ফোনের প্যাকেজ ইন্সটলার কে রুপান্তর করুন বাংলায় বা নিজের ভাষায়

আসসালামু আলাইকুম ও আদাত ভাই ও বোনেরা, কেমন আছেন??? আমি স সময়ের মত ভালোই আছি (খারাপ আছি জীবনে শুনছিলেন???)

আর অনেকে জানেন এবার আমার জেএসসি, তাই গ্রুপে সময় দিতে পারবো না। কিন্তু সমস্যা নাই, পরিক্ষার পর ধুমাইয়া
টিউটোরিয়াল দিমু কইলাম :p :v

জানি না মনে আছে কি নাই…… কয়েকদিন আগে আমি বাংলাফিকেশন নামে একটা টিউন করছিলাম, যদিও নাম টা আপ্নাদেরই দেয়া :p যেখানে পুরা “সেইরাম” বাংলা ভাষায় একটা
packageinstaller.apk দেখাইছিলাম। অনেকে কিভাবে করলাম জানতে চেয়েছিলেন। টিউটোরিয়াল টা লিখতে চেয়েছিলাম। কিন্তু পরিক্ষার জন্যে সময় পাইনি। সেজন্যে ক্ষমা চাচ্ছি :(

তাই আজ টিউটোরিয়াল টা লেখা শুরু করলাম, এই টিউটোরিয়ালটা পড়ে কাজ করার আগে নিচের শর্ত গুলো মেনে নিনঃ

১। রুট পারমিশন লাগবে ১০০%
২। এটা অ্যাডভান্স লেভেলের কাজ, তাই অ্যান্ড্রইড সম্পর্কে পর্যাপ্ত ধারনা না থাকলে কোনো ভাবেই এই টিউটোরিয়াল ফলো করবেন না।
৩। কাজ সম্পন্য করতে পিসি লাগবে।
৪। কাজটি করার আগে নিশ্চই স্টক রমের ব্যাকআপ রাখবেন।

কোনো কারনে ফোন ব্রিক হলে আমি ঠিক করতে সাহায্য করবো কিন্তু কোনো ভাবেই আমাকে দায়ি করতে পারবেন না

প্রথমে নিচের লিংক থেকে সফটওয়্যার গুলো আপনার পিসিতে ডাউনলোড করুন।

Java Development kit
Apktool
Notepad ++
Root Explorer.apk

তো কাম শুরুকরেন

প্রথমে Root Explorer দিয়ে আপনার ফোনের system/app থেকে packageinstaller.apk টা কপি করে আপনার পিসি তে রাখুন। এবার এপিকে টুল
এক্সট্রাক্ট করে Packageinstaller.apk টা সেখানে কপি করুন।
নিশ্চিত হয়ে নিন যে আপনার পিসি তে সঠিক ভাবে জাভা ইন্সটল হয়েছে। এটা করার জন্য স্টার্ট মেনু থেকে cmd.exe ওপেন করুন ও তাতে java লিখুন।
যদি রিপ্লে আসে “java is not recognized as an internel or externel command, oparable programe or batch file”
তাহলে বুঝবেন জাভা ইন্সটল হইনি, আবার ইন্সটল করুন জাভা।

 

যদি জাভা ইন্সটল ঠিক মত হয়ে থাকে তবে যেখানে এপিকে টুল ইন্সটল করছেন সেখানে যান, উপরের দিকে যেখানে আপনার ফোল্ডার টির অ্যাড্রেস লেখা আছে সেখানে ক্লিক করে সব মুছে দিয়ে “cmd” লিখুন।
এবার যেই বক্স টা আসবে তাতে লিখুন “java -jar apktool.jar”
এবার দেখুন সেই বক্সে এপিকে টুল ওপেন হয়েছে।
এবার আপনার ফোনের system/framework থেকে দুটি এপিকে পাবেন, সেই দুইটা কপি করে এপিকেটুল এর ফোল্ডারে রাখুন।
এবার এপিকেটুলের যেই উইন্ডো আছে তাতে লিখুন java -jar apktool.jar if Framework-res.apk
installed লেখা উঠলে নিচের কমান্ড টা লিখুন
যদি MTK (CHINA) ফোন হয়ে তবে লিখুন java -jar apktool.jar if mediatek-res.apk
যদি Touchwiz রম হয়ে তবে লিখুন java -jar apktool.jar if twframework-res.apk
অথবা যা framework-res.apk সহ আরেকটি যে এপিকে আছে তার নাম
লিখুন এইভাবে java -jar apktool.jar <apk name.apk>

এবার ধাপ এক শেষ। পরের ধাপ টা শুরু করলাম। মাথা ব্যাথা উঠলে একটু চা কফি খাইয়া আহেন :p
—————————————————-
ধাপ – ২
—————————————————-
চা কফি শেষ হইলে এবার লেখেন java -jar apktool.jar d Packageinstaller.apk

দেখেন কিছু লেখা উঠতেছে, যেমন Baksmaling…

শেষ হইলে এপিকেটুল ফোল্ডারে দেখেন PackageInstaller নামে ফোল্ডার আসছে আর তাতে Packageinstaller.apk এর ডিকম্পিল
হয়ে আসছে।
———————————————————————
এবার ধাপ ৩:
———————————————————————
*এই ধাপের সব কাজ ঠান্ডা মাথায় করবেন, দরকার হইলে মাথার এক কেজি বরফ ঢাইলা কাজে নামেন (সিওর তো??? :p)

এবার Packageinstaller ফোল্ডারে ঢুকে Res এ যান, এবার Values এ, এবার সেখানে String.xml ওপেন করেন। হাহাহা, কি বুঝলেন??? আপ্নের অ্যাপ ইন্সটলার এর সব ফাইল এইহানে থাকে :p

এবার ইচ্ছা মত ইডিট মারেন, কিন্তু সাবধান। কিছু নিয়ম আছে।
দেখেন প্রথম লাইনে লেখা আছে
<?xml এই লাইন টা ইডিট করবেন না। তারপর এর টাও না।
তার পরের লাইনে লেখা
<string name=”app_name”>Package installer</string>

এখানে জাস্ট “Package installer” টা এডিট করতে পারবেন। মানে প্রত্যেক লাইনের <string name=”app_name”> আর </string> এর মাঝের লেখা টা এডিট করতে পারবেন।

এবার ইডিট করা শেষ??? তো এই ধাপ ও শেষ।
———————————————————————
এবার ধাপ-৩
———————————————————————

এবার এপিকেটুলের উইন্ডো তে লিখুন java -jar apktool.jar b Packageinstaller
এবার এপিকে কম্পিল হবে। কাজ শেষ হলে Packageinstaller ফোল্ডারে Dist ফোল্ডারে দেখেন আপনার এডিট করা এপিকে টা :p
———————————————————————————
ধাপ-৪
———————————————————————————

*এই ধাপের কাজ করার আগে অবশ্যই ফুল সিস্টেম ব্যাকআপ করে নিবেন।

এবার Dist ফোল্ডারের এপিকে টা আপনার ফোনে কপি করুন। তারপর Root Explorer ওপেন করুন এপিকে টা কপি করুন, তারপর System/app এ রাখুন। Overwrite চাইলে দিন। তারপর Packageinstaller.apk টাতে চেপে রেখে Permission এ ক্লিক
করুন। তারপর Set Octal এ ক্লিক করে লিখুন 644।

তারপর ফোন রিবুট দিন (সফট রিবুট না)

কি কাজ হইছে :p
যদি হয়ে তাহলে এই টা নিয়ে গুতা গুতি শুরু করেন :p

এই কাজ টা করতে আমার অনেক সময়ে লেগেছে। কারন নেটে কোনো টিউটোরিয়াল পাই নি। কাজ হলে জানাবেন, আর কোনো সমস্যা হলে টিউমেন্ট করবেন।
ভালো থাকবেন। শীতকাল পার্ট নেয়ার জন্যে ঠান্ডা পানিতে নামিয়েন না। বেশি পানি খাইয়েন। আর গরিব দের জন্যে কম্বল বিতরনে অংশগ্রহন করবেন ইনশাল্লাহ :)

টিউনটি প্রথম প্রকাশিত হয়েছে এইখানে

ফেসবুকে আমি

 

Level 0

আমি iT FaHim। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস