মোবাইল ফোনের সকল তথ্য দেখার ফ্রি সফটওয়্যার

নতুন ফোন কিনেছেন, কেও জিজ্ঞাসা করলো আপনার ফোনের কনফিগারেশন কি? RAM, ROM, processor Speed কত?এত কিছু মনে রাখা অনেক কঠিন। তাই আপনাদের একটা অ্যাপের সাথে পরিচয় করে দেই, যা আপনাদের এই সব ইনফর্মেশন দিবে।

এই সফটওয়্যার  আপনাকে আপনার ফোনের নারি-নক্ষত্র বের করে দেবে। যেন এটা একটা ফোনের ডাক্তার, ডাক্তার যেমন রুগীকে ব্যাবচ্ছেদ করে এই সফটওয়্যার আপনাকে আপনার ফোনকে ব্যাবচ্ছেদ করে দেখাবে। এটার সাইজ অনেক কম, প্রায় ৬ মেগা। তাইলে আর দেরি কেন, চলেন শুরু করা যাক:

এই অ্যাপে যে যে অপশন গুলা আছে সেগুলো নিচের ছবিতে দেখতে পারবেন ঃ

Feature List:

এখানে আপনি দেখতে পারবেন আপনার ফোন কি কি সাপোর্ট করে আর কি কি সাপোর্ট করে না। যেগুলো সাপোর্ট করে না সেগুলা NO লিখে ভিন্ন রঙে দেখান আছে। নিচের ছবিতে দেখতে পারেন ঃ

Supported Features

ক্যামেরা ঃ

এখানে আপনি পাবেন আপনার ফোন ক্যামেরার কনফিগারেশন, ভিডিও, ইমেজ, প্রিভিউ সাইজ, জুম সাপোর্ট করে কিনা, ছবির ফরম্যাট এগুলা দেখা যায়। নিচের ছবিতে দেখুন ঃ

Camera Details

Battery Details:

এখানে আপনি আপনার ফোনের ব্যাটারির চার্জ লেভেল, ক্যাপাসিটি কত mAh তা দেখতে পারবেন। আপনার ব্যাটারির ভোল্টেজ কত, এখন ব্যাটারির তাপমাত্রা কত, হেলথ কেমন, কখন ফোন অন করেছেন তা দেখতে পারবেন। বিশ্বাস না হলে নিচের ছবি দেখেন ঃ

ব্যাটারি বিস্তারিত

Wifi Info:

আপনার মোবাইল যদি ওয়াইফাই তে সংযুক্ত থাকে তাহলে আপনার IP address koto, Signal Strength koto, ওয়াইফাই লেভেল কত তা জানতে পারবেন। আরও যাদের মান আপনি জানতে পারবেন তা হল ঃ Network ID, RSSI, SSID, MAC Address, BSSID, Link Speed (Mbps), Frequency, Subnet Mask, Server IP, Gateway IP. নিচের ছবি দেখেনঃ

GPS Info :

আপনার লোকেশান বের করে দেয়া যায় Latitude, Longitude এর মাধ্যমে। আপনি এখানে আপনার Latitude, Longitude, Location Accuracy, Altitude, Connected Satellite এগুলার মান জানতে পারবেন। ছবিতে দেখেন ঃ

আরও অনেক ফিচার আছে, দেরি না করে আপনি এখনি ডাউনলোড করে চেক করে দেখেন। ডাউনলোড করুন এখানে ক্লিক করে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ

Level 0

আমি সাজেদুল কারিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় সাজেদুল কারিম,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।