ভূমি জরিপের একটি অভিনব বাংলা অ্যান্ড্রয়েড অ্যাপস ও Herons Formula সহজ ও ভূমি জরিপের এক ইউনিক পদ্ধতি যেকোন প্রচলিত সাইজের ভূমি পরিমাপ করুন একটি সূত্র ব্যবহার করে

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড Apps
প্রকাশিত
জোসস করেছেন

হেরন্স ফর্মুলা কিঃ
১৭ শতাব্দীতে হেরন্স (Hero of Alexandria) নামক এক গণিতবিদ ভূমি পরিমাপের একটি সূত্র প্রবর্তন করেন, যেটি দ্বারা যেকোন বিষমবাহুসহ সকল ত্রিভুজের ক্ষেত্রফল খুব সহজে নিক্ষুতভাবে পরিমাপ করা যায়।

হেরন্স ফর্মুলার ব্যবহার কিঃ
যেহেতু এই এপ দিয়ে সহজে যেকোন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়, সুতরাং যেকোন জমিকে কয়েকটি ত্রিভুজে ভাগ করে সহজেই ভুমির পরিমাপ করা সম্ভব।

হেরন্স ফর্মূলা কতটুকু গ্রহণযোগ্যঃ
আমরা সচরাচর শুধুমাত্র দৈর্ঘ্য প্রস্থ গড় নিয়ে ক্ষেত্রফল হিসাব করে থাকি, এতে কিছুটা ভুলও থাকতে পারে, কারণ বিভিন্ন কোণের মানের পার্থক্যের কারণে এই ভুল হতে পারে, কিন্তু হেরন্স ফর্মুলা ব্যবহার করলে একদম নিখুদ হিসাব পাবেন।
সূত্র ফর্মুলা এসব ভালো লাগছেনা, সহজে কিভাবে যেকোন সাইজের জমি পরিমাপ করবো সেটা বলবেন কি?
হ্যা, অবশ্যই, প্লেস্টোর থেকে এপটি ইন্সটল করুন, সব সূত্র এখানে অটো প্রয়োগ করা আছে, কিছু না জানলেও এপটি যেকোন জমির পরিমাণ হিসাব করে দিবে

নকশা ও ভূমি কালিক PLAYSTORE

লিংক কাজ না করলে প্লেস্টোরে bhumi o noksha লিখে সার্চ করলেই পেয়ে যাবেন

ভাই আমার ভূমি জরিপ জানার দরকারই বা কি?

দরকার হলেতো একটা আমিন ভাড়া করবোঃ
আপনার কি জীবনে এক কড়া জমি বা প্লট কিনারও ইচ্ছে নেই, অন্তত একটা টেকনিক নিজে নিজে শিখে রাখলেও বাবা, ভাই, বোনের জমি জমা ক্রয় বিক্রয় বা মাপজোকের কাজে সহায়তা দিতে পারবেন। অন্তত, নিজেরা নিজেরা জমি ভাগাভাগির সময় নিজের অংশ ভাল ভালই নিস্পত্তি করতে পারবেন, কেউ আপনাকে ঠকাতে পারবেনা। আপনি বিশ্বাসও করতে পারবেন না যে, দেওয়ানী মামলাসমূহের মধ্যে প্রায় ৬০ শতাংশ হচ্ছে জমি জমা মাপজোক বা জমি জমা সংস্লিস্ট বিবাদ নিষ্পত্তি সংক্রান্ত। আর সব কাজে অন্যের উপর নির্ভর করা যায় না। একজন স্মার্ট ব্যক্তি হিসাবে এটাতো বুঝবেন।

আরে ভাই সূত্রটা কই?

নিচে খেয়াল করুন,

ভূমি জরিপের সকল সুত্রের সমন্বয় এই এপে আছে।

যে জমি বক্ররেখা বা বৃত্তাকার সেটা কি করবো?

সে জমিটাকেও ছোট ছোট  ত্রিভুজের সাইজ করে মেপে নিতে পারেন বা বৃত্ত বা উপবৃতের সুত্র প্রয়োগ করতে পারেন।

অর্ধবৃত্তের সূত্রঃ  (অক্ষ দুটির গুনফল * π)/৪

আশা করি এই পোস্টটি আপনাদের সামান্যতম কাজে হলেও আসবে, ফর্মুলাটি  ব্যবহার করে দেখবেন।

Level 2

আমি নাছের মিয়াজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 38 টি টিউন ও 302 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আইনের মানুষ, প্রযুক্তির মানুষ, ইসলাম কে ভালোবাসি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জমি পরিমাপ পদ্ধতিঃ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
https://getnote.com.bd/2019/12/09/%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%aa/