

ফেসবুক এখন মেতেছে এক উড়োচিঠির খেলায়। সদ্য টেস্টনির নেশা কাটিয়ে সারাহ জ্বরে কাবু ইউজাররা। যা সর্বসমক্ষে বলা যায় না, উড়োচিঠিতে তা জানানোরই পোশাকি নাম সারাহ। এই অ্যাপ ডাউনলোড করলে বন্ধুরা উড়োচিঠির মাধ্যমে জানাতে পারবেন তাদের মনের কথা, আবার আপনিও নিজের নাম গোপন করে তাদের জানাতে পারেন আপনার মনের কথা। আবার ধরুন কারও আপনার উপর জমে রয়েছে বিস্তর রাগ, অভিমান। বা প্রাণ খুলে গালাগালি দিতে ইচ্ছা করছে, সে কথাই ইউজাররা আকছার জানিয়ে দিচ্ছেন উড়োচিঠিতে। শর্ত একটাই। পরিচয় জানা যাবে না।
কোথা থেকে এল এই অ্যাপ?
সারাহ-র জন্ম সৌদি আরবে। জন্মদাতা জৈন আল-আবিদিন তৌফিক নামের এক ডেভেলপার। মধ্য প্রাচ্যে এই অ্যাপ এর মধ্যেই জনপ্রিয়। চলতি বছরের জুন মাসে এই অ্যাপ বাজারে আসার পর থেকে এখনও পর্যন্ত ৫০ লক্ষ ইউজার ডাউনলোড করেছেন সারাহ।
কী ভাবে ডাউনলোড করা যায় সারাহ?
গুগল স্টোর বা অ্যাপ স্টোর-এ গিয়ে সারাহ অ্যাপ ডাউনলোড করলেই যেতে পারবেন ওয়েবসাইটে। এ বার অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই সারাহ-তে থাকা যে কাউকে পাঠাতে পারেন মেসেজ। এই মুহূর্তে ইউজাররা মেসেজের উত্তর দিতে না পারলেও সেই ফিচারও নিয়ে আসার কথা ভাবছে সারাহ।
সারাহ কি চিঠি প্রেরকের পরিচয় জানাবে?
না। প্রেরকের অনুমতি ছাড়া সারাহ তার পরিচয় প্রকাশ করবে না।
সারাহ ভিজিটররা কি আমার উড়োচিঠি দেখতে পাবে?
যতক্ষণ না আপনি নিজের ফেসবুক পেজে টিউন করছেন কেউ দেখতে পাবে না।
সারাহ-র কি মোবাইল অ্যাপ রয়েছে?
হ্যাঁ। গুগল প্লে ও অ্যাপ স্টোর-এ সারাহ অ্যাপ রয়েছে।
উড়োচিঠির কি উত্তর দেওয়া যায়?
না এখন উত্তর দেওয়া যাচ্ছে না।
আরো বিস্তারিত জানতে এই বাংলা ভিডিওটি দেখতে পারেন: ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
আমি আসাদুজ্জামান আসাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।