আস সালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ,আমিও ভাল আছি। শুধু নিজে ভাল থাকলে হবে না। দেখতে হবে আপনার আশেপাশের মানুষগুলো ভাল আছে কি না।যাইহোক, অনেক দিন পরে আসলাম আপনাদের মাঝে টিউন করতে। জানিনা আপনারা আমার উপর রেগে আছেন কি না। রাগ করলেই বা কি করার। সময় এবং স্রোত কারও জন্যই অপেক্ষা করে না। আপনাদের মাঝে ছিলাম না বলেই যে অবসর সময় কাটিয়ে তা কিন্তু নয়। কিছু না কিছু তো সারাক্ষণ করেই যাচ্ছি। যাইহোক সেই কাজের হিসাব আপনাদেরকে দিয়ে তো আর কোনো লাভ নাই। তো চলুন আজকের টপিক্সে চলে যাই।
আজকে আমি আপনাদের সাথে এমনকিছু উদ্দীপনামূলক রিয়েলিটি এপ্স নিয়ে যেগুলো হয়ত আপনারা অনেকেই ব্যবহার করতেছেন। অনেকেই আবার এই ব্যাপারে তেমন জানেনই না। তো আজকে আমি আপনাদেরকে সেই বিষয়গুলোই জানাবো যেগুলো আপনারা জানেন না। উদ্দীপনা মূলক রিয়েলিটি এপ্স গুলো অনেকটা বাস্তব প্রকৃতির। যেটা স্মার্টফোনের হয়ত পরবর্তী বড় কোনো একটা জনপ্রিয়তা সৃষ্টি হতে পারে। গুগল এবং অ্যাপল যৌথভাবে এটাকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আর আপনি অনেক কিছুই এখন ব্যবহার করতেছেন সেগুলো হয়ত আপনি জানেন না। এই উদ্দীপনামূলক এপ্স গুলোকে সংক্ষেপে AR বলা হয়। অর্থাৎ augment reality. ইন্সট্রাগ্রাম এবং স্ন্যাপচ্যাট এ যে ফেস ফিল্টারিং করা হয় তা কিন্তু ar . এছাড়া পকেমন গো গেমস টা তো মনে হয় প্রায় সবাই খেলেছেন। ঐটাও কিন্তু ar এরই একটী অংশ।
তো আমি আজকে কয়েকটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিবো...
এই এপ্স টা কিন্তু ক্রাশ খাওয়ার মত একটা এপ্স। কারণ আপনি আকাশে দিকে শুধু এই এপ্সটা ওপেন করে আপনার ক্যামেরাটা ধরবেন আর মোবাইল ই বলে দিবে কোন গ্রহ বা নক্ষত্রের নাম কি। তাছা সেই গ্রহের ছবি স্যাটেলাইট থেকে এনে আপনার সামনে উপস্থাপন করবে। এছাড়া যেকোনো গ্রহের সম্পর্কে বিস্তারিত সব তথ্য দিয়ে দিবে শুধু আপনি ক্যামেরা টা ঐদিকে ধরলেই। বিশ্বাস না হলে নিচের ভিডিও টি দেখে নিতে পারেন।
এক কথা আপনি বলতে পারেন যে এটা আপনার পকেট শিক্ষক যা কিনা আপনাকে তারকা, মঙ্গল বা আন্তজার্তিক স্টেস স্টেশনও চিনিয়ে দিবে।
Download: Star Walk 2 (Free)
এই এপ্স টাকে আমরা কে না চিনি। যে না চেনে তার সুইসাইড করা উচিত। হা হা হা। মজা করলাম। কারণ হয়ত আপনি নতুন ফোন ব্যবহার করতেছেন।তাই নাও জানা থাকতে পারে।যাইহোক, এটা ভ্রমনকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এপ্স যখন ভ্রমনকারীর ঐদেশের ভাষা কম জানা থাকে বা জানা থাকেই না। তবে এর কিছুটা তো সীমাবদ্ধতা থাকবেই।
গুগল ট্রান্সলেটর এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে, মনেকরুন আপনি যেকোনো একটা দেশের যেকোনো রাস্তায় আছেন কিন্তু সেখানকার কোনো সাইনবোর্ড বা ব্যানার পরতে পারতেছেন না তবে শুধু ক্যামেরা টা ঐ সাইবোর্ড বা ব্যানার এর উপর ধরুন ট্রান্সলেটর আপনার নিজের ভাষায় সেটা ট্রান্সলেট করে জানিয়ে দিবে। কাউকে জিজ্ঞাসা করার দরকার নাই। তবে এই ফিচারটি এখন পর্যন্ত মাত্র ৩৮টি ভাষায় কাজ করে যা ১০৩টি ভাষায় ট্রান্সলেট করতে সক্ষম। এছাড়া ট্রান্সলেটর এর অনলাইন ও অফলাইন ল্যাংগুয়েজ প্যাকও পাওয়া যায়।
Download: Google Translate (Free)
এই এপ্স এর কারসাজি দেখলে অনেকেই অবাক হয়ে হুমড়ি খেয়ে পড়ে যাবেন। হ্যা যা বলেছি ঠিক তাই। এটা আপনাকে ছবি আকাতে সাহায্য করবে। এর মাধমে আপনি নিজেই নিজের ছবি আকতে পারবেন। প্রথমেই একটা সাদা কাগজের উপর আপনার ফোনের ক্যামেরা রেখে আপনার ছবি সিলেক্ট করে দিলেই সে কাগজটাকে ক্যাপচার করে ফেলবে। এরপর আপনার কাগজের কোন দিক দিয়ে কি আকতে হবে তা মোবাইলের দিকে তাকিয়ে খুব সহজেই আঁকতে পারবেন। একদম সোজা। আপনাকে একটুও ভাবতে হবে না।শুধু দেখে দেখে আকবেন। নিচের ভিডিও ডেমোটা চাইলে দেখতে পারেন।
Download: SketchAR (Free)
এটা তো আরও অসাধারণ একটা এপ্স। যদিও এটা অনেকটা পুরাতন কিন্তু এটা এখন আরও অনেক জোরালো। এটা হচ্ছে ar এর সাথে লোকাল কম্বাইন করে আমাদের চারপাশের খবর বলে দেয়া। এটা আমাদেরকে চিনিয়ে দিবে আমাদের আশেপাশের রেস্টুরেন্ট, কফিশপ, হোটেল ও অনেক আকর্ষণীয় স্থানের সাথে।
এটা গুগল ম্যাপ্স, ট্রিপ এডভাইজর এবং উকিপিডীয়ার সাহাযযে এসব বিভিন্ন রেজাল্ট দিয়ে থাকে।
Download: Wikitude (Free)
এটা আপনাকে দিবে এক অন্য রকম রিয়েলিটি। এই এপ্স এর জন্য প্রায় ৫০০টির মত ভার্চুয়াল হাউজ তৈরি করা আছে... আপনি সেগুলোতে ঢুকতে পারবেন।এবং বাড়ির সকল জিনিস ব্যবহার করতে পারবেন। এরকম জনপ্রিয় আর এমন একটা ভার্চুয়াল এপ্স মনে হয় আর দ্বিতীয়ও টা নাই।
Download: Gorillaz (Free)
আমরা অনেকেই নিজের হাতে অনেক সময় ট্যাটো বানাতে চাই। কিন্তু এগুলো করা হয় তো শুধু দেখানোর জন্যই তাই না। অনেকেই আবার এগুলো করতে ভয় পায়। তাই ar নিয়ে এল ink hunter নামক এক আজব এপ্স। এর মাধ্যমে আপনার হাতের যেই জায়গায় তিনটা দাগ দিবেন সেই জায়গায় আপনার ক্যামেরার মাধ্যমে এই এপ্স দিয়ে যেকোনো টেটো বসিয়ে সেটাকে ফেসবুকে শেয়ার করতে পারবেন। যেটাকে দেখতে রিয়েল ট্যাটোর মতই দেখাবে।
ভিডিও চাইলে দেখতে পারেন।
যাইহোক, অনেকেই আছেন যারা জীবনে জ্বীন ভুত ইত্যাদি কখনও দেখেন নাই। তাই অনেকেরই আশা থাকে যে, যদি দেখতে পারতাম। তো যাদের এই ধরণের আশা আছে তারা চাইলে এই এপ্স টা ডাউনলোড করে দেখতে পারেন। সত্যিই কি এই এপ্স দিয়ে ভুত দেখা যাবে? না। তবে আপনি এই এপ্স দিয়ে রোমের লাইট বন্ধ যখন এই এপ্স ওপেন করবেন তখন এর ফ্ল্যাশ লাইট জ্বলে উঠবে। আর আপনি রোমে ঘুরতে থাকবেন। যেখানে ঠিক যেই রকম ভুত আসলে আপনি ভয় পাবেন ঠিক সেরকম ভুতে এসে আপনার মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে। আর এমন সব ভয়ানক আওয়াজ যা শুনলে আপনি সত্যিই ভয় পেয়ে যাবেন। কানে অবশ্যই ইয়ারফোন লাগিয়ে নিবেন।তাহলে ভাল ফিলিংস পাবেন।
যাইহোক, আজকে অনেক হয়েছে। আজ আর নয়। অন্যদিন আরও ভাল কিছু নিয়ে হাজির হওয়ার চেষ্টা করবো। যদি আপনাদের ভাল লেগে থাকে আমার এই টিউন,তাহলে অবশ্যই টিউমেন্টে জানাবেন।
আজকের মত বিদায়।
আল্লাহ হাফিজ।
আমি মোঃ আশিকুর রহমান সরল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন প্রযুক্তি প্রেমী।কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছি।পৃথিবীকে নতুন কিছু করে দেখাতে চাই। My Website