
আপনারা হয়ত Spotify Music সম্পর্কে জেনে থাকবেন, এটি বিভিন্ন অনলাইন মিউজিক স্টেশন গুলোর মধ্যে অন্যতম একটি। এর ৩০ মিলিয়ন প্লাস গান এর বিশাল মিউজিক লাইব্রেরী থেকে আপনি শুনতে পারবেন ইংরেজী, হিনদী, বাংলাসহ যেকোন দেশের, যেকোন জেনারের মিউজিক instantly, তৈরী করতে পারবেন আপনার পসন্দের গান গুলি নিয়ে ফেভারিট লিস্ট এবং সেটা বন্ধু দের সাথে শেয়ার করতে পারবেন। এটি একটি প্রিমিয়াম সার্ভিস, যার সাবক্রিপসন ফি ৯.৯৯ ডলার পার মান্থ। অর্থাৎ টাকা দিয়ে আপনাকে এটির সাবক্রিপসন কিনে নিতে হবে। কিন্তু আজকে আপনাদের Spotify Music এর প্রিমিয়াম সার্ভিস কীভাবে ফ্রি-তে ব্যবহার করবেন তা জানিএ দেব একটি ভিডিওর মাধ্যমে। এটি অনেক সহজ একটি টিউটোরিয়াল ভিডিও, যেখানে পদ্ধতি গুল বিস্তারিত বর্ণনা করা আছে, যা আপনারা সহজেই বুঝতে পারবেন। উপক্রিত হলে অবশ্যই Subscribe এবং Like দিতে ভুলবেন না। আর কোন সমস্যা হলে টিউমেন্ট করে জানাবেন, আমি আমার সাদ্ধ মতো এক্ষেত্রে সৃষ্ট সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব, ধন্যবাদ।
বিঃদ্রঃ- অ্যাপ ডাউনলোড লিংক টি ইউটিউব-এর ভিডিও ডেসক্রিপশন-এ দেওয়া আছে।
আমি ট্রিক টোন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।