রিলিজ হল নামাজ সম্পর্কে সম্পুর্ণ ব্যাতিক্রমধর্মী অ্যাপ “সহীহ নামাজ” এর ২য় ভার্সন

আসসালামু আলাইকুম, আল্লাহর অশেষ রহমতে বাংলা ভাষায় নামাজের বিভিন্ন বিষয় সম্পর্কে "সহীহ নামাজ" অ্যাাপটি রিলিজ করা হল। কি কি জানতে পারবেন এই অ্যাপ্লিকেশন থেকে ? আসুন দেখা যাকঃ

১। নামাজের নিয়ম সম্পর্কে এমন কিছু তথ্য যা আপনি ভাবতেন যে আপনি জানেন, অথচ আপনি জানেন না ! বিশেষ বিশেষ ক্ষেত্রে ছবি সহ ভুল এবং সঠিক বিষয়গুলোকে আলাদা করে দেখানো হয়েছে।

২। নামাজে মনোযোগ ধরে রাখার নিয়ম সম্পর্কে সহজ কিছু উপায় যা অনেক কাজে লাগবে। অনেকেই নামাজ পড়ে কিন্তু নামাজে মনোযোগ ধরে রাখতে পারেনা।যারা নামাজে মনোযোগ ধরে রাখার কৌশল সম্পর্কে জানতে চান, তারা এই অ্যাপটি ডাউনলোড করে দেখতে পারেন। উপকার পাবেন ইনশা-আল্লাহ।

৩। নিয়মিত নামাজ পড়ার অভ্যাস গড়ে তোলার নিয়ম এবং হঠাৎ করে নামাজ ছেড়ে না দেওয়ার অভ্যাস থেকে ফিরিয়ে আনা।বিশেষ করে এই সমস্যায় অনেকেই পড়ে।একদিন হঠাৎ করে ডিসিশন নেয় যে নামাজ পড়া শুরু করবে,কিছুদিন যাওয়ার পর হঠাৎ করেই আবার নামাজ ছেড়ে দেয়।কোন চিন্তাধারার কারণে মানুষ এটা করে এবং কিভাবে এই সমস্যা থেকে কাটিয়ে উঠা যায় সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে।

৪। নামাজ ও আনুষঙ্গিক বিষয়ে কমন কিছু প্রশ্ন এবং এর উত্তর।

৫। নামাজের ভিতরে কয়েকটি জায়গায় বিশেষ বিশেষ প্রয়োজনীয় অর্থ যা আমাদের সবারই জানা প্রয়োজন।

৬। গুরুত্বপূর্ন কিছু হাদীস ও দোয়া এবং দোয়া করার নিয়ম।

৭। সবশেষে আরও কিছু ভালো ভালো ইসলামিক অ্যাপ্লিকেশন সম্পর্কে তথ্য এবং সেগুলোর ডাউনলোড লিংক।

এখন আসুন দেখা যাক, কি কি সুবিধা আছে এই অ্যাপ্লিকেশন ব্যবহারেঃ

১। মোবাইল ডিসপ্লে ফ্রেন্ডলি। যেকোন সাইজের ডিসপ্লেতে খুব সহজে এবং ভালোভাবেই পড়তে পারবেন। আলাদা করে জুম করে পরার কোন প্রয়োজনীয়তা নেই। এই পর্যন্ত ৩.৫ ইঞ্চি ডিসপ্লে থেকে শুরু করে ৪, সাড়ে ৪ ইঞ্চি , ৫ ইঞ্চি এমনকি ৭ ইঞ্চি ডিসপ্লেতে টেস্ট করা হয়েছে। কোন সমস্যা ধরা পড়ে নাই এবং খুব সহজেই পড়া যাচ্ছে।

২। যেখান থেকে পড়া শুরু করবেন এবং যেখানে যেয়ে পড়া শেষ করবেন , পরবর্তীতে ঠিক সেখান থেকেই আসবে।নতুন করে খুঁজে বের করা লাগবে না।

৩। সত্যিকারের বইয়ের পাতা উল্টানোর মতো অ্যানিমেশন এবং সাউন্ড। এই অ্যাপ্লিকেশন ব্যবহার করার সময়ে মনে হবে আপনি কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন না বরং সত্যিকারের বই পড়ছেন। রিয়েল এনিমেশন,রিয়েল পাতা উল্টানোর সাউন্ড।

8। খুবই ছোট অ্যাপ্লিকেশন, মাত্র ২ এমবি সাইজ

নতুন কি আছে,ভার্সন ২ তে?

> ভার্সন ১ সাধারণত পাবলিকলি রিলিজ করা হয়নি।বেশ কয়েকটি খুঁটিনাটি সমস্যা ছিল ভার্সন ১ এ, এগুলো ঠিক করা হয়েছে।এবং আরও নতুন কিছু তথ্য যোগ করা হয়েছে।

> অ্যাপ্লিকেশনের সাইজ অনেক কমিয়ে আনা হয়েছে।ভার্সন ১ ছিল ৫ মেগাবাইট এর মত , কিন্তু ভার্সন ২ তে আর নতুন কিছু তথ্য সংযোজন করার পড়েও সাইজে কমিয়ে আনা হয়েছে ২ মেগাবাইটের কোঠায়।

আপনাদের সুবিধার্থে অনেকগুলো ডাউনলোড লিংক দেওয়া হল

ডাউনলোড লিংকঃ

. ডিরেক্ট লিংকঃ https://archive.org/download/SohihNamajV2/Sohih%20Namaj%20v2.apk

. গুগল ড্রাইভ লিংকঃ https://drive.google.com/open?id=0B8XsbLKzZwa5VjhoeGpGa1k1aG8

. ড্রপবক্স লিংকঃ https://dl.dropboxusercontent.com/u/77456631/bnsalat/Sohih%20Namaj%20v2.apk

. মিডিয়াফায়ার লিংকঃ http://www.mediafire.com/?c887ocodhgv1wjb

. সোর্স-ফোর্জ লিংকঃ https://sourceforge.net/projects/salatbn/files/Namaj%20Shikkha%20Bangla/Sohih%20Namaj%20v2.apk/download

বিঃদ্রঃ এই অ্যাপটি এন্ড্রয়েড সংস্করণ ৫।০ (ললিপপ) পর্যন্ত সাকসেসফুল ভাবে টেস্ট করা হয়েছে।

যারা এন্ড্রয়েড ৫.১ বা ৬.০ ইউজ করেন,তারা সরাসরি এই বইয়ের পিডিএফ ভার্সন ডাউনলোড করে পড়তে পারবেন। সাধারণত সব এন্ড্রয়েড ফোনেই বিল্ট ইন পিডিএফ রিডার দেওয়া থাকে।তাই আলাদা কোন সফটওয়্যার এর ঝামেলা ছাড়াই পড়া যাবে।

পিডিএফ ডাউনলোড লিংকঃ

ডিরেক্ট লিংকঃ https://archive.org/download/sohih-namaj-v2/sohih-namaj-v2.pdf

গুগল ড্রাইভ লিংকঃ https://drive.google.com/open?id=0B8XsbLKzZwa5SFl1VVp0T0VzRkk

ড্রপবক্স লিংকঃ https://dl.dropboxusercontent.com/u/77456631/bnsalat/sohih-namaj-v2.pdf

মিডিয়াফায়ার লিংকঃ http://www.mediafire.com/?fbxl5mt903rpplt

সোর্স-ফোর্জ লিংকঃ https://sourceforge.net/projects/salatbn/files/Namaj%20Shikkha%20Bangla/sohih-namaj-v2.pdf/download

আর আইফোন,উইন্ডোজফোন ব্যবহারকারীরাও এই পিডিএফ ডাউনলোড করে পড়তে পারবে।

আশাকরি,সবার কাছেই এই অ্যাপ্লিকেশনটি ভালো লাগবে এবং ডাউনলোড করে ব্লুটুথ বা ShareIt দিয়ে বন্ধু বান্ধব এবং পরিবার পরিজনসহ সবাইকে দিয়ে দিবেন যাতে তারাও উপকৃত হতে পারে।

Level 0

আমি টি রেক্স আইটি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস