অ্যানড্রয়েড ফোন এখন হৃৎস্পন্দন মাপক যন্ত্র

আধুনিক যুগে কি না করা যায় স্মার্টফোন দিয়ে? কথা বলার পাশাপাশি গান শুনা, ছবি তোলা সব কিছুর সাথে এখন আপনি হৃৎস্পন্দনও মাপতে পারবেন মোবাইল ফোন দিয়ে। সব কিছুই এখন মানুষের হাতের মুঠোয়।
চিকিৎসকের কাছে না ছুটে এখন ঘরে বসেই স্মার্টফোনের সাহায্যে মেপে নেয়া যাবে হৃৎস্পন্দন। অ্যানড্রয়েড অ্যাপ্লিকেশন Instant Heart Rate দিচ্ছে আপনাকে এই সুবিধা।

heart rate

গুগল প্লেস্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল নিতে পারেন খুব সহজেই।
এর সাইজ ৩৩.৬৪ এমবি। এই অ্যাপটি সব ধরনের অ্যানড্রয়েড ফোনেই ইনস্টল করা যাবে। এখন অ্যাপটি ব্যবহারকারীর সংখ্যা পর্যন্ত ২৫ বিলিয়ন।

heart rate

হৃৎস্পন্দন মাপক অ্যাপটির ফিচারসমুহ

আপনার তর্জনীর ডগা ফোনের ক্যামেরার উপরে রাখুন, এর কয়েক সেকেন্ড পরেই আপনি আপনার হার্টরেট দেখতে পাবেন।এতে আছে তথ্য সংরক্ষণের সুবিধা। বিভিন্ন সময় হৃৎস্পন্দন বিভিন্ন হতে পারে। তাই পরে সংরক্ষিত তথ্য এর যাচাই করা যাবে।

heart rate

অ্যাপটি ব্যবহারের সময় শুধু ক্যামেরা এবং ফ্ল্যাশ লাইট কাজ করে। অ্যাপটি সম্পূর্ণ অফলাইনে কাজ করবে। তাই একবার ডাউনলোড ও ইনস্টল করে নিলে পরে আর ইন্টারনেট সংযোগের প্রয়োজন পরবে না।
এছাড়া হৃৎস্পন্দনের তথ্য আপনি বিভিন্ন সামাজিক মাধ্যমেও শেয়ার করতে পারবেন,সেই সুবিধাও রয়েছে।

heart rate

অ্যাপটির কার্যকারিতা

১. হৃৎস্পন্দন পরিমাপ।
২. রিয়েল সময় PPG গ্রাফ (ইসিজি/ইকেএফ অনুরূপ)- আপনার প্রতি হার্টবীট দেখুন।
৩. হৃৎপিণ্ড সংক্রান্ত WorkOut পর্যবেক্ষণ করুন।
অ্যাপটি ফ্ল্যাশের সাথে ফোনে ভাল কাজ করে। তাই ফ্ল্যাশ ছাড়া কোন ডিভাইস ব্যবহার করতে গেলে পর্যাপ্ত পরিমানে আলো থাকার ব্যাবস্থা থাকা উচিত।
তবে অ্যাপটি চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয়ের জন্য ব্যবহার করা উচিত না।
ডাউনলোড লিঙ্ক ও সংগ্রহ জানতে ক্লিক করুন

Level 0

আমি মাহাবুবা জান্নাত মিমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Pro Ase Amar Kase. Lagbe Na Ki?