Best Bangla Islamic Apps: অর্থপূর্ণ নামায (সালাত) শব্দসহ

আলহামদুলিল্লাহ, এই টিউন এর পূর্বে আরেকটি গুরুত্বপূর্ণ Islamic Abdroid Apps নিয়ে টিউন করেছিলাম। যারা ওই টিউন টি দেখেননি তাদেরকে দেখার জন্য অনুরধ করা হলো। Link: Best Bangla Islamic Apps: দোআ ও যিকির (হিসনুল মুসলিম)

best bangla islamic android apps

 

 

 

 

 

 

 

 

Best Bangla Android Islamic Apps (অর্থপূর্ণ নামায (সালাত) শব্দসহ)

Download Link: https://play.google.com/store/apps/details?id=com.greentech.salatbn

নামাযে (সলাতে) আল্লাহর সামনে দাঁড়িয়ে কি বলছেন তা কি জানেন??
অর্থপূর্ণ নামায (সলাত) এমন একটি অ্যাাপ যার দ্বারা আপনি নামাযের পঠিত সূরা, তসবিহ, দোআ ইত্যাদির অর্থ (প্রতিটি শব্দের অর্থ সহ) শিখতে পারবেন। আর এর দ্বারা আপনি আল্লাহর সামনে দাড়িয়ে কি বলছেন তা বুঝতে পারবেন এবং সলাতে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ।

এতে আছে:

১। সলাতে(নামাযে) পঠিত সূরা, তাসবিহ, দোআর অর্থ

২। সূরা ফাতিহাহ এবং শেষ ১৩ সূরা

৩। শব্দে শব্দে অনুবাদ, গভীর শাব্দিক এনালাইসিস ও তাফসির আহসানুল বায়ান

৪। সলাতের ওয়াক্ত, ওয়াক্ত নোটিফিকেশান এবং কিবলা

৫। Pinch zoom করে মন মত ফন্ট সাইজ পরিবর্তন করে নিন

৬। ছবি ও লেখা শেয়ার করার সুবিধা

৭। কোন অ্যাড নেই!

৮। নামাযের সময়সূচী দেখার জন্য উইজেট সুবিধা

আল্লাহ কুরআনে বলেনঃ
“এবং আমার স্মরণার্থে নামায কায়েম কর” (২০:১৪),
“নিশ্চিতভাবে সফল মু’মিনরা, যারা নিজেদের নামাযে বিনয়াবনত”(২৩:১-২),
“...এবং নামায কায়েম কর। নিশ্চয় নামায অশ্লীল ও খারাপ কাজ হতে বিরত রাখে, এবং আল্লাহকে স্মরণ করাই সর্বশ্রেষ্ঠ কাজ...” (২৯:৪৫)

উপরের তিনটি আয়াত পড়ে আমরা বুঝতে পারছি যে নামায আমাদের আল্লাহকে স্মরণ করাবে, বিনয়াবনত করবে এবং অশ্লীল ও খারাপ কাজ হতে বিরত রাখবে। কিন্তু বাস্তব চিত্র কি? আমরা নামাযে দাড়িয়ে ব্যবসা-বাণিজ্য, চাকরি, কৃষি-ক্ষেত, পরিবারের সমস্যা, দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে থাকি। আমরা মহাপরাক্রমশালী, মহাসম্মানিত, অতীব মর্যাদাবান আল্লাহর সামনে কতটুকু বিনয়াবনত? লক্ষ কোটি মুসলিম প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামায আদায় করার পরপরেই তারা ইসলামের চোখে অশ্লীলতা ও অন্যায়ে লিপ্ত হচ্ছে (যেমন সুদ খাওয়া, মিথ্যা বলা,গালা-গালি করা, গীবত করা প্রমুখ)। এসব কেন হচ্ছে??

কারণ আমরা জানিনা নামাযে দাঁড়িয়ে, কুরআন তিলাওয়াতে, সিজদাতে, রুকুতে ও বৈঠকে বসে আমরা কি পড়ি।

এমতাবস্থায় নামায কেবল একটা প্রথা যা আমরা না বুঝে বলে যাচ্ছি। এই কি শিক্ষিত জাতির নমুনা? নামাযে কি পড়ছেন তা আজ জানা জরুরী।
"কেউ হেদায়েতের দিকে আহ্বান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরন করেছে তাদের সোওয়াবের কোন কমতি হবে না।" [সহিহ মুসলিমঃ ২৬৭৮]

আপনার অত্মীয়-সজন, বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করুন,
আল্লাহ আমাদেরকে ইহকাল এবং পরকালে কল্যাণ দান করুন।

মন চাইলে আমার ব্লগ থেকে একটু ঘুরে আসতে পারেন

Level 1

আমি মধু বিশেষজ্ঞ আলামিন। Founder & CEO, KhatiModhu.com, Kaliganj, Jhenaidah। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি আলামিন হোসেন। বর্তমানে অবস্থান করছি ঝিনাইদহ জেলাতে। আমি মধু নিয়ে গবেষণা করতে ও খাঁটি মধু মানুষের মাঝে পৌঁছে দিতে খুব ভালোবাসি। Website: https://khatimodhu.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ। অনেক সুন্দর হয়েছে টিউনটি – JSC Exam Result 2016

জিরো ডিগ্রী ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ 🙂

ধন্যবাদ আলামীন সুন্দর টিউনের জন্য। আরো বেশি বেশি ইসলামিক টিউন চাই।

    মামু ইন্সপায়ার করার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।