গরমে ছেলেদের ত্বকের যত্ন ও রূপচর্চার অসাধারণ টিপস জানতে চমৎকার অ্যাপটি ডাউনলোড করে ফেলুন ফ্রি-তে

মেয়েরাই শুধু রুপচর্চা করবে? নারীদের তুলনায় পুরুষেরাই তো ঘরের বাইরে বেশি থাকে। সেই হিসেবে পুরুষের ত্বকের যত্ন নারীর চেয়ে বেশি হওয়াই তো বাঞ্ছনীয়। ঠিক তাই, মেয়েদের রুপচর্চার চেয়ে ছেলেদের রুপচর্চার গুরুত্ব বেশি না হলেও অন্তত কম নয়।

তবে রূপচর্চার ধরণ একেক জনের কাছে একেক রকম। সুন্দর করে সকলের কাছে নিজেকে উপস্থাপনের কলা কৌশলের প্রক্রিয়াই হলো রুপচর্চা। কিন্তু সৌন্দর্য শুধু ত্বক পরিচর্যার মাধ্যমে ফুটে উঠে না। এর সঙ্গে বেশ কয়েকটি বিষয়ের সমন্বয় ঘটাতে হয়। একটি সুন্দর ব্যক্তিত্ব এ সার্বিক সৌন্দর্যেরই অংশ। তাছাড়া স্বতন্ত্র ব্যক্তিত্ব গঠনের জন্য রুচিশীল সাজগোজ করাও প্রয়োজন। আর ছেলেদের সাজগোজের একটা বিরাট অংশ হচ্ছে চুল।

চুলের ফ্যাশনে ভিন্নতা একজন পুরুষকে অনেকটাই বদলে দিতে পারে। তাই সুন্দর চুল ও মানানসই হেয়ার স্টাইলের চাহিদাও নেহায়েত কম নয়। সাথে চাই সুঠাম গড়নের শরীর। এর পাশাপাশি প্রয়োজন পরিষ্কার-পরিচ্ছন্নতা, সুন্দর স্বাস্থ্য ও স্পষ্টভাষিতা ইত্যাদি। আর এই সব মিলিয়েই তো পুরুষের আসল সৌন্দর্য।ছেলেদের রূপচর্চা ও ত্বকের যত্ন নিয়ে তাই "WikiReZon" টীম এ অ্যাপটি ডেভেলপ করেছে।

অ্যাপটির play store লিংকঃ
https://play.google.com/store/apps/details?id=com.WikiReZon.ChelederRupchorcha

WikiReZon চ্যানেলের লিংকঃ
https://play.google.com/store/apps/developer?id=WikiReZon

ছেলেদের ত্বক মেয়েদের তুলনায় অনেক বেশি মোটা হয়। গ্রীষ্মের প্রচন্ড গরমে এই ত্বক আরো তামাটে ও নিষ্প্রাণ হয়ে যায়। কর্মজীবি পুরুষদের জন্য তো আরো বিপদ! অফিসে এয়ার কন্ডিশনার এর নিচে চেহারায় ও ত্বকে এক রকম প্রভাব আবার বাইরে বের হলেই মুখে গনগনে রোদের তীব্র ঝাপটা। তাছাড়া গরমে আবহাওয়ার তারতম্যের কারণেও ত্বকের উপর অনেক বিরূপ প্রভাব পড়ে। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, ধুলাবালির প্রলেপে ত্বক হয়ে যায় রুক্ষ, তামাটে ও ম্লান। ছেলেদের ত্বকের এই রুক্ষ ভাব দূর করতে স্বাভাবিকভাবেই অতিরিক্ত যত্নের প্রয়োজন।

ছেলের রূপচর্চা ও ত্বকের যত্ন

এবার শীতের কথায় আসা যাক। তখন সব বয়সী মানুষের ত্বকেই টান পড়ে। তাই অন্যান্য ঋতুর চেয়ে শীতকালে ত্বকের যত্ন ও রুপচর্চার গুরুত্ব কম নয়। শীতে ছেলেদের ত্বকের রুক্ষ ও খসখসে ভাব আরো বেড়ে যায়। ব্যস্ততা বা ছোটাছুটির মধ্যে অনেক ছেলে বা পুরুষেরই ত্বকের যত্ন সেইভাবে নেওয়া হয়ে উঠে না। কিন্তু ছেলেদের ত্বকের জন্য শীতেও চাই বাড়তি যত্ন।

সৌন্দর্য তো আর মেয়েদের নিজস্ব সম্পত্তি নয়! ছেলেরাও নিজেদেরকে অন্যের কাছে সুন্দর হিসেবে তুলে ধরতে চায়। নারীদের রুপচর্চার চেয়ে পুরুষের রুপচর্চার চাহিদাও তাই কম নয়। আর তাই মেয়েদের বিউটি পার্লার কিংবা মেকওভার স্যালুন এর সাথে পাল্লা দিয়ে পুরুষের রুপচর্চা ও ফিটনেস এর জন্য গড়ে উঠেছে অসংখ্য জেন্টস পার্লার। ছেলেরাও নেমেছে জন্মগত ত্বকের পরিচর্যার প্রতিযোগিতায়। ফেসিয়াল, স্পা, মেনিকিউর, পেডিকিউর সহ বিভিন্ন ধরণের চর্চায় আজকাল ছেলেদেরও দেখা যায়।

ছেলেদের ত্বকের পরিচর্যার জন্য নানা রকম কসমেটিকস আজকাল হাতের কাছেই পাওয়া যায়। হেয়ার অয়েল, হেয়ার জেল ও হেয়ার ক্রিম ব্যবহার তো খুব সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। রুপচর্চার জন্য হারবাল ও আয়ুর্বেদিক কসমেটিকস সামগ্রীও খুব একটা দুর্লভ নয়।

রুপচর্চার চাহিদার সাথে সাথে বাড়ছে রুপচর্চার সঠিক জ্ঞানের প্রয়োজনীয়তাও। নিয়ম না জেনে, না বুঝে নানা রকম কসমেটিকস ব্যবহার করাটা ত্বক ও স্বাস্থ্যের জন্য উচিৎ তো নয়ই, বরং এতে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা থাকে। তাই নিয়ম ও ব্যবহার বিধি জেনে তা ব্যবহার করা আবশ্যক। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই বাঞ্ছনীয়।

অ্যাপটির play store লিংকঃ

https://play.google.com/store/apps/details?id=com.WikiReZon.ChelederRupchorcha

এই অ্যাপ থেকে যা যা জানা যাবেঃ

  • - রূপচর্চায় বিশেষ দিন
  • - ছেলেদের সুন্দর ত্বকের জন্য করণীয়
  • - মুখের কালো দাগ দূর করার পদ্ধতি
  • - ছেলেদের ত্বকের জন্য কার্যকরী ঘরোয়া স্ক্রাব
  • - ছেলেদের ফেসিয়াল
  • - ফেইস ওয়াশ ব্যবহারের কিছু টিপস
  • - কোন ত্বকে কোন ফেইস ওয়াশ ব্যবহার উত্তম
  • - শীতে ছেলেদের ত্বকের যত্নে কিছু টিপস
  • - ছেলেদের জন্য সেরা ১০টি তৈলাক্ত ত্বকের ফেয়ারনেস ক্রিম
  • - ছেলেদের জন্য ১০টি টপ হোয়াইটেনিং ক্রিম
  • - ছেলেদের ত্বকের জন্য যা ক্ষতিকর
  • - ছেলেদের ব্রণ দূর করার টিপস
  • - ছেলেদের চুলের যত্নে করণীয়
  • - ঘরে বসেই চুলের যত্ন
  • - গরমে ছেলেদের চুলের কাট
  • - ছেলেদের কোকড়ানো চুল সোজা করার নিয়ম
  • - ছেলেদের চুল পাকা রোধে করণীয়
  • - ছেলেদের ঠোঁটের যত্নে করণীয়
  • - ছেলেদের নখের যত্নে করণীয়
  • - ছেলেদের হাত ও পায়ের যত্নে করণীয়
  • - সৌন্দর্য চর্চায় খাদ্যের ভূমিকা
  • - ছেলেদের যে খাবার গুলো খাওয়া উচিৎ
  • - দুই দিনেই ফুসফুসের সব ময়লা পরিষ্কার করার উপায়
  • - মেদ ভুরি কমানোর উপায়
  • - মেনিকিউর ও পেডিকিউরের ব্যবহার
  • - রূপচর্চায় প্রসাধনীর ব্যবহার
  • - পুরুষদের রূপচর্চায় পরামর্শ
  • - সৌন্দর্য চর্চায় ৫টি ভুল
  • - কর্মজীবী পুরুষদের জন্য টিপস

 

ইনশাআল্লাহ, অতি শীঘ্রই আরও কিছু প্রয়োজনীয় অ্যাপ রিভিউ নিয়ে আপনাদের কাছে হাজির হবো। নিয়মিত অ্যাপের আপডেট জানতে উপরের লিংকটিতে যে কোন সময় visit করুন অথবা প্লে-স্টোরে search box-এ ‘wikirezon’ লিখে সার্চ দিন। টিউনটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

Level 1

আমি শামসুল আরিফিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস