
রুট নিয়ে মানুষের প্রশ্নের শেষ নেই। রুট কি, কিভাবে করে, কেন করে এসব প্রশ্নের ছড়াছড়ি। এইসব প্রশ্নের উত্তর দিচ্ছে অ্যাপ কিংরুট।
রুট করার কয়েকটি Strategy আছে।
Kingroot apk ডাউনলোড করে ইনস্টল করুন।এরপর ফোনের সব ধরনের অ্যাপ ডিলিট করে দিন যেমন- আন্টি ভাইরাস, ক্লিনার, সিকিউরিটি অ্যাপ।
তারপর সরাসরি চলে যান ফোনের Setting -> Accessibility -> KinGroot on এ। এবার ফোন এর Setting -> Security -> Administrative Option -> KinGroot active করে নিন।
এরপর Network Connection On রেখে KinGroot ওপেন করুন। কিছুক্ষন অপেক্ষা করতে হবে। কিংরুট Try to Root বাটন দেখালে ক্লিক করুন এবং অপেক্ষা করুন। প্রসেস চলতে থাকবে। মোবাইল ফোনটি এই প্রসেস এর মাঝে রিস্টার্ট নিতে পারে।
এখন KinGroot successful দেখালে Kingroot এ ঢুকলেই এরকম দেখাবে।

অনেক সময় এমন হয় যে প্রথম বারে কিংরুট হচ্ছে না। তখন KinGroot এর Clear Data অথবা Cache দিয়ে আবার পুনরায় চেস্টা করতে হবে।
যদি ফোনে উপরের strategy কাজ না করে তবে এই লিঙ্ক এ যান, তারপর আপনার ফোনের নেইম বা মডেল-আর রুট লিখে সার্চ করুন। এতে যে সার্চ রেজাল্ট আসবে তা ফলো করুন। এভাবে ফোন রুট করতে পারবেন আশা করি।
উক্ত সার্চ এ কাজ না হলে সরাসরি এই লিঙ্ক এ ভিজিট করুন https://www.google.com/
এর পর আপনার ফোনের নেইম বা মডেল-আর রুট লিখে সার্চ করুন, তারপর রেজাল্ট ফলো করুন।

অ্যাপটি ডাউনলোড করতে এবং তথ্য সংগ্রহ জানতে ক্লিক করুন।
আমি মাহাবুবা জান্নাত মিমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
রুট বিস্তারিত অনেক তথ্য আছে এখানে। goo.gl/4Mdr05