এইচটি এমএল এবং সিএস এস দিয়ে অ্যান্ড্রোয়েডে এবং অ্যাপেল আইও এস মোবাইল অ্যাপ তৈরি করা শিখুন সম্পূর্ণ বাংলায় ২য় পর্ব

আসসালামু আলাইকুম,

সবাই সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন,আপনাদের দোয়াই আল্লাহ এর রহমতে আমিও ভাল আছি। আপনারা যারা সত্যি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চান তাদের উদ্দ্যেশ করে একটা কথা বলব আপনারা শুধু টিউটেরিয়াল গুলা দেখে শিখতে পারবেন না,এর জন্য আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কখনো সম্ভব না।

তাই আপনাদেরকে একটা কথা আবার বলব আপনারা যারা টিউটেরিয়ালটি অনুসরণ করতেছেন প্রত্যেক পর্ব ভাল ভাবে বুঝতে হবে এবং প্রাক্টিস করতে হবে। আর এই কথা গুলা আপনারা যদি অনুসরণ করেন আমি কথা দিতেছি আপনাদেরকে আমি আমার সর্বচ্ছ চেষ্টা করব আপনাদেরকে শেখানোর। যাই হোক আমরা টিউটেরিয়াল চলে যাই।

আপনারা যারা গত পর্ব গুলা দেখেন নাই তাদেরকে বলব আপনারা একটা পর্ব মিস করলে কোন কিছুই বুঝতে পারবেন না,তাই আপনারা যারা আজ প্রথম দেখতেছেন তাদেরকে বলব আপনারা আগে ১ম পর্ব দেখেন এর পর আজগের টিউটেরিয়ালটি দেখবেন, তাহলে আপনাদের কোন সমস্যা হবে না আশা করি।

২য় পর্বে আমরা দেখব আইওনিক ফ্রেমওয়ার্কটি কিভাবে আমাদের কম্পিউটারে সেটাপ করে একটা মোবাইল অ্যাপ তৈরি করার উপযোগী করবো,এর জন্য আমাদের একটা সফটওয়্যার লাগবে Node.js ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। এর পর আমরা আমাদের পিসিতে ইন্সটাল করব। আর অনেক গুলা স্টেপ আছে যা আমি ভিডিও টিউটেরিয়ালে দেখিয়েছি, আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন।

আর আমি কিছু কমান্ড কোড দিলাম এগুলার মাধ্যমে আমরা সেটআপ করব।

১। আইওনিক ফ্রেমওয়ার্ক কোড npm install -g ionic cordova এই কোডটি একবার সেটআপ দিলেই হবে।
২।মোবাইল অ্যাপ প্রজ্রক্ট কোড ionic start FirstAPP এখানে FirstAPP টি আমাদের অ্যাপ এর নাম আপনারা যে কোন নাম দিতে পারেন।
৩।মোবাইল অ্যাপ রান করার কোড ionic serve এটার আমরা অ্যাপ রান করার জন্য ব্যবহার করব।
আমি উপরের সব গুলা কাজ আমারা ভিডিওতে দেখিয়েছি।

সবশেষ একটা কথা বলব আমি এই প্রথম টিউটোরিয়াল বানিয়েছি হয়তো কিছু ভুল হতে পারে,তাই আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যদি কোন কিছু বুঝতে সমস্যা হয় টিউমেন্ট এ জানান আমি আপনাদের সমস্যা গুলা সমাধান করার চেষ্টা করব।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আমার টিউটোরিয়াল সমূহ

এইচটি এমএল এবং সিএস এস দিয়া অ্যান্ড্রোয়েড এবং অ্যাপেল আইও এস মোবাইল অ্যাপ তৈরি করা শিখুন সম্পূর্ণ বাংলাই ১ম পর্ব

Level 0

আমি তৌহিদ জনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস