
বাংলাদেশে এই প্রথমবার এর মতো চালু হল শিক্ষা বিষয়ক অ্যাপ “প্রশ্নের উত্তর”
বর্তমান শিক্ষা পদ্ধতি এতটা খারাপ হয়ে গিয়েছে যে ছাত্র-ছাত্রী রা পড়াশুনা করতে ভয় পায়। সব থেকে খারাপ অবস্থা হয় যারা ভার্সিটি পরীক্ষা এর জন্য পড়াশুনা করে। কারন তাদের সবসময় সাধারন জ্ঞান, বাংলা, ইংরেজি MCQ নিয়ে পড়াশুনা করা লাগে। অনেক সময় অনেক প্রশ্নের উত্তর খুজে পাই নাহ। আমরা সবাই চাই আমাদের দেশ অনেক আধুনিক হোক সব দিক থেকে। পড়াশুনা জিনিশ টা সবাই অনেক আনন্দের সাথে করুক। একজন ছাত্রকে ১০০ টি MCQ এর উত্তর খুজতে হলে তাকে অনেক গুলা বই খুজতে হবে এবং ব্যাপারটা অনেক সময় সাপেক্ষও বটে। কিন্তু এই কাজটি যদি অনেক সহজে এবং কম সময় এ করা যায় তাহলে বাকি সময়টি সে অন্য কোন বিষয় নিয়ে পড়াশুনা করতে পারবে।
তাই বাংলাদেশ এর কিছু তরুন ছাত্র মিলে এমন একটি উদ্যোগ নিয়েছে। “প্রশ্নের উত্তর” অ্যাপ এর মাধ্যমে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান বিষয় এর প্রশ্নের উত্তর পাবেন।
এই অ্যাপ টি প্লে-স্টোরে ফ্রী তে পাওয়া যাবে। অ্যাপ টি ইন্সটল দিয়ে ওপেন করলে একটা সার্চ বক্স আসবে। আপনার কাঙ্খিত প্রশ্ন লিখে নিচের “উত্তর” লিখা বাটন এ ক্লিক দিলেই আপনি উত্তর পেয়ে যাবেন। অ্যাপ টি কিভাবে ব্যবহার করবেন সেটা নিয়ে অ্যাপ এর ভেতরে একটা মেনু পাবেন "ব্যবহার বিধি" নামে।
অথবা নিচের লিঙ্ক থেকেও ডাউনলোড করতে পারবেনঃ
https://play.google.com/store/apps/details?id=com.anstoqus.app
আমি সাগর আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Do Something Unique For Bangladesh
ভাই অন্য লিং নাই?