আমরা প্রতিনিয়ত ফেসবুক সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে লিখা টিউন করি। দুঃখের বিষয় হলেও সত্য অনেক সময় বড় লিখা টিউন করতে গিয়ে নেট কানেকশন বন্ধ হয়ে যায়। তখন কষ্ট করে লিখাটা মুছে যায় মুহূর্তের মাঝে। সত্যিই এমন ঘটনার সম্মুখীন হয়ে হয় প্রতিদিনই। তাছাড়া বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য কিছু তথ্য সংগ্রহে রাখা হয় যেগুলো বক্তব্য প্রদানের জন্য একান্ত দরকার।
আমরা একটু সচেতন হলে হাতের স্মার্ট ফোন দিয়ে এসব সমস্যা খুব সহজে সমাধান পেতে পারি।
আমি আজকে আপনাদের যে সফটওয়্যারের কথা বলবো এটি খুব জনপ্রিয় একটা সফটওয়্যার। প্লে স্টোরে এর ব্যবহারকারী প্রায় ১০+ মিলিয়ন। কথা না বাড়িয়ে সোজা সফটওয়্যারটার নাম বলি #Colernote। এটি ব্যবহার করে খুব সহজে এখানে লিখে তারপরে আপনার প্রয়োজনীয় ওয়েব পেইজে কপি করে টিউন করতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া।
এই সফটওয়্যারটির কিছু উপকারী দিক হলো:-
১.বাংলা ইংরেজী সহ পৃথিবীর সকল ভাষায় লিখতে পারবেন।
২.একবার অনলাইনে গুগল মেইল কিংবা ফেসবুকের মাধ্যমে রেজিস্ট্রেশন করার পরে আপনার লিখা স্মার্ট ফোন হারিয়ে গেলোও লিখা হারিয়ে যাবেনা।
৩.এই সফটওয়্যারে পাসওয়ার্ড অপশন দেওয়া হয়েছে। এই অপশনটি ব্যবহার করে ব্যবহারকারী খুব সহজে তার ব্যক্তিগত গোপনীয় যাবতীয় তথ্য সংগ্রহ করতে পারবেন।
৪.এছাড়া আপনার তথ্যগুলো ব্যাকআপে রাখতে পারবেন যেগুলো পরবর্তীতে লগিন ছাড়াও আপনার তথ্য দেখতে পাবেন।
৫.সফটওয়্যারটির জন্য কোনো রকম ফি প্রদান করতে হয়না। এটি প্লে স্টোর থেকে একদম ফ্রিতে ডাউনলোড করতে পারেন। সফটওয়্যারটি মাত্র ৫০০+ কেবি।
আমি সৈয়দ রাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নাম: সৈয়দ মো: মেহেদী হাসান রাকিব ডাক নামঃ সৈয়দ রাকিব জন্ম:-২৮শে ফেব্রুয়ারি ১৯৯৮ইং (শনিবার) বাংলায়: ১৬ই ফাল্গুন ১৪০৪ বঙ্গাব্দ আরবী: ২য় দিলকদ্ব ১৪১৮ হিজরী ধর্ম: ইসলাম পিতার নাম:-সৈয়দ জাকির হোসেন মাতার নাম:-কাজল বেগম রক্তের গ্রুপ:- O পজিটিভ উচ্চতা :- পাঁচ ফুট সাড়ে নয় ইঞ্চি গাত্রবর্ণ :- সুন্দর,তবে খুব বেশি আকর্শণীয়...