Download করুন এমন একটি অ্যাপ, যা আপনি হয়তো অনেক খুজেছেন কিন্তু খুজে পান নি।

Cover photo
YouTube Mp3 Player

 

আজকে আমি আপনাদের কে এমন একটি অ্যাপ এর সাথে পরিচয় করিয়ে দেব, যা আপনি হয়তো অনেক খুজেছেন কিন্তু খুজে পান নি। অ্যাপটির নাম YouTube Mp3 Player. এই অ্যাপটির মাধ্যমে আপনি যেকোন YouTube ভিডিও কে অডিও হিসেবে প্লে করতে পারবেন। আপনি এখন থেকে আপনার অ্যান্ড্রয়েড স্মার্ট ফোনে YouTube ভিডিও টি অনায়েশে Background এ রেখে আপনার জরুরী কাজ করতে পারবেন। এক কথায় চাওয়ার থেকে ও বেশি ভালো এই অ্যাপটি। আর এই অ্যাপটি কিন্তু Google Play Store এ নেই।

ফিচার ‍সমূহঃ

১. আপনি যেকোন YouTube ভিডিও কে অডিও হিসেবে শুনতে পারবেন।

২. গান শুনার সময় অন্নান্য অডিও প্লেয়ার এর মতই ব্যাকগ্রাউন্ড এ রেখে অন্নান্য কাজ করতে পারবেন।

৩. এটি শুধুমাত্র অডিও এর ডাটা ইউজ করে। তাই ধির গতির ইন্টারনেটেও বাফারিং করেনা।

৪. একটি গান প্লে শেষ হলে অটোমেটিক রিলেটেড গান প্লে করে।

৫. Notificationbar এ Music Control অপশন থাকায় যেকোন সময় সহযেই Pause, Play অথবা Exit করা যায়।

৬. সার্চ অপশনের মাধ্যমে সহযেই যে কোন গান ‍সার্চ করে প্লে করা যায়।

৭. YouTube official app থেকে Share এর মাধ্যমে প্লে করা যায়।

৮. খুব তারাতারি গান লোড করে এবং প্লে করে।

৯. কম RAM ইউজ করে এবং অল্প Battery Power ইউজ করে।

১০. অত্তন্ত সুন্দর ইউজার ইন্টার্ফেস।

এই অ্যাপটিকে আপনি দুই ভাবে ব্যবহার করতে পারেন।

  1. সরাসরি ‍অ্যাপটির শুক্তিশালি সার্চ অপশনের মাধ্যমে সার্চ করে আপনার পছন্দের ভিডিওটিকে অডিও হিসেবে প্লে করতে পারেন।
  2. YouTube official app থেকে ‍Share করে ভিডিওটিকে অডিও হিসেবে প্লে করতে প্রথমে YouTube অ্যাপ এ কোন ভিডিও প্লে করুন তারপর উপরের Share বাটনে ক্লিক করুন,  একটি পপআপ বক্স ওপেন হবে। সেখানে আপনি YouTube Mp3 Player অ্যাপ এর আইকন দেখতে পাবেন। এবার আইকন টিতে ক্লিক করুন। তাহলেই আপনার কাংখিত ভিডিও টি অডিও আকারে প্লে হবে।

অনেকেই ভাববেন Google Play store এ নেই তাহলে কি কোন ভাইরাস কিংবা কোন Hacking কিছু?

অ্যাপটি Google Play store এ Publish করা হয়নি কারন এটি এখনও development প্রসেস এ আছে। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এতে কোন ভাইরাস নেই আর এটি কোন Hacking অ্যাপ না। বিশ্বাস না হলে দেখেনিন এটি Install করার সময় শুধু মাত্র Internet এবং Wakeup Permission দরকার হয়।

ডাউনলোড লিংকঃ https://drive.google.com/uc?export=download&id=0ByIsCvl2e4K-NTdBMkd1T1lmdjQ

অ্যাপটির অফিসিয়াল ফেজবুক পেজঃ https://www.facebook.com/YouTubeMp3Player/

এটা আমার প্রখম টিউন। তাই যদি কোন ভুল হয়ে থাকে তাহলে মাফ করবেন।

Level 0

আমি মোঃ আব্দুর রউফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি প্রযুক্তি ভালোবাসি। তাই সর্বদা প্রযুক্তির মাঝেই ডুবে রই ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস