[No Root] গান থেকে কথা (Vocal)রিমুভ করুন একটি মাত্র অ্যাপ দিয়ে- Android User Only

আসসালামু আলাইকুম,আল্লাহর অসীম রহমতে আজকে আবারও আমি নতুন একটি টিউন নিয়ে ফিরেছি। আশা করছি আপনাদের ভাল লাগবে এবং কম বেশি সকলের কাজে আসবে এবং ভাল লাগবে সেই সাথে টেকটিউনস কে ধন্যবাদ আমাকে টিউন করার সুযোগ দেওয়ার জন্য।

তো চলুন শুরু করা যাকঃ-

আমার মতো অনকেই গান প্রিয় আছেন আশা করি মাঝে মাঝে মনে হয় গান এর লিরিক্সটা যদি বাদ দিয়ে শুধু মিউজিকটা প্লে করা যেত তাহলে নিজেই গানটা গেয়ে ফেলতাম, তাই না! হা এমনি আপ্স আজকে আপানাদের সামনে আনবো যা আপনি আপনার হাতের আন্ড্রয়েড দিয়েই হবে। এখানেই শেষ নয় সাথে রয়েছে রের্কড অপশন হা লিরিক্স বাদ দেয়ার নয় পাশাপাশি রয়েছে গান রের্কড করারও সুযোগ।
তো নিচের থেকে নামিয়ে নিন Apk টি

সাইজ  ১৩.৪ এমবি মাত্র

Download

তারপর চিরপ্রথা নিয়মেই ইন্সটল করুন আর উপভোগ করুন

tune টি মোবাইওল থেকে করা তাই ছোট খাটো কিছু ভুল থাকতে পারে তা ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো। আশা করি আবারো দেখা হবে ততোদিন  সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মেতে উঠুন প্রযুক্তির সুরে।

সবাকেই ধন্যবাদ

Level 2

আমি ফারহানুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তিন জনের কাছে তিনটা বিষয়ের কোন গুরুত্ব নেই- ১) নাস্তিকের কাছে ধর্মকথা ২) আস্তিকের কাছে নাস্তিকতা ৩) আর আমার কাছে ভদ্রতা আমি অভদ্র আছি,অভদ্রই থাকতে চাই। যে ভদ্রতা আমাকে দুর্বল বানিয়ে তুলবে,সেই ভদ্রতার ধার ধারতে চাই না। বরং দ্বিমত হও,আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়। বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে। বরং বুদ্ধির...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এর বিপরীত করা জায় এমন এপ্স থাকলে দিয়েন। মানে কথা থাকবে মিউজিক বাদ যাবে।