Android মোবাইল দিয়ে ফ্রি কল করার সবথেকে ভাল কয়েকটা আন্ড্রয়েড apps

আসসালামু আলাইকুম. আমি ব্লগার শাহীন। আমি টেকনোলোজি বিভাগ নিয়ে লিখতে ও পড়তে ভালবাসি। আজকে আমি আপনাদের জন্য লিখছি কীভাবে Android মোবাইল দিয়ে ফ্রি কল করতে হয়।
আর এর জন্য আজ

Free Calling App
আমি কিছু এন্ড্রয়েড apps এর সন্ধান দেব। ভাল লাগলে শেয়ার করতে ভুলবেন না। আর সব আমার পাশে থাকবেন। আশা করি আপনাদের জন্য ভাল কিছু করতে পারবো
VOXOX
প্রথমেই Play Store থেকে VOXOX এপসটি ডাউনলোড করে নিন যা একদম ফ্রি। এইবার এপসটি অন করে আপনার মোবাইল নম্বর দিয়ে Registration করে নিন। এরপর আপনার নম্বরে একটি Verify Code আসবে। Code টি দিয়ে Registration Complete করে ফেলুন। এইবার এপসটি অন করে Dial অপশনে গিয়ে দেখবেন আপনার Credit হিসেবে 1$ দেয়া আছে। এই 1$ দিয়ে আপনি পৃথিবীর যে কোন নম্বরে (Land Line সহ) কল করতে পারবেন আনলিমিটেড। সব চাইতে বড় সুবিধা হলো আপনি যাকে কল করবেন তিনি আপনার মোবাইল নম্বর কখনই জানতে পারবেন না। বরং যাকে কল করছেন তার মোবাইলে USA এর নম্বর শো করবে।
ooVoo
ভিডিও কল হল একটি ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন যা ভয়েস কল, ভিডিও কল সহ বিনামূল্যে কল করার সুযোগ আছে। এই কলিং অ্যাপ্লিকেশন থেকে অ্যান্ড্রয়েড এ ফ্রি ভিডিও কল এবং ভয়েস কল অন্যান্য অ্যান্ড্রয়েড, আইফোন বা পিসির জন্য বিশেষভাবে ডিজাইন করা। এই অ্যাপ্লিকেশন এর ভাল ভাবে তার বহুদলীয় ভিডিও চ্যাট অপশন আছে। ooVoo এ এছাড়াও আপনি যে কোন ল্যান্ডলাইন বা মোবাইল নম্বর কল করতে পারবেন। কিন্তু শুরু করার আগে, আপনি একটি অ্যাপ্লিকেশন এ ছোট-সাইন আপ প্রয়োজন হবে।
পুর্বে প্রকাশিত হয় আমার ব্যক্তিগত ব্লগে

Level 0

আমি শাহীন আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

credit পরে বাড়াবো কিভাবে..?

    পরবর্তীতে এ্যাপ এর ডাটা ক্লিয়ার করে । নতুন একটা জিমেইল দিয়ে একাউন্ট খুলুন।এবং একমাস পর পর আপনি ১ ডলার করে পাবেন।

শাহীন ভাই 1$ দিয়ে কতদিন বা কতবার কল করা যাবে একটু বিস্তরিত বলুন ভাই

আমার কোন গার্লফ্রেন্ড না থাকায়,আমি একমাস কথা বলতে পেরেছি। তবে Voxox এ খুবই কম ক্রেডিট লাগে। যেকারনে আপনি 1$ এ বেশী সময় কথা বলতে পারবেন।

your account can not be created. if u have question, or think you are receiving this massage in error, please contact support. ভা্ই এই ম্যাসেজ টা আসতেসে একাউন্ট ক্রিয়েট করার সময় এখন কি করবো ?