Evolve SMS, যা আপনার ফোনের ডিফল্ট এসএমএস থেকে বেশি কিছু

কেমন আছেন বন্ধুরা? নিশ্চই ভালো? আমিও ভালো আছি! আজকে আপনাদের সাথে কথা বলবো একটি ম্যাসেজিং এপস নিয়ে। আপনারা জানেন প্রতিটা মোবাইলের ডিফল্ট SMS System টা একটু গতানুগতিক এবং তুলনামুলক কম স্টাইলিশ। Default Messaging এপস এ অনেক কিছু করা যায়না। বলতে গেলে সীমাবদ্ধ এর সব কিছু। কিন্তু আমি আপনাদের সাথে এমন একটি এপস নিয়ে কথা বলবো যা আপনাদেরকে ম্যাসেজিং করার ধারনাই পাল্টে দেবো। মোট কথা এই ছোট্ট এপস দিয়ে আপনারা ম্যাসেজিং এর পাশাপাশি আরো অনেক কাজ করতে পারবেন যা Default Messaging এপস দিয়ে সম্ভব নয়। ভাল কথা, আপনাদেরকে তো এপসের নাম-ই বলা হলো না। এই এপসের নাম হলো Evolve SMS.
চলুন এক নজরে এই এপস দিয়ে আপনারা কি কি সুবিধা পাবেন তার একটা বর্ণনা জেনে নেই:
- A beautiful and smooth interface for sliding between conversations so everything is just a swipe away
– Full multimedia support including sending pictures, videos, audio, contacts, GIFs and your location
– A popup that allows you full access to anything in the app and looks great
– Group messaging support
– Full Light Flow support
– 2 different widgets with lock screen support
– Swipe to delete conversations
– Batch deleting messages
– Archiving messages
– Fully customizable notifications
– Password protection
– Full emoji support (850+ emojis, Android or iOS 7 style)
– Android Wear support
– Desktop messaging through Push bullet and Endless Jabber
– And much more 🙂
আপনাদেরকে আমি এই এপসের সাথে আন-লকার এড করে দিয়েছি। কেননা, আপনা সবাই জানেন প্লে ষ্টোরের এপস গুলোর মধ্যে যে গুলো পেইড ভার্সন, নেই গুলোতে সুবিধা বেশি পাওয়া যায়।
আনলকার ভার্সনে আপনারা যেই সুবিধা পাচ্ছেন তা হলো:
মেমোরী কার্ড এ ম্যাসেজ সেভ করার সুবিধা।
SMS এর টাইম সেটিং করে রাখা অর্থাৎ টাইম অনুযায়ী বিভিন্ন নম্বরে sms অটোমেটিক চলে যাবে।
আপনি চাইলে যার সাথে sms করছেন তাকে আপনার লোকেশন জানানো।
এছাড়াও আরো অনেক সুবিধা আছে যা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন। তাহলে আর দেরী না করে এখনি ডাউনলোড করে নিন এই সুন্দর এপস টি।

এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন

আমি ঝুমুর হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস