চালু রাখা বা বন্ধ রাখা যায়।

-গো টু এপ কানেক্টর সেটিংসে গিয়ে cube call recorder app connector বাটন চালু করুন যাতে ইন্টারনেটের কলকে রেকর্ড করা সম্ভব হয়।

এবার আপনি কল করুন এবং দেখবেন সবধরনের কলের ভয়েচ অটো রেকর্ড হয়ে গেছে।

তো আজ এ পর্যন্তই। ভাল থাকবেন সবাই। আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।

Level 1

আমি মোঃ মোখলেসুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস