কয়েকটি রুট অ্যাপ ডাউনলোড করে নিন

প্রয়োজনীয় কিছু রুট অ্যাপ রয়েছে যা আপনার ফোনে খুবই দরকার কারন যেকোনো ব্যবহারকারী ফোন রুট করে বাড়তি সুবিধার জন্য। যদি আপনার মোবাইল ফোনে এই অ্যাপগুলি না থাকে তবে আপনি ফোন রুট করে কি সুবিধা তাই বুঝতে পারবেন না।
যদি আপনার ফোন রুট করা না থাকে তাহলে নীচের অ্যাপটা ব্যবহার করে ফোন রুট করে নিতে পারেন। অ্যাপটি ডাউনলোড করে ডাটা কানেকশন অন করে রুট এ ক্লিক করলে সাথে সাথেই রুট হয়ে যাবে।

রুট অ্যাপটি ডাউনলোড করুন kingroot

অ্যাপটি ইনস্টল করার জন্য লিঙ্কে গিয়ে Free Download এ ক্লিক করবেন। এরপর code দিয়ে Download File এ ক্লিক করলে নীচের app টির নাম দেখাবে সেখানে ক্লিক করুন।

app

অ্যাপগুলি নিয়ে আলোচনা করি

Disk Digger Pro

অ্যাপটির সাইজ 1MB। অনেক সময় দেখা যায় ফোন থেকে ভুলবশত কোন ফাইল ডিলিট হয়ে যায়। কিন্তু ফাইলগুলি প্রয়োজনীয়। এই অ্যাপটির সাহায্যে আপনি ডিলিট হয়ে যাওয়া বেশিরভাগ ফাইলই ফিরে পাবেন।

Greenify Pro donation Pack
এই অ্যাপটির সাইজ 3.5MB। অ্যান্ড্রয়েড ফোনের বড় ধরনের অসুবিধা হল চার্জ না থাকা। এই অ্যাপটি আপনার ফোনে ব্যাকগ্রাউন্ডে চলা সব অ্যাপকে এক ক্লিকে বন্ধ করে দিবে তাই চার্জ থাকবে আগের চেয়ে ২ গুন বেশি।

Xposed

Xposed অ্যাপটির সাইজ 700KB। এই অ্যাপ এর সাহায্যে আপনি ফোনকে ইচ্ছামত কাস্টমাইজ করতে পারবেন। এমনকি সেটিং থেকে আপনার ছবিও অ্যাড করতে পারবেন।

বিস্তারিত

Level 0

আমি মাহাবুবা জান্নাত মিমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস