
MP3 হচ্ছে হালের সবথেকে জনপ্রিয় অডিও ফরম্যাট। এই MP3 গানে আমরা চাইলে টিউমেন্ট ও লিরিক যোগ করতে পারি। কিন্তু ছবি কি যোগ করতে পারি?
আমরা যখন ইন্টারনেট থেকে গান ডাউনলোড করি ওই গানটা রিয়েল প্লেয়ার বা উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে চালালে দেখা যায় গানটার সাথে ছবি ও কোন ওয়েব সাইটের লিঙ্ক। ছবি যোগ করা ছাড়াও আপনি চাইলে সহজে নিমিষে হাজার হাজার গান কয়েক সেকেন্ডেই সব গানের ট্যগ করতে পারবেন Audio Tagger Pro সফটওয়ার দ্বারা।
প্রথমে সফটওয়ারটা ডাউনলোড করুন।
তার ওপেন করুন
browse for audio তে ক্লিক করুন।

তারপর যে ফোল্ডারের গান গুলা টেগ করবেন সেই ফোল্ডার সিলেক্ট করুন। সিলেক্ট করে Tag অপশনে ক্লিক করুন।

টাইটেলে কিছু লিখবেন না। আর অই গুলা আপনার ইচ্ছা মত যেকোন কিছু লেখতে পারেন।অপশন থেকে File name tag করে দিন।

তারপর Add file থেকে আপনার ইচ্ছা মত ছবি দিতে পারেন।
apply করার পরে ok করে দিবেন আপনার কাজ শেষ।
আমি সিয়াম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i also new post crecate.