যাকাতের হিসাব বের করবে এখন মোবাইল অ্যাপ

কালেমা, নামাজ, যাকাত, রোজা, হজ্জ ইসলামের পাঁচটি স্তম্ভ। জান্নাতে প্রবেশ করতে হলে সবাইকেই এই পাঁচটি স্তম্ভের উপর ভিত্তি স্থাপন করতে হবে।
আর যাদের হজ্জ ও যাকাত দেয়ার সামর্থ্য আছে তাদের অবশ্যই হজ্জ ও যাকাত দিতে হবে। ধনী গরীব সবাইকেই ফরজ কাজ গুলি আদায় করতে হবে। যাকাত সমাজের ধনীদের কাছে গরীবদের হক। আর সবাইকেই এটা পালন করতে হবে।
আর যাকাত দেয়ার কিছু হিসাব আছে।তাই যাকাত দেয়ার হিসাব সহজভাবে করতে ব্যবহার করা যাবে এখন এক ধরনের অ্যাপস। যার নাম Zakat Calculation অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করে আপনি মোট সম্পত্তির উপর ভিত্তি করে বর্তমান যাকাতের পরিমান জানতে পারবেন।
jakat
Total Gold and Silver Value : আপনার মোট সোনা ও রুপার পরিমান জেনে তার অর্থের পরিমান লিখুন।
Cash and Savings: আপনার মোট বীমার টাকা, ব্যাংকের টাকা ও নগদ টাকার পরিমান লিখুন।
Real Estate: বসবাসরত বাসা বাড়ী ব্যাতীত আপনার মোট জমি, ফ্ল্যাট ও অফিসের মোট জায়গার পরিমান নির্ধারণ করে তার অর্থের পরিমান লিখুন।
Other Profits: আপনার মোট বাসা ভাড়া, চাষবাস, ব্যাবসা ইত্যাদি খাত থেকে উপার্জিত মোট অর্থের পরিমান লিখুন।
Liabilities: আপনার কাছে পাওনা আছে এমন অর্থ যেমন ব্যাংক লোণ, ধার দেনা এবং বন্ধকী সম্পত্তি ইত্যাদির পরিমান নির্ধারণ করে মোট অর্থের পরিমান বাদ দেয়ার জন্য লিখুন।
Calculate: উপরের সব ঘর সঠিক ভাবে পুরন হয়ে গেলে নীচের Calculate বাটন চাপুন। তারপর পেয়ে যাবেন আপনার মোট অর্থের পরিমান অনুপাতে যাকাতের পরিমান।
উৎস জানতে এখানে ক্লিক করুন

Level 0

আমি মাহাবুবা জান্নাত মিমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস