ডাউনলোড করুন ক্লিন মাষ্টার (বুষ্ট এবং অ্যাপ লক)। অ্যান্ড্রয়েড ফোনের জন্য।।

টেকটিউস্-এ আজকে আমার প্রথম টিউন। যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাদের জন্য এই অ্যাপসটি অনেক কাজে আসবে। অ্যাপসটির নাম Clean Master(Boost & AppLock)। এই অ্যাপসটি দিয়ে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনকে সুরক্ষা রাখতে পারবেন। আপনার অ্যান্ড্রয়েড ফোনে এই অ্যাপসটি ডাউনলোড করা থাকলে আপনার অতিরিক্ত কোন ক্লিন মাষ্টার ব্যবহার করতে হবে না। আসুন এই অ্যাসটির ফিচার একনজরে দেখে নেই।

  • অ্যাপস্ লক করুন: এই অ্যাপসটি দিয়ে আপনি ফেসবুক, এস.এম.এস, ফোনবুক, গ্যালারী এবং আরও অন্য সকল অ্যাপস্ লক করে রাখতে পারবেন।
  • বেটারী সার্ভার: ব্যাটারী সার্ভার ব্যবহার করে সক্রিয় যে অ্যাপস্ গুলো চার্জ খায় সেগুলোকে সেভ করে।
  • আই-সুইপ: হোম স্ক্রিনে আই সুইপ ব্যবহার কর করতে পারবেন।
  • টেমফাইল ক্লিন: কয়েক লক্ষ টেমফাইল খুব দ্রুত এনাইলাইজ করে ক্লিন মাষ্টারের মাধ্যমে মুছে মুছে দিতে পারবে।
  • মেমোরী বুষ্ট: গেম লেখার মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের র‌্যাম জ্যাম হয়ে যায়, যার ফলে ফোনটি আর কাজ করতে চায় না এর জন্য দরকার মেমোরী বুষ্ট। বুষ্ট ব্যবহার করে মোবাইলের র‌্যাম পরিষ্কার করে দেয়। এটি সম্পূর্ণ অটোমেটিক অপটিমাইজেশন।
  • সিপিও কুলার: এই অ্যাপসটিতে আসে সিপিও কুলার। সিপিও কুলার থেকে আপনার মোবাইলের প্রোসেসর ঠান্ডা রাখবে।এখন বলতে পারেন অ্যাপসটিতে কি ফেন থাকে না কি? আসলে এই সিপিও কুলার প্রোসেসরকে গরম হতে দেয় না।
  • অ্যান্টিভাইরাস: এই অ্যাপসটির সবচাইতে বড় সুবিধা হচ্ছে অ্যান্টিভাইরাস। এই অ্যাপসটির মাধ্যমে অটোমেটি অ্যান্টিভাইরস দূর করবে।
  • গেম বুষ্টার: অটোমেটি ৩০% স্পিড এ গেম লান্স করবে। যার ফলে গেম খেলে খুব সুবিধা পাবেন। মানে গেমসটি সহজেই হ্যাক হবে না।

ডাউনলোড করতে নিচের লিংক থেকে ডাউনলোড করুন।

Download Here

সময় পেলে ঘুরে টেকস্পট থেকে ঘুরে আসুন- http://www.techspot.com.bd

Level 2

আমি রোহান বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 91 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

২৭-০৭-২০১৬ তারিখের প্রথম আলো পত্রিকার বিজ্ঞান-প্রযুক্তি পাতার খবর দেখুন – http://epaper.prothom-alo.com/view/dhaka/2016-07-27/14

ক্লিন মাস্টার সেসব এপসগুলোর মধ্যে অন্যতম যারা ব্যাটারি দ্রুত নিঃশেষ করে। সুতরাং এটা ব্যবহার করা উচিত নয়