মিউজিক প্লেয়ার হিসেবে অসাধারণ এই এপস টি! যা আপনার গান শোনার অনুভুতিই পাল্টে দেবে

কেমন আছো বন্ধুরা? নিশ্চই ভালো! সবাইকে আমার পক্ষ থকে আন্তরিক শুভেচ্ছ ও সালাম। আসসালামু আলাইকুম। আর আশা করছি আপনারা সবাই ঈদ খুব আনন্দ আর খুশির সাথেই পালন করছেন। আগেই বলে রাখি ভুল হলে ক্ষমা করবেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমরা তো সবাই কম বেশি গান শুনি! গান শুনতে কার না ভাল লাগে বিশেষ করে আপনার হাতের প্রিয় অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে। আমরা শুনতে শুনতে মোবাইলের চার্জ শেষ করে ফেলি তাও গানের স্বাদ মিটেনা। কিন্তু কখনো কখনো মিউজিক প্লেয়ার টি যখন একটু সাধারন মানের হয় তাহলে গান শুনে তেমন মজা পাওয়া যায়না, তাইনা? আচ্ছা আপনি ভাবেন তো আপনার মিউজিক প্লেয়ারের কালার আপনি ইচ্ছামত পরিবর্তন করতে পারছেন। তাহলে কেমন হবে। এক এক সময় একে এক রঙ। কি সুন্দর, তাইনা? ভাবতেই ভালো লাগে। কি? তাইতো…
আজ আমি আপনাদের এইরকম একটা মিউজিক প্লেয়ার উপহার দিবো সম্পুর্ন ফ্রী তে। মিউজিক প্লেয়ারটার নাম হচ্ছে “shuttle+”.

“shuttle+” সম্পর্কে আসুন কিছু জেনে নিই

•আপনি এতে ইচ্ছামত কালার পরিবর্তন করতে পারবেন।
•লিরিক্স যুক্ত করতে পারবেন।
•এতে রয়েছে ৬ ব্যান্ড এর equlizer সাথে bass boost ও করতে পারবেন।
•id3 ট্যাগ এর সুবিধা।
•আর্ট ওয়ার্ক ডাউনলোড এর সুবিধা।
•ডার্ক এবং লাইট থিম।
•স্লিপ টাইমার (ইচ্ছে মত টাইম সেট করতে পারবেন)
•ফোল্ডার ব্রাউসিং এর সুবিধা।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

সবাইকে ধন্যবাদ!

আমি ঝুমুর হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস