নগরবাসীদের বাগান সহযোগিতায় চালু হলো আজকের কৃষি এপ্স

নগরবাসীদের বাগান সহযোগিতায় চালু হলো আজকের কৃষি এপ্স ঢাকা নগরবাসী দিনকে দিন ছাঁদ এবং বারান্দায় বাগান করেই যাচ্ছে। কেউ মৌলিক বিষয় জেনে বাগান করছে আবার কেউ কেউ না জেনেই করে ফেলেছে একটি সুন্দর বাগান। কিন্তু যারা মৌলিক বিষয় না জেনেই বাগান করে ফেলেছে তারা একটা সময়ে বাগান নিয়ে থাকেন বিপাকে কারন বাগান তো করেছে কিন্তু নিয়মিত বাগানে যে সমস্যা গুলো দেখা দেয় তার সমাধান পাবেন কি করে?

বাগান করা হয়তো খুব সহজ কিন্তু বাগানের পরিচর্যা অনেকটা কঠিন কারন আমরা যারা যারা বাগান করি তারা শখেই বাগান করি আর শখের তোলা নাকি আশি টাকা কিন্তু এই শখটুকু আমাদের মাটি হয়ে যায় বাগান করার পরে তা পরিচর্যার কারনে এবং সমস্যার সমাধান না পাবার কারনে। নগরবাসীর এই বাগান করা থেকে শুরু করে বাগান পরিচর্যা এবং নিয়মিত সমস্যার সমাধান দেয়ার জন্য ‘আজকের কৃষি” নামে একটি প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করছে ২০১৪ সাল থেকে প্রথমে একটি ওয়েবসাইট দিয়ে শুরু করেন তাদের যাত্রা আর তা এখন নগরবাসীকে সেবা দেয়ার জন্য তৈরি করেছে একটি বাংলা এপ্স।

এই এপ্স থেকে গোটা বাংলাদেশের কৃষি নিয়ে কাজ করতে আগ্রহী নতুন নতুন কৃষি উদ্যোক্তারা যেমন সেবা পাচ্ছে তেমনই সেবা পাচ্ছে  নগরবাসী ছাঁদ বাগান প্রেমী বন্ধুরাও। এপ্সটিতে মৌলিক বিষয়ের পাশাপাশি বাগান করবে কিভাবে কি কি গাছ লাগাবে এবংনিয়মিত যেসব সমস্যার মধ্যে তারা পরে তার সমাধান বিভিন্ন আর্টিকেলের মাধ্যমে টিউনে দেয়া আছে এছাড়াও এই এপ্সের মধ্যে পরামর্শ নিন নামে একটি বিভাগ আছে যেখান থেকে কোন একাউন্ট করা ছাড়াই যে কোন যে কোন স্থানে বসেই তার ছাঁদ বাগান অথবা কৃষির যে কোন সমস্যার সমাধানের জন্য সাপোর্ট পেতে পারেন সাথে সাথে ছবি তুলেও সমস্যার সমাধান নেয়া যায় এই এপ্স ব্যবহার করেই।

এই এপ্সটি ইন্সটল করার লিঙ্ক এখানে দেয়া হলো।   এই লিঙ্ক 

Level 0

আমি Iqbal Hossain Shimul। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় Iqbal Hossain Shimul,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।