ফটোশপ এখন আপনার ফোনে! বিশ্বাস না হলে এই এন্ড্রোয়েড এপস টি ইন্সটল করেই দেখুন

কেমন আছেন সবাই? এটা আমার প্রথম টিউন। আমি কম্পিউটারে ফটোশপ ব্যবহার করে খুব মজা পাই। আমার ছবিগুলোকে খুব সুন্দর করে সাজাতে খুব ভালোলাগে। বিশেষ করে বিভিন্ন ইফেক্ট দিয়ে ছবিগুলো আরও প্রাণবন্ত করে তুলতে আমার খুব মজা লাগে। তার উপর এখন ফেসবুকের যুগ। তাই যতোটা সম্ভব ছবিগুলো সুন্দর করে প্রোফাইল পিকচার বানাতে ফটোশপের জুড়ি নাই। আমি কম্পিউটারে এই কাজ গুলো করি। কিন্তু একদিন আমি আমার নানু বাসায় বেড়াতে গেলাম। আর একটা বিশেষ দরকারে আমার ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করার দরকার পড়লো। কি করি? ফেসবুকে তো যেন তেন ছবি দেয়া যায়না, তাই না? কিন্তু হাতের কাছে কোন কম্পিউটারও নাই! এই অবস্থায় মোবাইলই একমাত্র ভরসা! ঢুকে গেলাম প্লে স্টোরে। কিন্তু মনের মতো ফটো এডিটর পাইনা। অনেক ঘাটাঘাটির পর হটাৎ চোখে পড়লো "Droid Photoshop"। সাথে সাথে রিভিউ গুলো দেখা শুরু করলাম। সবার টিউমেন্ট খুব ভালো ছিলো আর সুবিধা গুলোও দেখে নিলাম। মনে মনে যা খুজেঁছিলাম তা পেয়ে গেলাম! কি যে খুশি লাগছিলো! কিন্তু ডাউনলোড করতে গিয়েই দেখি বিপত্তি! ৩ ডলার লাগবে (তোমাদের চিন্তা নাই, এটি তোমাদের জন্য আমি ফ্রি ডাউনলোড করার লিংক দিচ্ছি)! কি করি? আব্বুর মাস্টার কার্ড দিয়ে কিনে নিলাম এপস টি। এর ব্যবহার যে কতো সহজ তা বলে বোঝানো সম্ভব না। এটি আমার দেখা সবচেয়ে ভালো এপস ছবি এডিটিং করার জন্য। আর যে কেউ এটি দিয়ে কাজ করতে পারবে। কারন, এটির ফিচার এতই সহজ যে যারা কম্পিউটারের ফটোশপ জানেনা তারাও খুব ইজিলি ব্যবহার করতে পারবে। আজকাল ফেসবুকে ছবি নিয়ে এতো মাতামাতি, তাই ভাবলাম তোমাদের সাথে এটি শেয়ার করবো এবং এর ফ্রি ডাউনলোড করার লিংক দিয়ে দেবো। তো বন্ধুরা এক্ষুনি ডাউনলোড করে নাও এই অসাধারণ ছবি এডিটিং এর এপস টি ফ্রি আর নিজেকে বন্ধুদের মাঝে

ব্যতিক্রম করে তোলো।

এখানে ক্লিক করে ফ্রি ডাউনলোড করে নাও

আমি ঝুমুর হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস