আমাদের মোবাইলে অনেক অ্যাপ আছে যেগুলো uninstall করা যায়না। যেমন tango, viber,google play games, এগুলো uninstall করে ফেলুন।

আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি, তাদের সবারই একটি সাধারন সমস্যা হলো এর সিস্টেম মেমোরী কমে যাওয়া। এতে করে মোবাইল ধীর গতির হয়ে যায়। যা খুবই বিরক্তির, মনে হয় অ্যান্ড্রয়েড মোবাইল কেন কিনলাম? অনেকে এই সমস্যা থেকে মুক্তির জন্য বিভিন্ন অ্যাপস ডাইনলোড করে মোবাইলের ডাউনলোডকৃত অ্যাপসগুলোকে SD Card-এ লিংক করে দেন অথবা তাতে ট্রান্সফার করে থাকেন, কিন্তু তাতে কি সিস্টেম মেমোরী খুব একটা খালী হয়? আর খালী হলেও সময়ের ব্যবধানে তা আবার ভরে ওঠে। তাহলে সমাধান কি? কিছু অ্যাপস্‌ ডিলিট করে দেওয়া?

মানে system app আমাদের মোবাইলে অনেক আছে।এর ভিতর অনেক অ্যাপ আছে যেগুলো আমরা ডিলিট করতে পারিনা।এগুলোই আমাদের মোবাইলের অনেক জায়গা খেয়ে ফেলে।র্যাম লোড করে ফেলে।

এই অ্যাপ গুলো কিভাবে ডিলিট করবেন।সেই বিষয় নিয়ে আমি একটি ভিডিও তৈরি করছি। নিচ থেতে ভিডিওটি দেখুন আর শিখে ফেলুন।

আর যদি এখনও কেউ system app ডিলিট করতে না পারেন তাহলে comment করুন।

আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো টিউন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ!

Level New

আমি আল ইমরান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস