Subway Surfer গেমের আনলিমিটেড কয়েন এবং কী পাওয়ার সবচেয়ে সহজ উপায়

এটি একটি আপডেটেড টিউন তাই আপডেটেড ফাইল সংযুক্ত আছে।
আমরা আমাদের এন্ড্রয়েড মোবাইলে অনেক এক্সাইটিং গেম খেলি। এদের মধ্যে অনেক জনপ্রিয় গেম রয়েছে যা আমাদের গেমিং এক্সপেরিয়েন্সকে করে তোলে রোমাঞ্চকর। আমার পার্সোনাল পছন্দের কিছু গেম হলো সাবওয়ে সার্ফার, টেম্পল রান, এজফল্ট, ক্যান্ডি ক্রাশ সাগা ইত্যাদি।

কিন্তু সমস্যা হয় তখন, যখন খেলতে গিয়ে কয়েন জোগাড় করে লেভেল পার হতে হয়। আমি জানি তোমাদের সবারই একই অবস্থা। তাই আমি নেট ঘেটে বিভিন্ন গেমের চিট কোড জোগাড় করেছি যা দিয়ে কোন গেমের লেভেল কষ্ট করে পার হতে হবে না। তাই আজ এমনি একটি জনপ্রিয় এবং আমার পছন্দের গেম সাবওয়ে সার্ফার এর আনলিমিটেড কয়েন এবং কী পাওয়ার সহজ কৌশল সবার সাথে শেয়ার করছি।


যারা এন্ড্রোয়েড ব্যবহারকারী তারা সাবওয়ে সার্ফার গেম কখনো খেলেননি এমন কাউকে পাওয়া যাবেনা দুনিয়ায়। এটি টেম্পল রান গেমের মতো হলেও এই দুই গেমের মধ্যে একটি পার্থক্য আছে। তা হলো, এই গেমে কোনো টেম্পল নাই! হা হা হা... একটু মজা করলাম।

যাইহোক নিচের স্টেপ গুলো ফলো করে আপনিও আনলিমিটেড কয়েন পেতে পারেন খুব সহজে।সতর্কতাঃ এর ফলে এই গেমের পুর্বের স্কোর মুছে যাবে। তো চলুন শুরু করা যাক।

  • স্টেপ ১: প্রথমে গেমটির পুর্বের ডাটা ক্লিয়ার করতে হবে সেটিংস থেকে।
    SETTINGS >> APPS >> SUBWAY SURF (আইকনে ক্লিক করুন) এবং CLEAR DATA তে ক্লিক করুন।

  • স্টেপ ২: এবার এখানে ক্লিক করে একটি এপস ডাউনলোড করে ইন্সটল করুন। এর ভেতর "com.kiloo.subwaysurf" নামে একটি ফোল্ডার পাবেন। এটি কপি করুন।
  • স্টেপ ৩: এবার কপি করা ফোল্ডারটি আপনার ফোনের ফাইল ম্যানেজার ওপেন করে নিচে দেয়া লোকেশনে পেস্ট করুন। Android >> Data
  • স্টেপ ৪: আপনার কাজ শেষ! এবার এনজয় করুন। এবার এই গেমের সব দরজা আপনার জন্য খুলে গেল।

ধন্যবাদ!

আমি ঝুমুর হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস